৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আবগারি দূর্নীতি মামলা: ১৬ মার্চ কেজরিকে সমন আদালতের

সামিমা এহসানা
  • আপডেট : ৭ মার্চ ২০২৪, বৃহস্পতিবার
  • / 183

পুবের কলম ওয়েব ডেস্ক: কেজরিওয়াল–ইডি দড়ি টানাটানি চলছেই। আবগারি দূর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দফায় দফায় ডেকেছিল ইডি। কিন্তু বারবার বিভিন্ন কারণ দেখিয়ে তিনি ডাক এড়িয়েছেন। সেসব রুখতে আগেও আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। বুধবার নতুন করে ফের আদালতে নালিশ জানালে, দিল্লির রাউস এভিনিউ আদালত বৃহস্পতিবার সমন পাঠায় কেজরিওয়ালকে। বিচারক দিব্যা মালহোত্রা আগামী ১৬ মার্চ কেজরিওয়ালকে আদালতে সশরীরে হাজিরা দিতে বলেছেন। প্রতিবারই কোনও না কোনও কারণ দেখিয়ে তলব এড়ান কেজরি, এবারে আদালতের ডাকে তিনি কি করেন, তাই এখন দেখার।

উল্লেখ্য, সম্প্রতি কেজরিওয়াল ইডিকে জানিয়েছিলেন, তিনি কেন্দ্রীয় এজেন্সির প্রশ্নের জবাব দিতে রাজি, তবে সশরীরে নয়, ভার্চুয়ালি হাজিরা দেবেন তিনি। তাতে যদি ইডির আপত্তি না থাকে, তাহলে তিনিও মুখোমুখি হতে প্রস্তুত। আসলে আম আদমি পার্টি ও কেজরিওয়াল নিজেও মনে করছেন, লোকসভা নির্বাচনের আগে ইডি যদি তাঁকে হাতে পায়, তাহলে আপের হার নিশ্চিত করতে, তাঁকে গ্রেফতার করা হবে।

আরও পড়ুন: কোটি টাকার প্রতারণার মামলায় গ্রেফতার ভুয়ো ইডি অফিসার

 

আরও পড়ুন: ইডি সিবিআই সেজে লুটপাটের ঘটনা ঠেকাতে সিসিটিভি নজরদারি বাড়াচ্ছে লালবাজার

আরও পড়ুন: ভুয়ো ভোটার কার্ড দেখিয়েই কি তৈরি হচ্ছে পাসপোর্ট, সিইও-র কাছে তথ্য চাইল ইডি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আবগারি দূর্নীতি মামলা: ১৬ মার্চ কেজরিকে সমন আদালতের

আপডেট : ৭ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: কেজরিওয়াল–ইডি দড়ি টানাটানি চলছেই। আবগারি দূর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দফায় দফায় ডেকেছিল ইডি। কিন্তু বারবার বিভিন্ন কারণ দেখিয়ে তিনি ডাক এড়িয়েছেন। সেসব রুখতে আগেও আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। বুধবার নতুন করে ফের আদালতে নালিশ জানালে, দিল্লির রাউস এভিনিউ আদালত বৃহস্পতিবার সমন পাঠায় কেজরিওয়ালকে। বিচারক দিব্যা মালহোত্রা আগামী ১৬ মার্চ কেজরিওয়ালকে আদালতে সশরীরে হাজিরা দিতে বলেছেন। প্রতিবারই কোনও না কোনও কারণ দেখিয়ে তলব এড়ান কেজরি, এবারে আদালতের ডাকে তিনি কি করেন, তাই এখন দেখার।

উল্লেখ্য, সম্প্রতি কেজরিওয়াল ইডিকে জানিয়েছিলেন, তিনি কেন্দ্রীয় এজেন্সির প্রশ্নের জবাব দিতে রাজি, তবে সশরীরে নয়, ভার্চুয়ালি হাজিরা দেবেন তিনি। তাতে যদি ইডির আপত্তি না থাকে, তাহলে তিনিও মুখোমুখি হতে প্রস্তুত। আসলে আম আদমি পার্টি ও কেজরিওয়াল নিজেও মনে করছেন, লোকসভা নির্বাচনের আগে ইডি যদি তাঁকে হাতে পায়, তাহলে আপের হার নিশ্চিত করতে, তাঁকে গ্রেফতার করা হবে।

আরও পড়ুন: কোটি টাকার প্রতারণার মামলায় গ্রেফতার ভুয়ো ইডি অফিসার

 

আরও পড়ুন: ইডি সিবিআই সেজে লুটপাটের ঘটনা ঠেকাতে সিসিটিভি নজরদারি বাড়াচ্ছে লালবাজার

আরও পড়ুন: ভুয়ো ভোটার কার্ড দেখিয়েই কি তৈরি হচ্ছে পাসপোর্ট, সিইও-র কাছে তথ্য চাইল ইডি