০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

BREAKING: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে  তলব সিবিআইয়ের

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, শুক্রবার
  • / 12

পুবের কলম,ওয়েবডেস্ক: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে  তলব সিবিআইয়ের। হাজিরা দিতে হবে ১৬ এপ্রিল। এর আগে দিল্লির উপমুখ্যমন্ত্রীকে এই মামলায় গ্রেফতার করা হয়।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই তলবের পর দলের নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং ট্যুইটারে বলেছেন, “অবশ্যই এই অত্যাচারের অবসান হবে। অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআইয়ের তলব করার বিষয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন তিনি।

২০২১-২২ অর্থবর্ষে দিল্লি সরকারের আবগারি নীতি অনুযায়ী মদ ব্যবসায়ীদের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে কয়েকজনকে বাড়তি সুবিধা প্রদান করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। যাঁরা ঘুষ দিয়েছিলেন, তাঁদের বাড়তি সুবিধা প্রদান করা হয়েছিল বলে দাবি করা হয়। যদিও সেই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে দিল্লির আপ সরকার। পরবর্তীতে সেই আবগারি নীতি প্রত্যাহারও করে নেওয়া হয়।

এদিকে সম্প্রতি জাতীয় দল হিসেবে স্বীকৃতি পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। জাতীয় দলের স্বীকৃতি পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন কেজরিওয়াল। ট্যুইটারে তিনি লেখেন, ‘এত স্বল্প সময়ের মধ্যে জাতীয় দলের মর্যাদা? এটা অত্যাশ্চর্য ঘটনার থেকে কোনও অংশে কম নয়। সকলকে অভিনন্দন। দেশের  কোটি কোটি মানুষ আমাদের এখানে পৌঁছতে সাহায্য করেছেন। দায়িত্ব আরও বেড়ে গেল।’ তার পরেই কেজরিওয়ালকে এজেন্সির ডাকার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ উঠছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

BREAKING: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে  তলব সিবিআইয়ের

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, শুক্রবার

পুবের কলম,ওয়েবডেস্ক: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে  তলব সিবিআইয়ের। হাজিরা দিতে হবে ১৬ এপ্রিল। এর আগে দিল্লির উপমুখ্যমন্ত্রীকে এই মামলায় গ্রেফতার করা হয়।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই তলবের পর দলের নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং ট্যুইটারে বলেছেন, “অবশ্যই এই অত্যাচারের অবসান হবে। অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআইয়ের তলব করার বিষয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন তিনি।

২০২১-২২ অর্থবর্ষে দিল্লি সরকারের আবগারি নীতি অনুযায়ী মদ ব্যবসায়ীদের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে কয়েকজনকে বাড়তি সুবিধা প্রদান করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। যাঁরা ঘুষ দিয়েছিলেন, তাঁদের বাড়তি সুবিধা প্রদান করা হয়েছিল বলে দাবি করা হয়। যদিও সেই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে দিল্লির আপ সরকার। পরবর্তীতে সেই আবগারি নীতি প্রত্যাহারও করে নেওয়া হয়।

এদিকে সম্প্রতি জাতীয় দল হিসেবে স্বীকৃতি পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। জাতীয় দলের স্বীকৃতি পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন কেজরিওয়াল। ট্যুইটারে তিনি লেখেন, ‘এত স্বল্প সময়ের মধ্যে জাতীয় দলের মর্যাদা? এটা অত্যাশ্চর্য ঘটনার থেকে কোনও অংশে কম নয়। সকলকে অভিনন্দন। দেশের  কোটি কোটি মানুষ আমাদের এখানে পৌঁছতে সাহায্য করেছেন। দায়িত্ব আরও বেড়ে গেল।’ তার পরেই কেজরিওয়ালকে এজেন্সির ডাকার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ উঠছে।