০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঘন্টা খানেকের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, দুর্ভোগে সাধারণ মানুষ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ জুলাই ২০২২, শুক্রবার
  • / 43

পুবের কলম প্রতিবেদক: বৃষ্টি হলেও স্বস্তি নেই রাজ্যে। শুক্রবার কলকাতায় ঘন্টা খানেক বৃষ্টি হলেও, দুপুর বাড়তেই ভ্যাপসা গরম বাড়তে শুরু করে। এদিকের ক্ষণিকের বৃষ্টির জেরে স্বস্তি না এলেও জল জমে যায় শহরের একাধিক রাস্তায়। প্রত্যেকবারের মতোই কলকাতায় ফুটে ওঠে চেনা জলছবি। যার জেরে দুর্ভোগে পড়তে হয় নাগরিকদের। ধর্মতলা চত্বর, আকাশবাণী ভবনের সামনের রাস্তা, রাইটার্স বিল্ডিং ও লালবাজারের সামনে, সেন্ট্রাল অ্যাভেনিউয়ের মতো এলাকায় জল জমে যায়। দক্ষিণ কলকাতার একাধিক এলাকাতেও জল জমে যায় মুহূর্তের মধ্যে। কলকাতার এইসব গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমার কারণে ব্যপক যানজটের সৃষ্টি হয়।

বর্তমানে ভরা বর্ষাকাল হলেও, সেভাবে বৃষ্টির দেখা মেলেনি এখনও পর্যন্ত। এদিকে সামান্য বৃষ্টিতেও শহরের একাধিক জায়গায় জল জমে যাওয়ায় ক্ষুদ্ধ নাগরিকরা। তার সঙ্গে যুক্ত হয়েছে ভ্যাবসা গরম। আগামী দু’দিন এই পরিস্থিতি বদলের কোনও সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। গরম বাড়বে। সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। মাঝেমধ্যে হালকা বৃষ্টি হলেও খুব দীর্ঘক্ষণ তা স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুন: নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে…….

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা বাড়বে। এর অন্যতম কারণ হিসেবে বিক্ষিপ্ত বৃষ্টিকেই দায়ী করেছেন আবহাওয়াবিদরা। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম,  পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। কিছু কিছু জায়গায় বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। একইভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২ অগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধসের সতর্কতা রয়েছে।

আরও পড়ুন: সময়ের আগেই দেশে বর্ষার প্রবেশ জানাল মৌসম ভবন

আরও পড়ুন: আর কিছুক্ষণের মধ্যেই ভাসবে দক্ষিণবঙ্গ! বজ্রবিদ্যুৎসহ  ঝড় বৃষ্টির সম্ভাবনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঘন্টা খানেকের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, দুর্ভোগে সাধারণ মানুষ

আপডেট : ২৯ জুলাই ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: বৃষ্টি হলেও স্বস্তি নেই রাজ্যে। শুক্রবার কলকাতায় ঘন্টা খানেক বৃষ্টি হলেও, দুপুর বাড়তেই ভ্যাপসা গরম বাড়তে শুরু করে। এদিকের ক্ষণিকের বৃষ্টির জেরে স্বস্তি না এলেও জল জমে যায় শহরের একাধিক রাস্তায়। প্রত্যেকবারের মতোই কলকাতায় ফুটে ওঠে চেনা জলছবি। যার জেরে দুর্ভোগে পড়তে হয় নাগরিকদের। ধর্মতলা চত্বর, আকাশবাণী ভবনের সামনের রাস্তা, রাইটার্স বিল্ডিং ও লালবাজারের সামনে, সেন্ট্রাল অ্যাভেনিউয়ের মতো এলাকায় জল জমে যায়। দক্ষিণ কলকাতার একাধিক এলাকাতেও জল জমে যায় মুহূর্তের মধ্যে। কলকাতার এইসব গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমার কারণে ব্যপক যানজটের সৃষ্টি হয়।

বর্তমানে ভরা বর্ষাকাল হলেও, সেভাবে বৃষ্টির দেখা মেলেনি এখনও পর্যন্ত। এদিকে সামান্য বৃষ্টিতেও শহরের একাধিক জায়গায় জল জমে যাওয়ায় ক্ষুদ্ধ নাগরিকরা। তার সঙ্গে যুক্ত হয়েছে ভ্যাবসা গরম। আগামী দু’দিন এই পরিস্থিতি বদলের কোনও সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। গরম বাড়বে। সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। মাঝেমধ্যে হালকা বৃষ্টি হলেও খুব দীর্ঘক্ষণ তা স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুন: নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে…….

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা বাড়বে। এর অন্যতম কারণ হিসেবে বিক্ষিপ্ত বৃষ্টিকেই দায়ী করেছেন আবহাওয়াবিদরা। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম,  পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। কিছু কিছু জায়গায় বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। একইভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২ অগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধসের সতর্কতা রয়েছে।

আরও পড়ুন: সময়ের আগেই দেশে বর্ষার প্রবেশ জানাল মৌসম ভবন

আরও পড়ুন: আর কিছুক্ষণের মধ্যেই ভাসবে দক্ষিণবঙ্গ! বজ্রবিদ্যুৎসহ  ঝড় বৃষ্টির সম্ভাবনা