দলিত মহিলাকে প্রকাশ্যে নগ্ন করে মারধর, বরখাস্ত পুলিশ আধিকারিক

- আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, শনিবার
- / 14
বেঙ্গালুরু, ১৬ ডিসেম্বর: দলিত মহিলাকে খুঁটিতে বেঁধে মারধর ও প্রকাশ্যে নগ্ন করার ঘটনায় এক পুলিশ আধিকারিককে বরখাস্ত করল কর্নাটক পুলিশ। কর্তব্যে গাফিলতি জেরে বিজয় কুমার সিন্নু নামে এক পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতারও করা হয়েছে। আরও তিনজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দলিত মহিলাকে নগ্ন করে নিগৃহ করার ঘটনায় রাজ্যজুড়ে সাড়া পড়ে যায়। রাজ্যের কংগ্রেস সরকারকে চাপে ফেলতে ইতিমধ্যে মাঠে নেমেছে বিজেপি। শনিবার তাঁরা রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে।
গত ১০ ডিসেম্বর কর্নাটকের বেলাগাভি জেলার বাসিন্দা ওই দলিত মহিলার ছেলে এক মেয়েকে নিয়ে পালিয়ে যায়। মেয়ের পরিবার ওই দলিত মহিলাকে বাড়ি থেকে টেনে বের করেন। তারপর নগ্ন করে খুঁটির সাথে বেঁধে তাকে মারধর করার অভিযোগ ওঠে। মর্মান্তিক এই ঘটনার তদন্তের জন্য ‘সিট’ গঠন করে রাজ্য পুলিশ। বেলাগাভির সিনিয়র পুলিশ আধিকারিক এসএন সিদ্দারমাপ্পা বলেন, পুলিশ আধিকারিক বিজয় কুমার সিন্নুরকে কর্তব্যে গাফলতির কারণে বরখাস্ত করা হয়েছে।
গত ১৪ ডিসেম্বর দলিত মহিলাকে নিগৃহ সংক্রান্ত মামলাটি কর্নাটক হাইকোর্টে ওঠে। এই ঘটনায় রাজ্য পুলিশকে প্রশ্নের মুখে পড়তে হয়। পুলিশ থাকার পরও কেনো এমন ঘটনা ঘটল সেই প্রশ্নও তোলেন হাইকোর্ট। আদালত জানতে চান, পুলিশের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে! আগামী ১৮ ডিসেম্বর রিপোর্ট চেয়েছে কর্নাটক হাইকোর্ট।