০৯ নভেম্বর ২০২৫, রবিবার, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াদ্রাদোর অবিশ্বাস্য গোল, জয় পেল জুভেন্টাস

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৬ ডিসেম্বর ২০২১, সোমবার
  • / 34

পুবের কলম ওয়েবডেস্কঃ জুভেন্টাসের হয়ে অবিশ্বাস্য এক গোল করলেন হোয়ান কুয়াদ্রাদো। সেই গোলের সুবাদে প্রতিপক্ষ জেনোয়াকে ২-০ গোলে হারিয়ে দিল জুভেন্টাস। এই জয়ের ফলে ইতালিয়ান সিরি এ লিগের পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠে এলো টিম জুভেন্টাস। এ ম্যাচে কর্নার কিক থেকে সরাসরি গোল করে সবাইকে তাক লাগিয়ে দেন চেলসির প্রাক্তন উইঙ্গার কুয়াদ্রাদো । ম্যাচের নবম মিনিটে ক্রসবারের নিচ দিয়ে তার পা ছোঁয়া বল জালে জড়িয়ে যায়। পরে ঘরের মাঠে জয়ের ব্যবধানটা বাড়িয়ে নেন পাওলো দিবালা। প্রতিপক্ষের গোলকিপার সালভাতোরে সিরিগুকে পরাস্ত করে জাল কাঁপিয়ে দেন আর্জেন্টাইন এ তারকা স্ট্রাইকার। আর এতে জয় নিয়ে মাঠে ছাড়ে ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর প্রাক্তন টিম।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুয়াদ্রাদোর অবিশ্বাস্য গোল, জয় পেল জুভেন্টাস

আপডেট : ৬ ডিসেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ জুভেন্টাসের হয়ে অবিশ্বাস্য এক গোল করলেন হোয়ান কুয়াদ্রাদো। সেই গোলের সুবাদে প্রতিপক্ষ জেনোয়াকে ২-০ গোলে হারিয়ে দিল জুভেন্টাস। এই জয়ের ফলে ইতালিয়ান সিরি এ লিগের পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠে এলো টিম জুভেন্টাস। এ ম্যাচে কর্নার কিক থেকে সরাসরি গোল করে সবাইকে তাক লাগিয়ে দেন চেলসির প্রাক্তন উইঙ্গার কুয়াদ্রাদো । ম্যাচের নবম মিনিটে ক্রসবারের নিচ দিয়ে তার পা ছোঁয়া বল জালে জড়িয়ে যায়। পরে ঘরের মাঠে জয়ের ব্যবধানটা বাড়িয়ে নেন পাওলো দিবালা। প্রতিপক্ষের গোলকিপার সালভাতোরে সিরিগুকে পরাস্ত করে জাল কাঁপিয়ে দেন আর্জেন্টাইন এ তারকা স্ট্রাইকার। আর এতে জয় নিয়ে মাঠে ছাড়ে ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর প্রাক্তন টিম।