১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পরাজয় নিশ্চিত, ‘নাটক’ করার চেষ্টা করবে মোদিঃ রাহুল গান্ধি

আবুল খায়ের
  • আপডেট : ১০ মে ২০২৪, শুক্রবার
  • / 38

পুবের কলম, ওয়েব ডেস্কঃ ইন্ডিয়া জোটের যৌথ সমাবেশে অখিলেশ যাদবের পাশে দাঁড়িয়ে রাহুল গান্ধি জানালেন ‘মোদির খেলা শেষ’। শুক্রবার কনৌজে সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি অখিলেশ যাদবের সমর্থনে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এ দিনের এই সমাবেশ থেকে রাহুল বলেন, তৃতীয় মেয়াদে আর প্রধান মন্ত্রী হচ্ছেন না মোদী। উল্লেখ্য, আগামী ১৩মে কনৌজ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ।

এ দিন গান্ধি তাঁর ভাষণে বলেন, “লোকসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে গিয়েছেন মোদি”। একই সঙ্গে তিনি দেশের যুব সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর প্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন । কংগ্রেস নেতা রাহুল গান্ধি বৃহস্পতিবার দাবি করেছেন যে লোকসভা নির্বাচনে মোদি নিজের হার বুঝে গিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্য তিনি এখন দেশের যুব সমাজের মনোযোগ সরানোর জন্য কিছু ‘নাটক’ করার চেষ্টা করবেন। আগামী ১৩ মে চতুর্থ দফায় কনৌজ কেন্দ্রে ভোট। তার আগে শুক্রবার যৌথ সভায় কংগ্রেস নেতা বলেন, ‘‘উত্তরপ্রদেশ জুড়ে ‘ইন্ডিয়া’ ঝড় উঠেছে। বিজেপি বিপর্যয়ের মুখে পড়তে চলেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক আদানি-আম্বানি মন্তব্য সম্পর্কে রাহুল বলেন, “নরেন্দ্র মোদী গত ১০ বছরে তার হাজার হাজার বক্তৃতায় আদানি এবং আম্বানির উল্লেখ করেননি। এখন মোদী ভয় পেয়ে গিয়েছেন, তাই তিনি আদানি-আম্বানির নাম নিয়েছেন।”

কনৌজের পাশাপাশি শুক্রবার উত্তরপ্রদেশের শিল্পনগরী কানপুরেও যৌথ সভায় যোগ দেবেন কংগ্রেস এবং এসপির দুই শীর্ষনেতার। প্রসঙ্গত, এ বার লোকসভা ভোটে আসন সমঝোতা নিয়ে দীর্ঘ টানাপড়েন হয়েছিল রাহুল এবং অখিলেশের দলের। শেষ পর্যন্ত চূড়ান্ত হওয়া রফাসূত্র অনুযায়ী ওই রাজ্যের ৮০ লোকসভা আসনের মধ্যে এসপি ৬২ এবং কংগ্রেস ১৭টি আসনে লড়ছে। একটি ছাড়া হয়েছে তৃণমূলকে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পরাজয় নিশ্চিত, ‘নাটক’ করার চেষ্টা করবে মোদিঃ রাহুল গান্ধি

আপডেট : ১০ মে ২০২৪, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ ইন্ডিয়া জোটের যৌথ সমাবেশে অখিলেশ যাদবের পাশে দাঁড়িয়ে রাহুল গান্ধি জানালেন ‘মোদির খেলা শেষ’। শুক্রবার কনৌজে সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি অখিলেশ যাদবের সমর্থনে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এ দিনের এই সমাবেশ থেকে রাহুল বলেন, তৃতীয় মেয়াদে আর প্রধান মন্ত্রী হচ্ছেন না মোদী। উল্লেখ্য, আগামী ১৩মে কনৌজ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ।

এ দিন গান্ধি তাঁর ভাষণে বলেন, “লোকসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে গিয়েছেন মোদি”। একই সঙ্গে তিনি দেশের যুব সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর প্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন । কংগ্রেস নেতা রাহুল গান্ধি বৃহস্পতিবার দাবি করেছেন যে লোকসভা নির্বাচনে মোদি নিজের হার বুঝে গিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্য তিনি এখন দেশের যুব সমাজের মনোযোগ সরানোর জন্য কিছু ‘নাটক’ করার চেষ্টা করবেন। আগামী ১৩ মে চতুর্থ দফায় কনৌজ কেন্দ্রে ভোট। তার আগে শুক্রবার যৌথ সভায় কংগ্রেস নেতা বলেন, ‘‘উত্তরপ্রদেশ জুড়ে ‘ইন্ডিয়া’ ঝড় উঠেছে। বিজেপি বিপর্যয়ের মুখে পড়তে চলেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক আদানি-আম্বানি মন্তব্য সম্পর্কে রাহুল বলেন, “নরেন্দ্র মোদী গত ১০ বছরে তার হাজার হাজার বক্তৃতায় আদানি এবং আম্বানির উল্লেখ করেননি। এখন মোদী ভয় পেয়ে গিয়েছেন, তাই তিনি আদানি-আম্বানির নাম নিয়েছেন।”

কনৌজের পাশাপাশি শুক্রবার উত্তরপ্রদেশের শিল্পনগরী কানপুরেও যৌথ সভায় যোগ দেবেন কংগ্রেস এবং এসপির দুই শীর্ষনেতার। প্রসঙ্গত, এ বার লোকসভা ভোটে আসন সমঝোতা নিয়ে দীর্ঘ টানাপড়েন হয়েছিল রাহুল এবং অখিলেশের দলের। শেষ পর্যন্ত চূড়ান্ত হওয়া রফাসূত্র অনুযায়ী ওই রাজ্যের ৮০ লোকসভা আসনের মধ্যে এসপি ৬২ এবং কংগ্রেস ১৭টি আসনে লড়ছে। একটি ছাড়া হয়েছে তৃণমূলকে।