পুবের কলম ওয়েবডেস্ক: সিবিএসই-র দশমে এক বছরে দু’বার পরীক্ষা। ছাড়পত্র কেন্দ্রের। পড়ুয়াদের উপর চাপ কমাতে অভিনব পদক্ষেপ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দশম শ্রেণির পরীক্ষা দু’বারে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একবার পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। দ্বিতীয়বার পরীক্ষা দেওয়াটা ঐচ্ছিক। কোনও পড়ুয়া নিজের ‘পারফরম্যান্স’ শুধরে নিতে চাইলে দ্বিতীয়বার পরীক্ষায় বসতে পারে। ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিবিএসই-র ২৬০টি স্কুলে চালু হবে এই নিয়ম।
দশম শ্রেণির পড়ুয়াদের প্রথম পরীক্ষাটি হবে মধ্য ফেব্রুয়ারিতে বলে খবর। তাতে সব পড়ুয়াকেই বসতে হবে। পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এপ্রিল মাসে। মে মাসে দ্বিতীয়বার একই শ্রেণির পরীক্ষা হবে। এই পরীক্ষাটি ঐচ্ছিক। কোনও পড়ুয়া যদি ফেব্রুয়ারির পরীক্ষায় সর্বোচ্চ তিনটি বিষয়ে ‘ব্যর্থ’ করে সেও মে মাসে দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবে। দুই পরীক্ষার আগেই একবার করে ‘ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট’ হবে।




























