বিহারে ভোটার তালিকা সংশোধনে ‘হস্তক্ষেপের’ অভিযোগে সাংবাদিক অজিত অঞ্জুমের বিরুদ্ধে মামলা

- আপডেট : ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 40
পুবের কলম ওয়েবডেস্ক: সাংবাদিকতা করতে গিয়ে বিপাকে পড়লেন ভারতের প্রখ্যাত সাংবাদিক ও ইউটিউবার অজিত অঞ্জুম। বিহারের বালিয়ায় ভোটার তালিকা সংশোধনের কাজ ঘিরে হস্তক্ষেপ ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
গত ১২ জুলাই বালিয়ার একটি ভোটকেন্দ্রে যান অঞ্জুম ও তাঁর ক্যামেরা টিম। অভিযোগ, তিনি সেখানে বিনা অনুমতিতে ঢুকে বুথ লেভেল অফিসারকে (BLO) ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করেন এবং কাজের বিঘ্ন ঘটান।
অভিযোগকারী BLO মোহাম্মদ আনসারুল হক বলেন,“আমি বালিয়া ব্লক অডিটোরিয়ামে ফর্ম আপলোড করছিলাম, তখন সকাল ৯:৩০টার দিকে অজিত অঞ্জুম এবং তার টিম জোর করে ভেতরে ঢুকে প্রশ্ন করতে থাকেন। তারা জানতে চায় আমার বুথে কত মুসলিম ভোটার আছেন এবং তারা কজন ফর্ম জমা দিয়েছেন। এতে আমার কাজ এক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়।”
এফআইআরে বলা হয়েছে, অঞ্জুম এবং তাঁর টিম সরকারি কাজে বাধা দিয়েছেন এবং অপ্রমাণিত অভিযোগের মাধ্যমে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশোধিত ভার্সন ভারতীয় ন্যায় সঞ্চিতা, ২০২৩ (BNS) এবং প্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর আওতায় মামলা রুজু করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অজিত অঞ্জুম। তিনি বলেন,“আমি একজন দায়িত্ববান সাংবাদিক হিসেবে ভোটার তালিকা সংশোধনের প্রকৃত চিত্র তুলে ধরেছি। আমি কারও পরিচয় প্রকাশ করিনি, এমনকি ফর্মগুলোর ক্লোজ শটও দেখাইনি। আমি কেবল নির্বাচন কমিশনের নিয়ম না মানা বিষয় দেখিয়েছি। বরং দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমার বিরুদ্ধেই মামলা করা হয়েছে।”
তিনি আরও বলেন,“আমি ভয় পাওয়ার মতো লোক নই। সত্য রিপোর্ট করেছি এবং তাতে অনড় আছি।”