০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষক দিবসে শিক্ষারত্ন সম্মান প্রদান অনুষ্ঠান থেকে, নৈতিক চরিত্র গঠনের পরামর্শ মুখ্যমন্ত্রীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২২, সোমবার
  • / 50

পুবের কলম, ওয়েবডেস্ক: শিক্ষক দিবসে আজ শিক্ষারত্ন সম্মান প্রদান অনুষ্ঠান থেকে আজ  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শিক্ষকরা আমাদের গর্ব। তাঁদের অভিনন্দন জানাচ্ছি। তাঁরা আমাদের সমাজ তৈরি করছেন।

মমতা বলেন, শিক্ষা ব্যবস্থা চালানো রাজ্য চালানোর মতোই ব্যাপার। সব দিকে খেয়াল রাখত হয়। মমতা বলেন,  শিক্ষকরা যে ভাবে ছাত্রদের তৈরি করছেন,  সারা পৃথিবী এক দিন বাংলার মেধাতে ভরে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, পয়সা আজ আছে, কাল নেই। একদিন পয়সা ফুরিয়ে যাবে। আগে নৈতিক চরিত্র গঠন করুন। আমি কতটা লোভী হব, নির্ভর করবে আমার উপর। হাতের পাঁচটা আঙুল সমান নয়। সেই রকম সব মানুষও সমান নয়। সমাজে কেউ খারাপ করলে সবাইকে এক বলা যায় না। কাঁঠাল গাছে আম হয় না। কখনও ভালো মানুষ বিপথে চলে যায়। সঙ্গদোষেও মানুষ অনেক খারাপ কাজ করে। মমতা এদিন নাম না করে বিজেপিকে তোপ দেখে বলেন, রাতে ঘুমোতে পারি না, চিন্তা হয়। ১০০ দিনের কাজের টাকা দিতে পারব তো।

আরও পড়ুন: জল্পনার অবসান! আগামী ৫ বছরই মুখ্যমন্ত্রী থাকবেন সিদ্দারামাইয়া

মধ্যপ্রদেশে ব্যাপম হয়েছিল, ওখানকার শিক্ষামন্ত্রীকে এখনও গ্রেফতার করেছে? বড় বড় ডাকাতরা ডাকাতি করলে ধরা যায় না। পকেটমার পকেটমারি করলে, লোকে তাঁকে ধরে। ফের সিপিএমের বিরুদ্ধে একহাত নিয়ে মমতা বলেন, সিপিএম আমলে কারও চাকরি খাইনি। সিপিএম আমলের একটা কাগজ খুঁজে পাবেন না। আমাদের আমলে কাগজ আছে বলে তাও ভুলটা ধরা পড়ছে। বুদ্ধবাবুর কথা মনে আছে- চোরেদের মন্ত্রিসভা? নেতাজি বলেছিলেন, ভুল করাটাও একটা অধিকার।

আরও পড়ুন: কাজি নজরুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

শিক্ষাখাতে উন্নয়নের খতিয়ান তুলে মমতা বলেন, ১ কোটি ২১ লক্ষ ছেলে-মেয়ে স্কলারশিপ পেয়েছেন। স্কিল এডুকেশনে আমরা এক নম্বর। ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে। কেউ যদি মনে করেন ন্যায়বিচার পাননি, সেই ন্যায়বিচার আমাদের কাছেই পাবেন। চাকরি প্রসেস করতে সময় লাগে। আমি চাকরি দিতে চাই। কেউ কেউ চাকরি বন্ধ করার জন্য জনস্বার্থ মামলা। জীবনটাই জনস্বার্থ মামলা করে দিয়েছে। করে দিয়েছে। মমতা বলেন, আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, মিউজিক ফেস্টিভ্যাল বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে করব।

আরও পড়ুন: জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

শিক্ষক দিবসে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। ইংরেজি ভাষাকে ভালো করে শিখুন, সেই সঙ্গে সব ভাষা শিখুন।

