ভোট চুরি না হলে বিহারের মানুষই মহাজোট সরকার গঠন করবে: রাহুল গান্ধী
- আপডেট : ৯ নভেম্বর ২০২৫, রবিবার
- / 79
পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারের কিষাণগঞ্জ থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবারের সভায় বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে ধর্ম ও বর্ণের নামে দেশকে বিভক্ত করার অভিযোগ তোলেন তিনি। রাহুলের দাবি, “যেখানে ইন্ডিয়া মঞ্চ দেশকে ঐক্যবদ্ধ করতে কাজ করছে, সেখানে এনডিএ ও আরএসএস ঘৃণার রাজনীতি করছে।”
তিনি বলেন, “ভারতে দুই মতাদর্শের লড়াই চলছে—একদিকে বিভেদের রাজনীতি, অন্যদিকে ভালোবাসা ও ঐক্যের রাজনীতি।” ‘ভারত জোড়ো যাত্রা’-র প্রসঙ্গ টেনে রাহুল বলেন, “আমরা ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলেছি।”
হরিয়ানা ও মহারাষ্ট্রে ‘ভোট চুরি’ হয়েছে বলে অভিযোগ করে রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ তোলেন। তাঁর দাবি, “হরিয়ানায় ২৫ লক্ষ জাল ভোট পড়েছে, এমনকি ভোটার তালিকায় বিদেশি মডেলদের ছবিও রয়েছে।”
রাহুল আরও বলেন, “যদি ভোট চুরি বন্ধ হয়, তাহলে বিহারে ১০০ শতাংশ মহাগঠবন্ধন সরকার গঠিত হবে।” তিনি বিহারে কর্মসংস্থান সংকট ও শিক্ষাপ্রতিষ্ঠান বিক্রির অভিযোগ তুলে বলেন, “যুবকদের বাইরে কাজ খুঁজতে যেতে হচ্ছে, কারণ নীতীশ কুমার চাকরির সুযোগ তৈরি করতে চান না।”
শেষে রাহুলের বার্তা, “ফোনে ‘Made in China’ নয়, ‘Made in Bihar’ লেখা উচিত। ভুট্টা, মাছ, আম, মাখানার উৎপাদন হয়, কিন্তু শিল্প ও প্রক্রিয়াকরণ কারখানা নেই—কারণ জমি সব আদানির হাতে।”
তিনি দাবি করেন, এনডিএ ইতিমধ্যেই পরাজয় মেনে নিয়েছে, আর “ভোট চুরি না হলে বিহারের মানুষই মহাজোট সরকার গঠন করবে।”


















































