২৪ নভেম্বর ২০২৫, সোমবার, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চুঁচুড়ায় জোর করে মহিলা পুলিশকর্মীদের ‘সিঁদুর’ পরালেন বিজেপি কর্মীরা

চামেলি দাস
  • আপডেট : ৩০ মে ২০২৫, শুক্রবার
  • / 298

পুবের কলম ওয়েবডেস্ক: বৃহস্পতিবার আলিপুরদুয়ারে রাজনৈতিক সভা থেকে অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুরকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দাবি, এভাবে দেশের প্রতিটি বিবাহিত মহিলার সিঁদুরের অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিবাদে পথে মহিলা বিজেপি কর্মীরা। অবরোধ তুলতে গেলে জোর করে মহিলা পুলিশকর্মীদের সিঁদুর পরিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে হুগলির চুঁচুড়ার পিপুলপাতি পাঁচমাথা মোড়ে তীব্র উত্তেজনা।

অপারেশন সিঁদুরকে আক্রমণের মাধ্যমে বিবাহিত মহিলাদের সিঁদুরের অপমান করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। প্রতিবাদে চুঁচুড়া পিপুলপাতি পাঁচমাথা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলা বিজেপি কর্মীরা। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। রাস্তায় বসে থাকা বিজেপি মহিলা কর্মীদের সরাতে যায় পুলিশ। জোর করে পুলিশকর্মীদের সিঁদুর পরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাতে বাধা দেন মহিলা পুলিশকর্মীরা। বিজেপি মহিলা কর্মীদের সঙ্গে উর্দিধারীদের বাকবিতণ্ডা শুরু হয়। বিজেপি কর্মী নিরুপা চক্রবর্তী বলেন, “সিঁদুর আমাদের অহঙ্কার। আমি নিজে সিঁদুর পরব। বিবাহিত মহিলাদেরও সিঁদুর পরাব।”

আরও পড়ুন: অপারেশন সিঁদুর শুধুমাত্র ‘ট্রেলার’ ছিল, আমরা সর্বদা ‘সবক’ শেখাতে প্রস্তুত: হুঁশিয়ারি সেনাপ্রধানের

পালটা হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন, “বিজেপি অপারেশন সিঁদুর নিয়ে ছেলেখেলা করছে চুঁচুড়ার ঘটনা তার প্রমাণ। হিন্দুধর্মে সিঁদুরকে পবিত্র হিসেবে গণ্য করা হয়। একজন কর্তব্যরত মহিলা পুলিশকর্মীকে জোর করে সিঁদুর পরিয়ে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে অপারেশন সিঁদুরের পক্ষে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন তখন দেশের প্রধানমন্ত্রী তা নিয়ে রাজনীতি করছেন। অপারেশন সিঁদুর নিয়ে যেভাবে বিজেপি নোংরামো করছে তার জবাব দেবে সাধারণ মানুষ।”

আরও পড়ুন: জীবদ্দশায় ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখে যেতে চাই : আক্রম

 

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চুঁচুড়ায় জোর করে মহিলা পুলিশকর্মীদের ‘সিঁদুর’ পরালেন বিজেপি কর্মীরা

আপডেট : ৩০ মে ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: বৃহস্পতিবার আলিপুরদুয়ারে রাজনৈতিক সভা থেকে অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুরকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দাবি, এভাবে দেশের প্রতিটি বিবাহিত মহিলার সিঁদুরের অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিবাদে পথে মহিলা বিজেপি কর্মীরা। অবরোধ তুলতে গেলে জোর করে মহিলা পুলিশকর্মীদের সিঁদুর পরিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে হুগলির চুঁচুড়ার পিপুলপাতি পাঁচমাথা মোড়ে তীব্র উত্তেজনা।

অপারেশন সিঁদুরকে আক্রমণের মাধ্যমে বিবাহিত মহিলাদের সিঁদুরের অপমান করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। প্রতিবাদে চুঁচুড়া পিপুলপাতি পাঁচমাথা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলা বিজেপি কর্মীরা। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। রাস্তায় বসে থাকা বিজেপি মহিলা কর্মীদের সরাতে যায় পুলিশ। জোর করে পুলিশকর্মীদের সিঁদুর পরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাতে বাধা দেন মহিলা পুলিশকর্মীরা। বিজেপি মহিলা কর্মীদের সঙ্গে উর্দিধারীদের বাকবিতণ্ডা শুরু হয়। বিজেপি কর্মী নিরুপা চক্রবর্তী বলেন, “সিঁদুর আমাদের অহঙ্কার। আমি নিজে সিঁদুর পরব। বিবাহিত মহিলাদেরও সিঁদুর পরাব।”

আরও পড়ুন: অপারেশন সিঁদুর শুধুমাত্র ‘ট্রেলার’ ছিল, আমরা সর্বদা ‘সবক’ শেখাতে প্রস্তুত: হুঁশিয়ারি সেনাপ্রধানের

পালটা হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন, “বিজেপি অপারেশন সিঁদুর নিয়ে ছেলেখেলা করছে চুঁচুড়ার ঘটনা তার প্রমাণ। হিন্দুধর্মে সিঁদুরকে পবিত্র হিসেবে গণ্য করা হয়। একজন কর্তব্যরত মহিলা পুলিশকর্মীকে জোর করে সিঁদুর পরিয়ে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে অপারেশন সিঁদুরের পক্ষে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন তখন দেশের প্রধানমন্ত্রী তা নিয়ে রাজনীতি করছেন। অপারেশন সিঁদুর নিয়ে যেভাবে বিজেপি নোংরামো করছে তার জবাব দেবে সাধারণ মানুষ।”

আরও পড়ুন: জীবদ্দশায় ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখে যেতে চাই : আক্রম

 

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং