০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাশেজের মধ্যেই অস্ট্রেলিয় তরুণীকে বিয়ের প্রস্তাব ব্রিটিশ তরুণের

পুবের কলম ওয়েবডেস্ক: গাব্বায় তখন চলছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ফেলেছে। অনেকটা সময়ও গড়িয়ে গিয়েছে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। গ্যালারিতে তখন একটি দৃশ্যের অবতারণা দেখে অনেকেই হতবাক। গ্যালারিতে সবার সঙ্গে খেলা দেখে আনন্দ করছিলেন ইংলিশ যুবক রব হেল। সঙ্গে ছিলেন তার অস্ট্রেলিয় বান্ধবী নাটালি। হঠাৎই ক্যামেরা ঘুরে গেল তাদের দিকে। খেলা চলাকালীন অবস্থাতেই স্টেডিয়ামের গ্যালারিতে হাঁটু মুড়ে বসে বান্ধবী নাটালিকে বিয়ের প্রস্তাব দিলেন রব। তার অস্ট্রেলিয়ান বান্ধবী নাটালিও সেই প্রস্তাব সাদরে গ্রহণ করলেন। অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে চির শত্রুতার সিরিজ। আর সেই সিরিজের মাঝখানেই এমনভাবে অ্জি তরুণীকে বিবাহের প্রস্তাব দিয়ে ব্রিটিশ তরুণ রব যা করবেন তাতে দুই দেশের সম্প্রীতির ছবিটাই উঠে এল। প্রসঙ্গত রবের সঙ্গে নাটালির পরিচয় ২০১৭ সালের অ্যাশেজ সিরিজের সময়। ইংল্যান্ডের বিখ্যাত বার্মি আর্মির সদস্য রব। তাই অ্যাশেজ মিস করেন না তিনি। তেমনই এক অ্যাশেজ সিরিজে রব ও নাটালির পরিচয় চার বছর বাদে শুক্রবার ব্রিসবেনের স্টেডিয়ামে পরিণতি পেল বিয়ের প্রস্তাবে।

ট্যাগ :

নতুন বছরের শুরুতেই ধাক্কা: ১১১ টাকা বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম, জানুন নতুন দর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অ্যাশেজের মধ্যেই অস্ট্রেলিয় তরুণীকে বিয়ের প্রস্তাব ব্রিটিশ তরুণের

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: গাব্বায় তখন চলছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ফেলেছে। অনেকটা সময়ও গড়িয়ে গিয়েছে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। গ্যালারিতে তখন একটি দৃশ্যের অবতারণা দেখে অনেকেই হতবাক। গ্যালারিতে সবার সঙ্গে খেলা দেখে আনন্দ করছিলেন ইংলিশ যুবক রব হেল। সঙ্গে ছিলেন তার অস্ট্রেলিয় বান্ধবী নাটালি। হঠাৎই ক্যামেরা ঘুরে গেল তাদের দিকে। খেলা চলাকালীন অবস্থাতেই স্টেডিয়ামের গ্যালারিতে হাঁটু মুড়ে বসে বান্ধবী নাটালিকে বিয়ের প্রস্তাব দিলেন রব। তার অস্ট্রেলিয়ান বান্ধবী নাটালিও সেই প্রস্তাব সাদরে গ্রহণ করলেন। অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে চির শত্রুতার সিরিজ। আর সেই সিরিজের মাঝখানেই এমনভাবে অ্জি তরুণীকে বিবাহের প্রস্তাব দিয়ে ব্রিটিশ তরুণ রব যা করবেন তাতে দুই দেশের সম্প্রীতির ছবিটাই উঠে এল। প্রসঙ্গত রবের সঙ্গে নাটালির পরিচয় ২০১৭ সালের অ্যাশেজ সিরিজের সময়। ইংল্যান্ডের বিখ্যাত বার্মি আর্মির সদস্য রব। তাই অ্যাশেজ মিস করেন না তিনি। তেমনই এক অ্যাশেজ সিরিজে রব ও নাটালির পরিচয় চার বছর বাদে শুক্রবার ব্রিসবেনের স্টেডিয়ামে পরিণতি পেল বিয়ের প্রস্তাবে।