০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

BREAKING NEWS: ফের কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৬

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার
  • / 87

পুবের কলম ওয়েবডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৬। স্থানীয় সময় সোমবার ঘটনাটি ঘটেছে । বেশ কয়েক বাড়ি ভেঙে পড়েছে বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর। এতে অন্তত চারজন নিহত হয়েছে বলে জানা গেছে।

এদিকে ভূমিকম্পটি পাঁচ কিলোমিটার গভীরতায় ছিল বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে। এর আগের প্রতিবেদনে ভূমিকম্পটি আরো উচ্চ মাত্রার ছিল বলে জানানো হয়েছিল। পরে তা সংশোধন করে ৫ দশমিক ৬ মাত্রার বলে জানানো হয়।

আরও পড়ুন: দাবানলে জ্বলছে তুরস্কের ইজমির, গ্রাম খালি, বিমানবন্দর বন্ধ

সোমবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মালটিয়া প্রদেশের ইয়েসিলিউর্ট শহরে। সেখানকার কয়েকটি ভবন ধসে পড়েছে বলে ইয়েসিলিউর্টের মেয়র মেহমেত সিনার হ্যাবারতুর্ক টেলিভিশনকে জানিয়েছেন।

আরও পড়ুন: তুরস্কের ‘কান’ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া, প্রথম আন্তর্জাতিক চুক্তি

গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৮। শতাব্দীর প্রলয়ঙ্কারী ভূমিকম্পে দুই দেশে ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তার মধ্যে শুধু তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৪৪ হাজার ২১৮ জন। আর সিরিয়ায় ৫ হাজার ৯১৪ জন। গৃহহীন হয়েছেন ২ কোটির বেশি মানুষ। ২ লক্ষ ৪০ হাজারের বেশি উদ্ধারকর্মী দিনরাত পরিশ্রম করে উদ্ধারকার্য চালিয়েছেন।

আরও পড়ুন: তুরস্ক বয়কট, মামলা গেল দিল্লি হাইকোর্টে

ধ্বংসাবশেষ সরানোর পরে ইতিমধ্যেই পুনর্বাসনের কাজ শুরু করে দিয়েছে তুরস্ক সরকার। প্রেসিডেন্ট এরদোগান জানিয়েছেন, ভূমিকম্পে যারা সর্বস্ব হারিয়েছেন তাদের প্রত্যেকেই পুনর্বাসনের আওতায় আনা হবে। তবে ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের পরে যেভাবে একের পর এক আফটার শক হয়ে চলেছে তাতে প্রমাদ গুনছেন প্রশাসনিক আধিকারিকরা। প্রলয়ঙ্কারী ভূমিকম্পের পরে এখনও পর্যন্ত তুরস্কের দক্ষিণপূর্ব এবং সিরিয়ার উত্তরাঞ্চলে নয় হাজারের বেশি আফটারশক অনুভূত হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

BREAKING NEWS: ফের কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৬

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৬। স্থানীয় সময় সোমবার ঘটনাটি ঘটেছে । বেশ কয়েক বাড়ি ভেঙে পড়েছে বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর। এতে অন্তত চারজন নিহত হয়েছে বলে জানা গেছে।

এদিকে ভূমিকম্পটি পাঁচ কিলোমিটার গভীরতায় ছিল বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে। এর আগের প্রতিবেদনে ভূমিকম্পটি আরো উচ্চ মাত্রার ছিল বলে জানানো হয়েছিল। পরে তা সংশোধন করে ৫ দশমিক ৬ মাত্রার বলে জানানো হয়।

আরও পড়ুন: দাবানলে জ্বলছে তুরস্কের ইজমির, গ্রাম খালি, বিমানবন্দর বন্ধ

সোমবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মালটিয়া প্রদেশের ইয়েসিলিউর্ট শহরে। সেখানকার কয়েকটি ভবন ধসে পড়েছে বলে ইয়েসিলিউর্টের মেয়র মেহমেত সিনার হ্যাবারতুর্ক টেলিভিশনকে জানিয়েছেন।

আরও পড়ুন: তুরস্কের ‘কান’ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া, প্রথম আন্তর্জাতিক চুক্তি

গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৮। শতাব্দীর প্রলয়ঙ্কারী ভূমিকম্পে দুই দেশে ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তার মধ্যে শুধু তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৪৪ হাজার ২১৮ জন। আর সিরিয়ায় ৫ হাজার ৯১৪ জন। গৃহহীন হয়েছেন ২ কোটির বেশি মানুষ। ২ লক্ষ ৪০ হাজারের বেশি উদ্ধারকর্মী দিনরাত পরিশ্রম করে উদ্ধারকার্য চালিয়েছেন।

আরও পড়ুন: তুরস্ক বয়কট, মামলা গেল দিল্লি হাইকোর্টে

ধ্বংসাবশেষ সরানোর পরে ইতিমধ্যেই পুনর্বাসনের কাজ শুরু করে দিয়েছে তুরস্ক সরকার। প্রেসিডেন্ট এরদোগান জানিয়েছেন, ভূমিকম্পে যারা সর্বস্ব হারিয়েছেন তাদের প্রত্যেকেই পুনর্বাসনের আওতায় আনা হবে। তবে ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের পরে যেভাবে একের পর এক আফটার শক হয়ে চলেছে তাতে প্রমাদ গুনছেন প্রশাসনিক আধিকারিকরা। প্রলয়ঙ্কারী ভূমিকম্পের পরে এখনও পর্যন্ত তুরস্কের দক্ষিণপূর্ব এবং সিরিয়ার উত্তরাঞ্চলে নয় হাজারের বেশি আফটারশক অনুভূত হয়েছে।