০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

BREAKING: চিনারপার্কে অনুব্রতর বাড়িতে এল সিবিআই

ইমামা খাতুন
  • আপডেট : ৮ অগাস্ট ২০২২, সোমবার
  • / 46

পুবের কলম ওয়েব ডেস্কঃ চিনারপার্কে অনুব্রত মণ্ডলের বাড়িতে এলেন সিবিআই এর এক আধিকারিক। পার্থর পর এবার অনুব্রত মণ্ডল। অসুস্থতার জন্য হাজিরা দিতে পারবে না তিনি, ইমেল সিবিআইকে।

 

আরও পড়ুন: SBI fraud case: ED-র পরে এ বার CBI-এর নজরে অনিল আম্বানি

গরু পাচার কাণ্ডে আজ  অনুব্রত মণ্ডলের সকাল ১১ টার সময় নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার  কথা ছিল। কিন্তু ইমেল মারফৎ তিনি জানিয়ে দেন তিনি আজ অসুস্থতার জন্য হাজিরা দিতে পারবেন না।আজ এরপরেই sskm এর উদ্দেশে রওনা  হয়ে যান বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি। শারীরিক পরীক্ষার পর হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয়-সেই রকম গুরুত্বপূর্ণ কোনও সমস্যা নেই।হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার কোনও প্রয়োজন নেই।

আরও পড়ুন: পার্থের জামিন মামলায় হাইকোর্টে রিপোর্ট জানাতে ‘সময়’ নিল সিবিআই

অর্থাৎ হাসপাতালে ভর্তি করল না এসএসকেএম হাসপাতাল।এদিন সাত সদস্যের একটি মেডিকেল টিম অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা করেন।এসএসকেএম হাসপাতালের তরফে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার জানান, অনুব্রত মণ্ডলের নতুন করে কোনও শারীরিক সমস্যা তৈরি হয়নি। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করার মতো কিছু নেই।

আরও পড়ুন: ইডি সিবিআই সেজে লুটপাটের ঘটনা ঠেকাতে সিসিটিভি নজরদারি বাড়াচ্ছে লালবাজার

এদিন কলকাতার চিনার পার্কের বাড়ি থেকে এসএসকেএম হাসপাতালে আসেন অনুব্রত মণ্ডল।ফিসচুলা, কাশি, ঘাড়ে ও মাথায় ব্যথা নিয়ে  হাসপাতালে আসেন।

অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষায় সাত সদস্যের মেডিকেল বোর্ড তৈরি হয়। অনুব্রত’র হৃদযন্ত্রের পরীক্ষায় ইকো কার্ডিওগ্রাম মেশিন আনা হয়। এসএসকেএম হাসপাতালে পরীক্ষার জন্য ইকো কার্ডিওগ্রাম মেশিন আনা হয়। তবে তার হৃদযন্ত্রের কোনও সমস্যা না ধরা পড়ায় ইকো কার্ডিওগ্রাম পরীক্ষা হয়নি। সার্জারি ও এন্ডোক্রোনোলজি বিভাগের চিকিৎসক তার শারীরিক পরীক্ষা করেন। তবে হাসপাতাল সূত্রে জানিয়ে দেওয়া হয় অনুব্রত মণ্ডলকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই। এদিন তাকে ২১৬ নম্বর কেবিনে রাখ হয়। অনুব্রত মণ্ডলকে ওই কেবিনে রেখেই তার শারীরিক পরীক্ষা করা হয়। সেই কারণে আজ এই কেবিনে কোনও রোগী ভর্তি করতে বারণ করা হয়েছিল।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

BREAKING: চিনারপার্কে অনুব্রতর বাড়িতে এল সিবিআই

আপডেট : ৮ অগাস্ট ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ চিনারপার্কে অনুব্রত মণ্ডলের বাড়িতে এলেন সিবিআই এর এক আধিকারিক। পার্থর পর এবার অনুব্রত মণ্ডল। অসুস্থতার জন্য হাজিরা দিতে পারবে না তিনি, ইমেল সিবিআইকে।

 

আরও পড়ুন: SBI fraud case: ED-র পরে এ বার CBI-এর নজরে অনিল আম্বানি

গরু পাচার কাণ্ডে আজ  অনুব্রত মণ্ডলের সকাল ১১ টার সময় নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার  কথা ছিল। কিন্তু ইমেল মারফৎ তিনি জানিয়ে দেন তিনি আজ অসুস্থতার জন্য হাজিরা দিতে পারবেন না।আজ এরপরেই sskm এর উদ্দেশে রওনা  হয়ে যান বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি। শারীরিক পরীক্ষার পর হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয়-সেই রকম গুরুত্বপূর্ণ কোনও সমস্যা নেই।হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার কোনও প্রয়োজন নেই।

আরও পড়ুন: পার্থের জামিন মামলায় হাইকোর্টে রিপোর্ট জানাতে ‘সময়’ নিল সিবিআই

অর্থাৎ হাসপাতালে ভর্তি করল না এসএসকেএম হাসপাতাল।এদিন সাত সদস্যের একটি মেডিকেল টিম অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা করেন।এসএসকেএম হাসপাতালের তরফে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার জানান, অনুব্রত মণ্ডলের নতুন করে কোনও শারীরিক সমস্যা তৈরি হয়নি। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করার মতো কিছু নেই।

আরও পড়ুন: ইডি সিবিআই সেজে লুটপাটের ঘটনা ঠেকাতে সিসিটিভি নজরদারি বাড়াচ্ছে লালবাজার

এদিন কলকাতার চিনার পার্কের বাড়ি থেকে এসএসকেএম হাসপাতালে আসেন অনুব্রত মণ্ডল।ফিসচুলা, কাশি, ঘাড়ে ও মাথায় ব্যথা নিয়ে  হাসপাতালে আসেন।

অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষায় সাত সদস্যের মেডিকেল বোর্ড তৈরি হয়। অনুব্রত’র হৃদযন্ত্রের পরীক্ষায় ইকো কার্ডিওগ্রাম মেশিন আনা হয়। এসএসকেএম হাসপাতালে পরীক্ষার জন্য ইকো কার্ডিওগ্রাম মেশিন আনা হয়। তবে তার হৃদযন্ত্রের কোনও সমস্যা না ধরা পড়ায় ইকো কার্ডিওগ্রাম পরীক্ষা হয়নি। সার্জারি ও এন্ডোক্রোনোলজি বিভাগের চিকিৎসক তার শারীরিক পরীক্ষা করেন। তবে হাসপাতাল সূত্রে জানিয়ে দেওয়া হয় অনুব্রত মণ্ডলকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই। এদিন তাকে ২১৬ নম্বর কেবিনে রাখ হয়। অনুব্রত মণ্ডলকে ওই কেবিনে রেখেই তার শারীরিক পরীক্ষা করা হয়। সেই কারণে আজ এই কেবিনে কোনও রোগী ভর্তি করতে বারণ করা হয়েছিল।