০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পদক জয়ের আরও কাছে অসমের মহিলা বক্সার লভলিনা

সুস্মিতা
  • আপডেট : ২৭ জুলাই ২০২১, মঙ্গলবার
  • / 38

পুবের কলম ওয়েবডেক্সঃ অলিম্পিকের গেমসের ৬৯ কেজি বিভাগে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জয় পেয়ে শেষ চারে পৌঁছে গিয়েছে অসমের মহিলা বক্সার লভলিনা।তেমন বড়সড় অঘটন না ঘটলে ভারতের আরও একটি পদক জয়ের আশা বেঁচে থাকল। লভলিনা হারালেন জার্মানির প্রতিযোগী নাদিন অ্যাপেজকে ৩-২ পয়েন্টে হারিয়ে দিলেন।লভলিনা অসম থেকে একমাত্র ক্রীড়াবিদ যে অলিম্পিকের মতো মেগা ইভেন্টে প্রথম অংশগ্রহণ করে পৌঁছে গিয়েছেন প্রতিযোগিতার সেমিফাইনালে।ভারতের উত্তর-পূর্ব সীমান্তের অসমের প্রত্যন্ত অঞ্চল গোলাঘাট অঞ্চলের বাসিন্দা লভলিনা। তিন বোন আর বাবা-মাকে নিয়ে তাঁদের ছোট্ট সংসার। ছোটবেলায় কিক বক্সিং খেললেও পরবর্তীতে সাঁইয়ের কোচের পরামর্শে লাভলিনা পা রাখেন বক্সিং রিংয়ে।  তিনি শুরু থেকেই মুহাম্মদ আলির অন্ধ ভক্ত।টোকিও অলিম্পিকে ছাড়পত্র পাওয়ার পর থেকেই গোটা অসমজুড়ে তাঁর সাফল্য চেয়ে পোস্টার পড়ছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পদক জয়ের আরও কাছে অসমের মহিলা বক্সার লভলিনা

আপডেট : ২৭ জুলাই ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেক্সঃ অলিম্পিকের গেমসের ৬৯ কেজি বিভাগে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জয় পেয়ে শেষ চারে পৌঁছে গিয়েছে অসমের মহিলা বক্সার লভলিনা।তেমন বড়সড় অঘটন না ঘটলে ভারতের আরও একটি পদক জয়ের আশা বেঁচে থাকল। লভলিনা হারালেন জার্মানির প্রতিযোগী নাদিন অ্যাপেজকে ৩-২ পয়েন্টে হারিয়ে দিলেন।লভলিনা অসম থেকে একমাত্র ক্রীড়াবিদ যে অলিম্পিকের মতো মেগা ইভেন্টে প্রথম অংশগ্রহণ করে পৌঁছে গিয়েছেন প্রতিযোগিতার সেমিফাইনালে।ভারতের উত্তর-পূর্ব সীমান্তের অসমের প্রত্যন্ত অঞ্চল গোলাঘাট অঞ্চলের বাসিন্দা লভলিনা। তিন বোন আর বাবা-মাকে নিয়ে তাঁদের ছোট্ট সংসার। ছোটবেলায় কিক বক্সিং খেললেও পরবর্তীতে সাঁইয়ের কোচের পরামর্শে লাভলিনা পা রাখেন বক্সিং রিংয়ে।  তিনি শুরু থেকেই মুহাম্মদ আলির অন্ধ ভক্ত।টোকিও অলিম্পিকে ছাড়পত্র পাওয়ার পর থেকেই গোটা অসমজুড়ে তাঁর সাফল্য চেয়ে পোস্টার পড়ছে।