কেরলে কংগ্রেস মুসলিম লিগের কাছে আত্মসমর্পণ করেছে, ভেল্লাপল্লি নাটেশনের অভিযোগ
- আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, শনিবার
- / 119
পুবের কলম, ওয়েবডেস্ক: কেরালার প্রভাবশালী এঝাভা সম্প্রদায়ের নেতা ও শ্রী নারায়ণ ধর্মপরিপালনা যোগম (SNDP)-এর সাধারণ সম্পাদক ভেল্লাপল্লি নাটেশন বলেছেন, কেরালায় কংগ্রেস নিজের স্বাধীনতা হারিয়েছে এবং পুরোপুরি ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের অধীনে চলে গেছে। তাঁর অভিযোগ, “কেরালায় কংগ্রেসের অনেক নেতা আছে, কিন্তু তাদের অস্তিত্ব মুসলিম লিগের ওপর নির্ভরশীল। তারা লিগের নির্দেশে নাচছে। মালাপ্পুরম (লিগের সদর দপ্তর) থেকে অনুমোদন না পেলে কংগ্রেস কোনো সিদ্ধান্ত নিতে পারে না”।
তিনি আরও বলেন, “ওমেন চান্ডি যখন মুখ্যমন্ত্রী হন, তখন লিগের পাণাক্কাদ পরিবার মন্ত্রিসভার দফতর ভাগ করে দেয়। এটা কি গণতন্ত্র, না এক সম্প্রদায়ের আধিপত্য?” নাটেশনের অভিযোগ, লিগ শিক্ষা, শিল্প ও জনকল্যাণ, সব গুরুত্বপূর্ণ দফতর নিজেদের হাতে নিয়েছিল।
নাটেশন দাবি করেন, এখন কংগ্রেসের কোনো নির্দিষ্ট সম্প্রদায়ভিত্তিক সমর্থন নেই। “খ্রিষ্টানরা এখন এলডিএফ-ঘনিষ্ঠ কেরালা কংগ্রেসের সঙ্গে, উচ্চবর্ণ হিন্দুরা বিজেপির দিকে, কংগ্রেস সবার কাছ থেকে সামান্য কিছু পেয়েছে। মুসলিম লিগ ছাড়া কংগ্রেসের মূল্য শূন্য।” তিনি প্রশংসা করেন কেরালা বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখরের নেতৃত্বের, তিনি বলেন, বিজেপি রাজ্যে পুনরুত্থান করছে এবং তা কংগ্রেসের ভোট ব্যাংককে ক্ষতিগ্রস্ত করবে।
নিজের রাজনৈতিক দল ভারত ধর্ম জন সেনা (BDJS)—যা বিজেপি-নেতৃত্বাধীন এনডিএর অংশ—সম্পর্কে নাটেশন বলেন, তাঁর দল এঝাভা সমাজের রাজনৈতিক শক্তি বাড়াতে কাজ করছে।
এঝাভা সম্প্রদায়ের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে নাটেশন বলেন, “পূর্বের সরকারগুলোতে খ্রিষ্টান ও মুসলিম নেতারা নিজেদের স্বার্থে কাজ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ে থাকাকালে পি. জে. জোসেফের পক্ষে কাজ করে আলফনস কান্নানথানাম খ্রিষ্টানদের জন্য ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অনুমোদন দিয়েছিলেন।”
ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিমলীগ সম্পর্কে তিনি বলেন, “আমরা একসময় ভাই ভাই ছিলাম, কিন্তু যখন তারা ক্ষমতায় এল, তখন আমাদের অবহেলা শুরু করল। মালাপ্পুরমে একটি কলেজের জন্য আমরা বারবার অনুরোধ করেছি, কিন্তু তারা দেয়নি। ওদের জেলায় ১৭টি কলেজ, অথচ আমাদের পুরো কেরালায় ততগুলোও নেই।”

















































