চন্দ্রযান ৩ এর ইঞ্জিন পরীক্ষা সফল : ইসরো
ইমামা খাতুন
- আপডেট :
২৮ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
- / 15
পুবের কলম ওয়েবডেস্ক: আগামী জুনে নতুন করে চাঁদের মাটি ছোঁয়ার স্বপ্ন দেখছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। চন্দ্রযান-২ এর ব্যর্থতার পর অনেক বেশি সতর্ক ইসরো কর্তারা। তাই ধাপে ধাপে চলছে নতুন লঞ্চ ভেহিক্যালের পরীক্ষা।
সোমবার ইসরো জানিয়েছে, চন্দ্রযান-৩ মিশনের জন্য লঞ্চ ভেহিকেলের সিই -২০ ক্রায়োজেনিক ইঞ্জিনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৪ ফেব্রুয়ারি তামিলনাড়ুর মহেন্দ্রগিরিতে ইসরো প্রোপালশন কমপ্লেক্সে বিশেষ পরিবেশে ২৫ সেকেন্ডের জন্য পরীক্ষাটি করা হয়। এই পরীক্ষায় আপাতত সফল সিই -২০ ক্রায়োজেনিক ইঞ্জিন।
ইসরো জানিয়েছে, বিজ্ঞানীদের অনুমানের সঙ্গে ইঞ্জিনটির কার্যকারীতার মিল পাওয়া গেছে। গতবার সামান্য হিসেবের ভুলে চাঁদের বুকে আছড়ে পড়েছিল বিক্রম ল্যান্ডার। এরপর তার সঙ্গে আর কোনোরকম যোগাযোগ করা যায়নি। আগের ভুলগুলি মাথায় রেখে খুব সাবধানে পা ফেলছেন ইসরোর বিজ্ঞানীরা।
বছরের শুরুতে চন্দ্রযান-৩ ল্যান্ডারের পরীক্ষাও সফল হয়েছিল বলে জানিয়েছিল ইসরো। চন্দ্রযান-৩ ইন্টারপ্লানেটারি মিশনে তিনটি প্রধান মডিউল রয়েছে- প্রপালশন মডিউল, ল্যান্ডার মডিউল এবং একটি রোভার।
সবকিছু ঠিক থাকলে আগামী জুনে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ ভেহিক্যাল মার্ক ৩ এর সাহায্যে চন্দ্রযান ৩ এর যাত্রা শুরু হবে। ইসরোর এবারের স্বপ্ন পূর্ণ হলে মহাকাশ গবেষণায় উন্নত বিশ্বের দেশগুলিকে টেক্কা দেবে ভারত।