০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মহারাষ্ট্রের নান্দেদে আম্বেদকরের জন্মদিন পালন করায় খুন দলিত যুবকের

ইমামা খাতুন
  • আপডেট : ৪ জুন ২০২৩, রবিবার
  • / 18

REPRESENTATIVE IMAGE

পুবের কলম,ওয়েবডেস্ক: বি আর আম্বেদকরের জন্মদিন পালন করার জেরে প্রাণ গেল ২৪ বছরের এক দলিত যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নান্দেদ  জেলার বন্ধার হভেলি গ্রামে।

 পুলিশ জানিয়েছে, শনিবার অক্ষয় ভলেরাও নামের দলিত যুবককে পিটিয়ে খুন করার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার।

সেদিন একটি বিয়ে বাড়ির পাশ দিয়ে ভাই আকাশকে নিয়ে যাচ্ছিলেন অক্ষয়। তখন সেই অনুষ্ঠানে তরোয়াল নিয়ে হুল্লোড় করছিল বরযাত্রীরা। অক্ষয় এবং আকাশকে দেখে কয়েকজন যুবক বলে ওঠেন, ‘ওঁরা আম্বেদকরের জন্মদিন পালন করেছে। ওঁদের মেরে ফেলা উচিত!’

এমন মন্তব্য শুনেই প্রতিবাদ করতে এগিয়ে আসেন অক্ষয়। শুরু হয় বাকবিতন্ডা। এরপরই অক্ষয়কে বেধড়ক মারধর শুরু করেন। শেষপর্যন্ত পিটিয়ে খুন করেন তাঁরা।

আহত হন আকাশও। তড়িঘড়ি করে অক্ষয়কে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরেই থানায় অভিযোগ দায়ের করেন অক্ষয়ের পরিবার। সেই ভিত্তিতে গ্রেফতার করা হয় ৭ জনকে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহারাষ্ট্রের নান্দেদে আম্বেদকরের জন্মদিন পালন করায় খুন দলিত যুবকের

আপডেট : ৪ জুন ২০২৩, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: বি আর আম্বেদকরের জন্মদিন পালন করার জেরে প্রাণ গেল ২৪ বছরের এক দলিত যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নান্দেদ  জেলার বন্ধার হভেলি গ্রামে।

 পুলিশ জানিয়েছে, শনিবার অক্ষয় ভলেরাও নামের দলিত যুবককে পিটিয়ে খুন করার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার।

সেদিন একটি বিয়ে বাড়ির পাশ দিয়ে ভাই আকাশকে নিয়ে যাচ্ছিলেন অক্ষয়। তখন সেই অনুষ্ঠানে তরোয়াল নিয়ে হুল্লোড় করছিল বরযাত্রীরা। অক্ষয় এবং আকাশকে দেখে কয়েকজন যুবক বলে ওঠেন, ‘ওঁরা আম্বেদকরের জন্মদিন পালন করেছে। ওঁদের মেরে ফেলা উচিত!’

এমন মন্তব্য শুনেই প্রতিবাদ করতে এগিয়ে আসেন অক্ষয়। শুরু হয় বাকবিতন্ডা। এরপরই অক্ষয়কে বেধড়ক মারধর শুরু করেন। শেষপর্যন্ত পিটিয়ে খুন করেন তাঁরা।

আহত হন আকাশও। তড়িঘড়ি করে অক্ষয়কে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরেই থানায় অভিযোগ দায়ের করেন অক্ষয়ের পরিবার। সেই ভিত্তিতে গ্রেফতার করা হয় ৭ জনকে।