১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের সেরা মেডিকেল কলেজের তালিকার ২৩ নম্বরে দিল্লি এইমস

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ জুন ২০২১, মঙ্গলবার
  • / 133

পুবের কলম, ওয়েবডেস্ক: সারা বিশ্বে করোনার মহামারীর মধ্যেই শীর্ষ ১০০ টি মেডিকেল কলেজের তালিকা প্রকাশ করা হল। এতে দিল্লি এইমস মেডিকেল কলেজ ২৩ নম্বরে জায়গা পেয়েছে।

আরও পড়ুন: Delhi AIIMS: দিল্লি এইমসে আগুন

তবে উল্লেখযোগ্য বিষয় যে দিল্লি এইমস, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মেডিকেল স্কুল এবং বিশ্ববিদ্যালয় কলেজ লন্ডনকেও (ইউসিএল) ছাড়িয়ে গিয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মেডিকেল স্কুল দিল্লি এইমসের চেয়ে ০.৩৬ স্কোর কম পেয়েছে। এ কারণে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মেডিকেল স্কুল দিল্লিকে

আরও পড়ুন: দিল্লির এইমসে ভয়াবহ অগ্নিকান্ড! ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন

চব্বিশতম Rank দেওয়া হয়েছে। এই তালিকায় আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয় স্কুল অফ মেডিসিন বিশ্বের সেরা কলেজের খেতাব পেয়েছে। সম্প্রতি এই তালিকাটি আমেরিকার সিইওওআরএলডি ম্যাগাজিন প্রকাশ করেছে। এতে হার্ভার্ড মেডিকেল স্কুলকে দ্বিতীয় স্থান দেওয়া হয়েছে। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের পেরেলম্যান স্কুল অফ মেডিসিন তৃতীয় স্থানে রয়েছে।এছাড়াও ভারতের আরও ৬ টি কলেজ এই তালিকায় রয়েছে । দিল্লি এইমস (২৩ তম), পুনের আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (৩৪ তম), ভেলোরের ক্রিশ্চান মেডিকেল কলেজ (৪৯ তম), পুডুচেরির জাইপিমার (৫৯ তম), চেন্নাইয়ের মাদ্রাজ মেডিকেল কলেজ (৬৪ তম)  তালিকায় শীর্ষে রয়েছে।), মেডিকেল ইনস্টিটিউট বিজ্ঞান বিএইচইউ (৭২তম)জায়গায় রয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বের সেরা মেডিকেল কলেজের তালিকার ২৩ নম্বরে দিল্লি এইমস

আপডেট : ২৯ জুন ২০২১, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সারা বিশ্বে করোনার মহামারীর মধ্যেই শীর্ষ ১০০ টি মেডিকেল কলেজের তালিকা প্রকাশ করা হল। এতে দিল্লি এইমস মেডিকেল কলেজ ২৩ নম্বরে জায়গা পেয়েছে।

আরও পড়ুন: Delhi AIIMS: দিল্লি এইমসে আগুন

তবে উল্লেখযোগ্য বিষয় যে দিল্লি এইমস, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মেডিকেল স্কুল এবং বিশ্ববিদ্যালয় কলেজ লন্ডনকেও (ইউসিএল) ছাড়িয়ে গিয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মেডিকেল স্কুল দিল্লি এইমসের চেয়ে ০.৩৬ স্কোর কম পেয়েছে। এ কারণে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মেডিকেল স্কুল দিল্লিকে

আরও পড়ুন: দিল্লির এইমসে ভয়াবহ অগ্নিকান্ড! ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন

চব্বিশতম Rank দেওয়া হয়েছে। এই তালিকায় আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয় স্কুল অফ মেডিসিন বিশ্বের সেরা কলেজের খেতাব পেয়েছে। সম্প্রতি এই তালিকাটি আমেরিকার সিইওওআরএলডি ম্যাগাজিন প্রকাশ করেছে। এতে হার্ভার্ড মেডিকেল স্কুলকে দ্বিতীয় স্থান দেওয়া হয়েছে। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের পেরেলম্যান স্কুল অফ মেডিসিন তৃতীয় স্থানে রয়েছে।এছাড়াও ভারতের আরও ৬ টি কলেজ এই তালিকায় রয়েছে । দিল্লি এইমস (২৩ তম), পুনের আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (৩৪ তম), ভেলোরের ক্রিশ্চান মেডিকেল কলেজ (৪৯ তম), পুডুচেরির জাইপিমার (৫৯ তম), চেন্নাইয়ের মাদ্রাজ মেডিকেল কলেজ (৬৪ তম)  তালিকায় শীর্ষে রয়েছে।), মেডিকেল ইনস্টিটিউট বিজ্ঞান বিএইচইউ (৭২তম)জায়গায় রয়েছে।