এম কে স্ট্যালিনকে বড় চ্যালেঞ্জ বিজেপির

- আপডেট : ২৭ অগাস্ট ২০২৫, বুধবার
- / 320
পুবের কলম ওয়েবডেস্ক : বুধবার বিহারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’-তে যোগ দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং ডিএমকে সভাপতি এমকে স্ট্যালিন। আর এই উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি। তাঁরা অভিযোগ করেছেন, স্ট্যালিন ও তাঁর দলের নেতারা বিহারী এবং উত্তর ভারতীয়দের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন। যা রাজ্যের মানুষের মর্যাদাহানি ঘটিয়েছিল।
বিজেপি নেতা কে আন্নামালাই সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছেন, সেই ভিডিওতে স্ট্যালিনসহ ডিএমকে-র একাধিক শীর্ষ নেতাদের বিতর্কিত মন্তব্য রয়েছে। তিনি চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন ও বলেছেন, “স্ট্যালিন যদি সাহসী হয়ে থাকেন, তবে আজ রাহুল গান্ধীর পাশে একই মঞ্চে দাঁড়িয়ে বিহারিদের নিয়ে করা সেইসব মন্তব্যের পুনরাবৃত্তি করুন।” এদিন কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগানও স্ট্যালিনকে কটাক্ষ করে বলেন, “তিনি বিহারে কোন ভাষায় কথা বলবেন জানা নেই। ইংরেজিতে বললে তাও কিন্তু ঔপনিবেশিক মানসিকতার এক বিরাট প্রতিফলন হবে।
প্রধানমন্ত্রী যেখানে ঔপনিবেশিকতা মুছে ফেলার কথা বলছেন, সেখানে স্ট্যালিনের ভাষা সমস্যা তৈরি করবে। তাহলে বিহারের এই জনসভায় তাঁর উপস্থিতির আসল উপযোগিতাই বা কি?” একই প্রশ্ন তুললেন বিজেপি নেতা সি আর কেশবন। তিনি বলেন, গণেশ চতুর্থী উপলক্ষে স্ট্যালিন আদৌ বিহারের জনগণকে শুভেচ্ছা জানাবেন কি না। তিনি মন্তব্য করেন, “স্ট্যালিন এর আগে হিন্দু উৎসব এড়িয়ে গেছেন। এবার বিহারে এসে তিনি কি সেই একই ধারা বজায় রাখবেন, নাকি জনগণের মনোভাবকে তিনি সম্মান জানাবেন?”
বিজেপির করা একাধিক আক্রমণ সত্ত্বেও স্ট্যালিন কিন্তু বুধবার, সমাবেশে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে উপস্থিত হয়েছেন। সমাবেশে তেজস্বী এনডিএ-কে কটাক্ষ করে বলেন, “এনডিএ মানে ‘নাহি দেঙ্গে অধিকার’। বিজেপি ভোট চুরির পথে হাঁটছে, কিন্তু সাধারণ মানুষ খুবই সচেতন এবং নিজেদের অধিকার নিজেরাই রক্ষা করবে। আমি নিশ্চিত আগামি নির্বাচনে এনডিএ ব্যর্থ হবেই।”