এদিন এই শিক্ষারত্ন অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের একটাই ধর্ম, আর সেটা হচ্ছে, মানবিক ধর্ম।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিক্ষক দিবসে শিক্ষারত্ন সম্মান প্রদান অনুষ্ঠান থেকে, নৈতিক চরিত্র গঠনের পরামর্শ মুখ্যমন্ত্রীর

আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: শিক্ষক দিবসে আজ শিক্ষারত্ন সম্মান প্রদান অনুষ্ঠান থেকে আজ  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শিক্ষকরা আমাদের গর্ব। তাঁদের অভিনন্দন জানাচ্ছি। তাঁরা আমাদের সমাজ তৈরি করছেন।

মমতা বলেন, শিক্ষা ব্যবস্থা চালানো রাজ্য চালানোর মতোই ব্যাপার। সব দিকে খেয়াল রাখত হয়। মমতা বলেন,  শিক্ষকরা যে ভাবে ছাত্রদের তৈরি করছেন,  সারা পৃথিবী এক দিন বাংলার মেধাতে ভরে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, পয়সা আজ আছে, কাল নেই। একদিন পয়সা ফুরিয়ে যাবে। আগে নৈতিক চরিত্র গঠন করুন। আমি কতটা লোভী হব, নির্ভর করবে আমার উপর। হাতের পাঁচটা আঙুল সমান নয়। সেই রকম সব মানুষও সমান নয়। সমাজে কেউ খারাপ করলে সবাইকে এক বলা যায় না। কাঁঠাল গাছে আম হয় না। কখনও ভালো মানুষ বিপথে চলে যায়। সঙ্গদোষেও মানুষ অনেক খারাপ কাজ করে। মমতা এদিন নাম না করে বিজেপিকে তোপ দেখে বলেন, রাতে ঘুমোতে পারি না, চিন্তা হয়। ১০০ দিনের কাজের টাকা দিতে পারব তো।

আরও পড়ুন: জল্পনার অবসান! আগামী ৫ বছরই মুখ্যমন্ত্রী থাকবেন সিদ্দারামাইয়া

মধ্যপ্রদেশে ব্যাপম হয়েছিল, ওখানকার শিক্ষামন্ত্রীকে এখনও গ্রেফতার করেছে? বড় বড় ডাকাতরা ডাকাতি করলে ধরা যায় না। পকেটমার পকেটমারি করলে, লোকে তাঁকে ধরে। ফের সিপিএমের বিরুদ্ধে একহাত নিয়ে মমতা বলেন, সিপিএম আমলে কারও চাকরি খাইনি। সিপিএম আমলের একটা কাগজ খুঁজে পাবেন না। আমাদের আমলে কাগজ আছে বলে তাও ভুলটা ধরা পড়ছে। বুদ্ধবাবুর কথা মনে আছে- চোরেদের মন্ত্রিসভা? নেতাজি বলেছিলেন, ভুল করাটাও একটা অধিকার।

আরও পড়ুন: কাজি নজরুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

শিক্ষাখাতে উন্নয়নের খতিয়ান তুলে মমতা বলেন, ১ কোটি ২১ লক্ষ ছেলে-মেয়ে স্কলারশিপ পেয়েছেন। স্কিল এডুকেশনে আমরা এক নম্বর। ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে। কেউ যদি মনে করেন ন্যায়বিচার পাননি, সেই ন্যায়বিচার আমাদের কাছেই পাবেন। চাকরি প্রসেস করতে সময় লাগে। আমি চাকরি দিতে চাই। কেউ কেউ চাকরি বন্ধ করার জন্য জনস্বার্থ মামলা। জীবনটাই জনস্বার্থ মামলা করে দিয়েছে। করে দিয়েছে। মমতা বলেন, আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, মিউজিক ফেস্টিভ্যাল বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে করব।

আরও পড়ুন: জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

শিক্ষক দিবসে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। ইংরেজি ভাষাকে ভালো করে শিখুন, সেই সঙ্গে সব ভাষা শিখুন।

এদিন এই শিক্ষারত্ন অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের একটাই ধর্ম, আর সেটা হচ্ছে, মানবিক ধর্ম।