০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নাবালিকাকে যৌন হেনস্থা মামলায় ব্রিজভূষণ শরণ সিংকে ক্লিনচিট দিল্লি পুলিশের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার
  • / 9

পুবের কলম, ওয়েবডেস্ক: : নাবালিকাকে যৌন হেনস্থার মামলায় ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংকে ক্লিনচিট দিল দিল্লি পুলিশ। আদালতে দিল্লি পুলিশ এক বিবৃতি দিয়ে জানায়, ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার কোনও প্রমাণ মেলেনি। গত এপ্রিলে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পক্সো আইনের অধীনে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে মামলা দায়ের হয়।
পুলিশ আদালতকে জানায় বিজেপি সাংসদ নেতা ব্রিজভূষণের বিরুদ্ধে নাবালিকার দায়ের করা মামলায় কোনও ‘প্রমাণমূলক প্রমাণ’ পাওয়া যায়নি। মামলাটি বাতিল করার জন্য আদালতে রিপোর্ট জমা দেয় পুলিশ।

পাশাপাশি এদিন কুস্তিগিরদের দায়ের করা এফআইআর-এর তদন্ত শেষে আদালতে ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিটে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা (নারীকে তার শালীনতা ক্ষুন্ন উদ্দেশে আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ) ৩৫৪ এ (যৌন হয়রানি এবং যৌন হয়রানির শাস্তি), ৩৫৪ ডি(স্টকিং) ১০৯ এর অধীনে মামলা দায়ের হয়েছে। অপর অভিযুক্ত বিনোদ তোমরের বিরুদ্ধে ৩৫৪/৩৫৪এ/ ৫০৬ (অপরাধী ভয় দেখানোর শাস্তি) ধারায় চার্জশিট পেশ করে দিল্লি পুলিশ।

আদালতে দিল্লি পুলিশ জানায়, পক্সো আইনের তদন্ত শেষ হওয়ার পর ১৭৩ ভারতীয় ধারার অধীনে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেখানে অভিযোগকারির বক্তব্যের ভিত্তিতে মামলা বাতিল করার অনুরোধ জানানো হয়। নাবালিকা ও তার বাবা নিজেই মামলা বাতিলের অনুরোধ করেন। সূত্রের খবর, নাবালিকার পুলিশকে দেওয়া প্রথম বয়ান অনুযায়ী ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়। কিন্তু দ্বিতীয়বার নাবালিকা বয়ান পালটে বলে, ব্রিজভূষণের বিরুদ্ধে তার কোনও যৌন হেনস্থার অভিযোগ নেই। নাবালিকার বয়ান ছিল, ‘আমি নির্বাচিত হয়নি। আমি কঠোর পরিশ্রম করেছিলাম। নির্বাচিত না হওয়ার জন্য অবসাদে চলে যাই। রেগে গিয়ে আমি ব্রিজ ভূষণের নামে যৌন হেনস্থার মামলা দায়ের করি’। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৪ জুলাই।

উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিক থেকেই ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগিরদের বিক্ষোভ ক্রমশই তীব্র আকার ধারণ করে। বজরং পুনিয়া, বিনেশ ফোগাট, সাক্ষী মালিক সহ দেশের আরও নামি কুস্তিগিররা ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারের দাবিতে সরব হয়ে হরিদ্বারের গঙ্গায় স্বর্ণপদক ফেলে দেওয়ার হুঁশিয়ারি দেন। কৃষক নেতা নরেশ টিকায়েতের হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত থেকে পরে সাময়িকভাবে সেই সময় সরে দাঁড়ান কুস্তিগিররা।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাবালিকাকে যৌন হেনস্থা মামলায় ব্রিজভূষণ শরণ সিংকে ক্লিনচিট দিল্লি পুলিশের

আপডেট : ১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: : নাবালিকাকে যৌন হেনস্থার মামলায় ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংকে ক্লিনচিট দিল দিল্লি পুলিশ। আদালতে দিল্লি পুলিশ এক বিবৃতি দিয়ে জানায়, ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার কোনও প্রমাণ মেলেনি। গত এপ্রিলে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পক্সো আইনের অধীনে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে মামলা দায়ের হয়।
পুলিশ আদালতকে জানায় বিজেপি সাংসদ নেতা ব্রিজভূষণের বিরুদ্ধে নাবালিকার দায়ের করা মামলায় কোনও ‘প্রমাণমূলক প্রমাণ’ পাওয়া যায়নি। মামলাটি বাতিল করার জন্য আদালতে রিপোর্ট জমা দেয় পুলিশ।

পাশাপাশি এদিন কুস্তিগিরদের দায়ের করা এফআইআর-এর তদন্ত শেষে আদালতে ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিটে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা (নারীকে তার শালীনতা ক্ষুন্ন উদ্দেশে আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ) ৩৫৪ এ (যৌন হয়রানি এবং যৌন হয়রানির শাস্তি), ৩৫৪ ডি(স্টকিং) ১০৯ এর অধীনে মামলা দায়ের হয়েছে। অপর অভিযুক্ত বিনোদ তোমরের বিরুদ্ধে ৩৫৪/৩৫৪এ/ ৫০৬ (অপরাধী ভয় দেখানোর শাস্তি) ধারায় চার্জশিট পেশ করে দিল্লি পুলিশ।

আদালতে দিল্লি পুলিশ জানায়, পক্সো আইনের তদন্ত শেষ হওয়ার পর ১৭৩ ভারতীয় ধারার অধীনে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেখানে অভিযোগকারির বক্তব্যের ভিত্তিতে মামলা বাতিল করার অনুরোধ জানানো হয়। নাবালিকা ও তার বাবা নিজেই মামলা বাতিলের অনুরোধ করেন। সূত্রের খবর, নাবালিকার পুলিশকে দেওয়া প্রথম বয়ান অনুযায়ী ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়। কিন্তু দ্বিতীয়বার নাবালিকা বয়ান পালটে বলে, ব্রিজভূষণের বিরুদ্ধে তার কোনও যৌন হেনস্থার অভিযোগ নেই। নাবালিকার বয়ান ছিল, ‘আমি নির্বাচিত হয়নি। আমি কঠোর পরিশ্রম করেছিলাম। নির্বাচিত না হওয়ার জন্য অবসাদে চলে যাই। রেগে গিয়ে আমি ব্রিজ ভূষণের নামে যৌন হেনস্থার মামলা দায়ের করি’। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৪ জুলাই।

উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিক থেকেই ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগিরদের বিক্ষোভ ক্রমশই তীব্র আকার ধারণ করে। বজরং পুনিয়া, বিনেশ ফোগাট, সাক্ষী মালিক সহ দেশের আরও নামি কুস্তিগিররা ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারের দাবিতে সরব হয়ে হরিদ্বারের গঙ্গায় স্বর্ণপদক ফেলে দেওয়ার হুঁশিয়ারি দেন। কৃষক নেতা নরেশ টিকায়েতের হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত থেকে পরে সাময়িকভাবে সেই সময় সরে দাঁড়ান কুস্তিগিররা।