০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুরআনে আগুন দেওয়া ঘৃণ্য অপরাধ: এরদোগান

ইমামা খাতুন
  • আপডেট : ৭ এপ্রিল ২০২৩, শুক্রবার
  • / 14

পুবের কলম,ওয়েবডেস্ক: প্রতিহিংসাবশত বিশ্বের নানা প্রান্তে পবিত্র কুরআনে আগুন দেওয়ার ঘটনাকে ঘৃণ্য অপরাধ আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েব এরদোগান। তিনি বলেছেন, এটি কখনোই গ্রহণযোগ্য নয়।

সম্প্রতি দেশটিতে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ওই মাহফিলে তুর্কি প্রেসিডেন্ট একথা বলেন। এ সময় বিস্তারিত বক্তব্যে এরদোগান বলেন, পবিত্র কুরআনে আগুন দেওয়ার মতো জঘন্য কাজ কখনো কোনোক্রমেই গ্রহণযোগ্য হতে পারে না। এটি স্পষ্ট ঘৃণ্য অপরাধ এবং এটি বন্ধ হওয়া উচিৎ।

বক্তব্যে তিনি এই অপরাধের লাগাম টানার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। তার মতে, এরূপ ঘটনা বিশ্বের কোটি কোটি মানুষকে আহত করে, তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, কিছু ইউরোপীয় দেশে ইসলামোফোবিয়াকে উসকে দেওয়া হচ্ছে।

এমনটি তুরস্কের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। মুসলিম বিশ্বের প্রভাবশালী এ নেতা বলেন, যারা মত প্রকাশের স্বাধীনতার আড়ালে পবিত্র কুরআন পোড়ানো সমর্থন করে, তারা গণতন্ত্র ও স্বাধীনতার ধারণাকে ক্ষুণ্ণ করে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুরআনে আগুন দেওয়া ঘৃণ্য অপরাধ: এরদোগান

আপডেট : ৭ এপ্রিল ২০২৩, শুক্রবার

পুবের কলম,ওয়েবডেস্ক: প্রতিহিংসাবশত বিশ্বের নানা প্রান্তে পবিত্র কুরআনে আগুন দেওয়ার ঘটনাকে ঘৃণ্য অপরাধ আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েব এরদোগান। তিনি বলেছেন, এটি কখনোই গ্রহণযোগ্য নয়।

সম্প্রতি দেশটিতে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ওই মাহফিলে তুর্কি প্রেসিডেন্ট একথা বলেন। এ সময় বিস্তারিত বক্তব্যে এরদোগান বলেন, পবিত্র কুরআনে আগুন দেওয়ার মতো জঘন্য কাজ কখনো কোনোক্রমেই গ্রহণযোগ্য হতে পারে না। এটি স্পষ্ট ঘৃণ্য অপরাধ এবং এটি বন্ধ হওয়া উচিৎ।

বক্তব্যে তিনি এই অপরাধের লাগাম টানার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। তার মতে, এরূপ ঘটনা বিশ্বের কোটি কোটি মানুষকে আহত করে, তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, কিছু ইউরোপীয় দেশে ইসলামোফোবিয়াকে উসকে দেওয়া হচ্ছে।

এমনটি তুরস্কের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। মুসলিম বিশ্বের প্রভাবশালী এ নেতা বলেন, যারা মত প্রকাশের স্বাধীনতার আড়ালে পবিত্র কুরআন পোড়ানো সমর্থন করে, তারা গণতন্ত্র ও স্বাধীনতার ধারণাকে ক্ষুণ্ণ করে।