০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আবগারি দুর্নীতিতে ফের মণীশ সিসোদিয়াকে তলব করল সিবিআই

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
  • / 52

পুবের কলম, ওয়েবডেস্ক:  আবগারি দুর্নীতিতে ফের দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে তলব সিবিআই। রবিবার তাঁকে তলব করা হয়েছে। শনিবারই সিবিআই সমনের কথা একটি ট্যুইট করে জানান মণীশ সিসোদিয়া। ট্যুইটে তিনি লেখেন, “সিবিআই আবার রবিবার আমায় ডেকেছে। আমার বিরুদ্ধে সিবিআই, ইডির সমস্ত ক্ষমতা ব্যবস্থা করেছে। আমার বাড়ি তল্লাশি করেছে, ব্যাঙ্কের লকার তল্লাশি করেছে, কিন্তু আমার বিরুদ্ধে কোনও প্রমাণই মেলেনি। আমি দিল্লির শিশুদের জন্য সুশিক্ষার ব্যবস্থা করেছি শুধু। ওরা আমাকে থামাতে চায়। আমি সর্বদাই তদন্তে সহযোগিতা করেছি এবং আগামিদিনেও তা করব।”

আরও পড়ুন: আবগারি দুর্নীতি কাণ্ডে ৭ দিনের ইডি হেফাজতে মণীশ সিসোদিয়া

এই সমনের কারণে আবগারি দুর্নীতিতে আরও চাপে মণীশ সিসোদিয়া।

গত বছরই দিল্লির আবগারি নীতি নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। দিল্লির আম আদমি পার্টির সরকারের উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার হাতে রয়েছে এই আবগারি দফতর। অভিযোগ, ২০২১-২২ সালের দিল্লির আবগারি নীতি তৈরি করতে গিয়ে দুর্নীতি করা হয়েছে। সিবিআই তদন্ত ভার হাতে নেয়। সেই তদন্তে গত বছরের ১৭ অক্টোবর কেন্দ্রীয় তদন্তকারি আধিকারিকদের মুখোমুখি বসতে হয় মণীশ সিসোদিয়াকে। সেই দিনই তার বাড়ি ও ব্যাঙ্কের লকারেও তল্লাশি করে সিবিআই। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার নির্দেশেই দিল্লির আবগারি নীতি নিয়ে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও সিবিআই।

অভিযোগ ওঠে, নতুন আবগারি নীতি কিছু সংখ্যক ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই তৈরি করেছিল আপ সরকার। বিভিন্ন মদ ব্যবসায়ীদের লাইসেন্সের মেয়াদ বৃদ্ধি থেকে শুরু করে লাইসেন্স ফি মকুব করে দেওয়ার মতো নানা সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল মোটা অঙ্কের বিনিময়ে।

সম্প্রতিই এই মামলায় তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতার প্রাক্তন কর্মীকে গ্রেফতার করা হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আবগারি দুর্নীতিতে ফের মণীশ সিসোদিয়াকে তলব করল সিবিআই

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  আবগারি দুর্নীতিতে ফের দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে তলব সিবিআই। রবিবার তাঁকে তলব করা হয়েছে। শনিবারই সিবিআই সমনের কথা একটি ট্যুইট করে জানান মণীশ সিসোদিয়া। ট্যুইটে তিনি লেখেন, “সিবিআই আবার রবিবার আমায় ডেকেছে। আমার বিরুদ্ধে সিবিআই, ইডির সমস্ত ক্ষমতা ব্যবস্থা করেছে। আমার বাড়ি তল্লাশি করেছে, ব্যাঙ্কের লকার তল্লাশি করেছে, কিন্তু আমার বিরুদ্ধে কোনও প্রমাণই মেলেনি। আমি দিল্লির শিশুদের জন্য সুশিক্ষার ব্যবস্থা করেছি শুধু। ওরা আমাকে থামাতে চায়। আমি সর্বদাই তদন্তে সহযোগিতা করেছি এবং আগামিদিনেও তা করব।”

আরও পড়ুন: আবগারি দুর্নীতি কাণ্ডে ৭ দিনের ইডি হেফাজতে মণীশ সিসোদিয়া

এই সমনের কারণে আবগারি দুর্নীতিতে আরও চাপে মণীশ সিসোদিয়া।

গত বছরই দিল্লির আবগারি নীতি নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। দিল্লির আম আদমি পার্টির সরকারের উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার হাতে রয়েছে এই আবগারি দফতর। অভিযোগ, ২০২১-২২ সালের দিল্লির আবগারি নীতি তৈরি করতে গিয়ে দুর্নীতি করা হয়েছে। সিবিআই তদন্ত ভার হাতে নেয়। সেই তদন্তে গত বছরের ১৭ অক্টোবর কেন্দ্রীয় তদন্তকারি আধিকারিকদের মুখোমুখি বসতে হয় মণীশ সিসোদিয়াকে। সেই দিনই তার বাড়ি ও ব্যাঙ্কের লকারেও তল্লাশি করে সিবিআই। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার নির্দেশেই দিল্লির আবগারি নীতি নিয়ে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও সিবিআই।

অভিযোগ ওঠে, নতুন আবগারি নীতি কিছু সংখ্যক ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই তৈরি করেছিল আপ সরকার। বিভিন্ন মদ ব্যবসায়ীদের লাইসেন্সের মেয়াদ বৃদ্ধি থেকে শুরু করে লাইসেন্স ফি মকুব করে দেওয়ার মতো নানা সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল মোটা অঙ্কের বিনিময়ে।

সম্প্রতিই এই মামলায় তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতার প্রাক্তন কর্মীকে গ্রেফতার করা হয়।