০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবার অলিম্পিক্সে নেমেই কোয়ার্টার ফাইনালে বক্সার পূজা রানি

সুস্মিতা
  • আপডেট : ২৮ জুলাই ২০২১, বুধবার
  • / 13

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রথমবার অলিম্পিকে নেমেই সবাইকে চমক দিলেন ভারতের মহিলা বক্সার পূজা রানি। মহিলাদের মিডলওয়েট বক্সিংয়ে (৬৯-৭৫ কেজি বিভাগ) আলজিরিয়ার ইচরাক চাইব-কে হারিয়ে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের এই মহিলা বক্সার। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে আগেই নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন অসমের বক্সার লভলিনা বরগোহাঁই। পরের দিনই আরও এক ভারতীয় বক্সার পৌঁছে গেলেন টোকিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে। ৭৫ কেজি বিভাগে জিতলেন পূজা। আলজেরিয়ার প্রতিযোগী ইচরাক কাইবকে ৫-০ ব্যবধানে হারান পূজা। ৩০ বছর বয়সী পূজা রানি বয়সে তাঁর চেয়ে ১০ বছরের ছোট প্রতিপক্ষকে হারান। ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে অনেকটা এগিয়ে যান। বাকিটা সময় দু’বারের এশীয় চ্যাম্পিয়ন বক্সার পূজা সুবিধা পেয়ে যান তাঁর প্রতিপক্ষ রিংয়ে ভারসাম্য নিয়ে সমস্যায় পড়ে যাওয়ায়। আর সেই সুযোগে প্রতিপক্ষকে কার্যত কোনও সুযোগই দেননি পূজা। কোয়ার্টার ফাইনালে চিনের লি কিয়ানের বিরুদ্ধে খেলবেন পূজা।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রথমবার অলিম্পিক্সে নেমেই কোয়ার্টার ফাইনালে বক্সার পূজা রানি

আপডেট : ২৮ জুলাই ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রথমবার অলিম্পিকে নেমেই সবাইকে চমক দিলেন ভারতের মহিলা বক্সার পূজা রানি। মহিলাদের মিডলওয়েট বক্সিংয়ে (৬৯-৭৫ কেজি বিভাগ) আলজিরিয়ার ইচরাক চাইব-কে হারিয়ে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের এই মহিলা বক্সার। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে আগেই নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন অসমের বক্সার লভলিনা বরগোহাঁই। পরের দিনই আরও এক ভারতীয় বক্সার পৌঁছে গেলেন টোকিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে। ৭৫ কেজি বিভাগে জিতলেন পূজা। আলজেরিয়ার প্রতিযোগী ইচরাক কাইবকে ৫-০ ব্যবধানে হারান পূজা। ৩০ বছর বয়সী পূজা রানি বয়সে তাঁর চেয়ে ১০ বছরের ছোট প্রতিপক্ষকে হারান। ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে অনেকটা এগিয়ে যান। বাকিটা সময় দু’বারের এশীয় চ্যাম্পিয়ন বক্সার পূজা সুবিধা পেয়ে যান তাঁর প্রতিপক্ষ রিংয়ে ভারসাম্য নিয়ে সমস্যায় পড়ে যাওয়ায়। আর সেই সুযোগে প্রতিপক্ষকে কার্যত কোনও সুযোগই দেননি পূজা। কোয়ার্টার ফাইনালে চিনের লি কিয়ানের বিরুদ্ধে খেলবেন পূজা।