০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আবার পাথরপ্রতিমায় পুকুরে কুমির,আতঙ্কিত গ্রামবাসী

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ১ জুলাই ২০২৫, মঙ্গলবার
  • / 22

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,পাথরপ্রতিমা : আবার পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর হরিহর বেরার পুকুরে ধরা পরলো কুমির। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রজবল্লভপুর এলাকার হরিহর বাবুর কুমির আতঙ্ক ছাড়ছে না। আবারো হরিহর বেরার পুকুরে ধরা পড়লো বিশাল কুমির।উল্লেখ্য গত প্রায় একমাস আগে এই হরিহর বেরার পুকুরে ধরা পড়েছিল একটি কুমির।

ব্রজ বল্লভপুর এলাকার জগদ্দল নদীর বাঁধের ঢিল ছোঁড়া দূরত্বে পেশায় কৃষক হরিহর বেরার বাড়ি। একই মাসে পর পর দুবার কুমির দেখা গেল পুকুরে, আতঙ্কে জড়োসড়ো পরিবার।সোমবার বিকালে পুকুরে পা ধুতে গিয়ে দেখতে পায় কুমির ভাসছে পুকুরে। সঙ্গে সঙ্গে বনদপ্তরে খবর দিলে পাথর প্রতিমার বন দফতরের কর্মীরা পুকুরে জাল দিয়ে সন্ধ্যা নাগাদ কুমিরটিকে ধরে ফেলে। লম্বায় প্রায় ১২ ফুট দ্বিতীয়বার একই পুকুরে একটি আস্ত কুমির ধরা পড়ায় আতঙ্কিত এলাকার মানুষ।

আরও পড়ুন: পাথরপ্রতিমায় চিতাবাঘের আতঙ্কে আতঙ্কিত এলাকার মানুষ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আবার পাথরপ্রতিমায় পুকুরে কুমির,আতঙ্কিত গ্রামবাসী

আপডেট : ১ জুলাই ২০২৫, মঙ্গলবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,পাথরপ্রতিমা : আবার পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর হরিহর বেরার পুকুরে ধরা পরলো কুমির। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রজবল্লভপুর এলাকার হরিহর বাবুর কুমির আতঙ্ক ছাড়ছে না। আবারো হরিহর বেরার পুকুরে ধরা পড়লো বিশাল কুমির।উল্লেখ্য গত প্রায় একমাস আগে এই হরিহর বেরার পুকুরে ধরা পড়েছিল একটি কুমির।

ব্রজ বল্লভপুর এলাকার জগদ্দল নদীর বাঁধের ঢিল ছোঁড়া দূরত্বে পেশায় কৃষক হরিহর বেরার বাড়ি। একই মাসে পর পর দুবার কুমির দেখা গেল পুকুরে, আতঙ্কে জড়োসড়ো পরিবার।সোমবার বিকালে পুকুরে পা ধুতে গিয়ে দেখতে পায় কুমির ভাসছে পুকুরে। সঙ্গে সঙ্গে বনদপ্তরে খবর দিলে পাথর প্রতিমার বন দফতরের কর্মীরা পুকুরে জাল দিয়ে সন্ধ্যা নাগাদ কুমিরটিকে ধরে ফেলে। লম্বায় প্রায় ১২ ফুট দ্বিতীয়বার একই পুকুরে একটি আস্ত কুমির ধরা পড়ায় আতঙ্কিত এলাকার মানুষ।

আরও পড়ুন: পাথরপ্রতিমায় চিতাবাঘের আতঙ্কে আতঙ্কিত এলাকার মানুষ