বারুইপুর কলেজে অনুষ্ঠিত হলো উপভোক্তা বিষয়ক ও সাইবার ক্রাইম সচেতনতা শিবির

- আপডেট : ২৩ জুলাই ২০২৫, বুধবার
- / 20
কুতুব উদ্দিন মোল্লা,ক্যানিং: দিনে দিনে বেড়ে চলেছে সাইবার ক্রাইম। ডিজিটাল অ্যারেস্ট থেকে শুরু করে বিভিন্ন রকম সাইবার প্রতারকের ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা হারাচ্ছেন সাধারণ মানুষ। শিক্ষিত হোক বা অশিক্ষিত, যুবক-যুবতী থেকে প্রাপ্তবয়স্ক সকলেই কোন না কোনভাবে সাইবার প্রতারকদের ফাঁদে পা দিয়ে আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন। ডিজিটাল মাধ্যমে নিজেদেরকে আপডেট করতে গিয়ে বিভিন্ন রকম প্রতারণা ও ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ।
সেই সঙ্গে উপভোক্তা বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান, উপভোক্তার অধিকার সংক্রান্ত প্রচার, বৈধ পরিমাপ বিষয়ক সতর্কীকরণ, খাদ্য দূষণ বিষয়ক সতর্কীকরণ, পশ্চিমবঙ্গ জনপরিসেবা অধিকার আইন সহ অভিযোগ গ্রহণ এর মত একাধিক বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে, বারুইপুর বেদবেরিয়া অংকুর সোসাল ওয়েলফেয়ার সোসাইটির সমন্বয়ে, বারুইপুর উপভোক্তা বিষয়ক আধিকারিক ও বারুইপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম আধিকারিকদের সহযোগিতায় আজ বারুইপুর কলেজে এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। অডিও, ভিডিও এবং ভিজ্যুয়াল এর মাধ্যমে কলেজ ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষকে সচেতন করাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।