বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনে জাতীয় ছুটির ঘোষণা কেন্দ্রের

- আপডেট : ২৮ মার্চ ২০২৫, শুক্রবার
- / 145
পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী ১৪ এপ্রিল বাবাসাহেব আম্বেডকরের জন্মদিনে জাতীয় ছুটির ঘোষণা। শুক্রবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত এক্স হ্যান্ডলে পোস্ট করে এই কথা জানিয়েছেন। সমাজ এবং সংবিধানের প্রতি বাবা সাহেবের অবদানকে কেন্দ্রের তরফে শ্রদ্ধাও জানানো হয়েছে।
আরও পড়ুন: গরমে সুস্থ থাকতে চুমুক দিন কুলুক্কিতে, বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন এই সরবত
এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, “সংবিধানের রূপকার যিনি, আামাদের সমাজে সাম্যের নতুন যুগের সৃষ্টি করেছিলেন যিনি, সেই বাবাসাহেব আম্বেদকরের জন্মদিন এবার থেকে জাতীয় ছুটি হিসাবে পালিত হবে।” বাবাসাহেব আম্বেদকরের একনিষ্ঠ অনুগামী হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রধানমন্ত্রী দেশবাসীর ভাবাবেগকে সম্মান জানিয়েছেন বলেও তিনি জানান।
১৮৯১ সালের ১৪ এপ্রিল মধ্যপ্রদেশের মহৌতে একটি দলিত পরিবারে জন্ম ভীমরাও রামজি আম্বেদকরের। সারাজীবন তিনি সাম্য এবং সমাজের প্রান্তিক শ্রেণির অধিকারের জন্য লড়াই করে গেছেন। দলিত সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে প্রথম আইনজীবী ছিলেন বাবাসাহেব আম্বেদকর। স্বাধীন ভারতের প্রথম আইন এবং বিচারমন্ত্রীও ছিলেন তিনি। ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর মৃত্যু হয় আম্বেদকরের। কেন্দ্র তাঁকে মরণোত্তের ভারতরত্ন সম্মানে ভূষিত করে।