ভারতে বিনিয়োগের এটাই সেরা সময়: মোদি
- আপডেট : ৮ অক্টোবর ২০২৫, বুধবার
- / 214
পুবের কলম ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ফের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের পক্ষে জোরদার সওয়াল করেন। যদিও বিরোধীরা এটিকে একদম ব্যর্থ প্রকল্প হিসেবেই বারবার দাবি করে থাকেন। তিনি আন্তর্জাতিক ও দেশীয় বিনিয়োগকারীদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, সরকারের সংস্কারমুখী নীতি এবং ব্যবসায়িক পরিবেশের উন্নতির কারণে ভারতে বিনিয়োগ, উদ্ভাবন ও উৎপাদনের এটাই সেরা সময়।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের গণতান্ত্রিক কাঠামো, সরকারের মনোভাব এবং ব্যবসায়ীবান্ধব নীতিগুলির প্রশংসা করে বলেন, এই সব পদক্ষেপ ভারতকে বিনিয়োগকারীদের কাছে একটি বন্ধুত্বপূর্ণ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করেছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে গত ১৫ আগস্টের ঘোষণাকে স্মরণ করিয়ে দেন, যেখানে তিনি বলেছিলেন যে এই বছরটি হবে বড় পরিবর্তন ও বড় সংস্কারের বছর। তিনি জানান, সরকার সংস্কারের গতি বাড়াচ্ছে। এর উদাহরণ হিসেবে তিনি গত মাসেই পণ্য ও পরিষেবা কর সংস্কারের কথা উল্লেখ করেন, যার ফলে শ্যাম্পু থেকে শুরু করে টেলিভিশন সেটের মতো দৈনন্দিন ব্যবহারের পণ্যগুলির দাম কমেছে। প্রধানমন্ত্রী বিশেষ করে সেমিকন্ডাক্টর, মোবাইল এবং ইলেকট্রনিক্স শিল্পের ক্ষেত্রে ভারতে বিশাল সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন এবং শিল্প, উদ্ভাবক এবং স্টার্টআপ সংস্থাগুলিকে এখনই এগিয়ে আসার আহ্বান জানান।
মোদি গত দশকে ডিজিটাল ক্ষেত্রে ভারতের অসাধারণ অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি জানান, ভারতে ১ জিবি ওয়্যারলেস ডেটার খরচ এখন এক কাপ চায়ের দামের চেয়েও কম। ডিজিটাল সংযোগ আর বিশেষ সুবিধা বা বিলাসিতা নয়, এটি প্রতিটি ভারতীয়ের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম বাজার এবং দ্বিতীয় বৃহত্তম ৫জি বাজার।
ভারত নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘মেড ইন ইন্ডিয়া ৪জি স্ট্যাক’ চালু করেছে। এই ক্ষমতা অর্জনকারী বিশ্বের মাত্র পাঁচটি দেশের তালিকায় ভারত নিজেদের স্থান করে নিয়েছে। এক সময় যে দেশ ২জি নিয়ে স্ট্রাগল করত, আজ সেখানে ৫জি পরিষেবা প্রায় প্রতিটি জেলায় পৌঁছে গেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতের কাছে নেতৃত্ব দেওয়ার মতো জনশক্তি, গতিশীলতা এবং মানসিকতা সবই আছে। আন্তর্জাতিক বিনিয়োগের জন্য ভারত এখন এক প্রস্তুত প্ল্যাটফর্ম। এই বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী মূলত বিনিয়োগের জন্য সরকারের দৃঢ় প্রতিশ্রুতি ও দেশের প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপর জোর দিলেন।
The inauguration of Phase 1 of Navi Mumbai International Airport and other connectivity projects will strengthen the city’s position as a global hub of growth and opportunity. https://t.co/lYUzp3noBX
— Narendra Modi (@narendramodi) October 8, 2025



















































