০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াকফ কালাকানুন প্রত্যাহারের দাবিতে জেলায় জেলায় ডেপুটেশন

চামেলি দাস
  • আপডেট : ৩ জুন ২০২৫, মঙ্গলবার
  • / 106

পুবের কলম ওয়েবডেস্ক: ওয়াকফ কালাকানুন প্রত্যাহারের দাবিতে মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের ওয়াকফ বাঁচাও কমিটির পক্ষথেকে মঙ্গলবার পশ্চিমবাংলার সমস্ত জেলায় জেলা শাসকের দপ্তরে শাসকলিপি প্রদান করা হল।

সেদিন বারাসাতে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি দিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা কামরুজ্জামান বলেন মসজিদ, মাদ্রাসা কবরস্থানের সুরক্ষার জন্যই এই ওয়াকফ কালাকানুন প্রত্যাহার করতে হবে।

আরও পড়ুন: “ভোটে জিতলে ওয়াকফ আইন ডাস্টবিনে ছুড়ে ফেলা হবে”, হুঁশিয়ারি তেজস্বী যাদবের

তিনি বলেন জেলা প্রশাসন আমাদের জানিয়েছেন এই দাবিপত্র মহামান্য রাষ্ট্রপতির দপ্তরে সুনির্দিষ্ট নিয়মে তারা পৌঁছে দেবেন। এদিন কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, মালদা, দার্জিলিং, কোচবিহার, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম সহ সব জেলাতেই বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের ওয়াকফ বাঁচাও কমিটির পক্ষথেকে স্মারকলিপি প্রদান করেন।

আরও পড়ুন: ওয়কফ সম্পত্তি রক্ষায় আজ রাজ্যজুড়ে স্মারকলিপি পেশ, ১৩ জুন মানব বন্ধনের ডাক

এদিন বারাসাত জেলা শাসকের দপ্তরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা কামরুজ্জামান ছাড়াও ঐকতান মিল্লী পরিষদের সভাপতি মাওলানা আমিনুল আম্বিয়া, ইমাম সংগঠনের হাফেজ আজিজউদ্দিন, ক্বারী জাবেদ আলী, জামাতে ইসলামী হিন্দের জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, জমিয়াতে আহলে হাদিসের মুখপাত্র আলমগীর সরদার, জমিয়তে উলামা বাংলার জেলা সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, আইনজীবী রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ফের পিছোল ওয়াকফ শুনানি, আগামী ২০ মে শুনানি

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের ওয়াকফ সুরক্ষা কমিটির পক্ষথেকে আগামী ১৩ জুন ২০২৫ শুক্রবার জুমার নামাজের পরে রাজ্যের সমস্ত মসজিদের বাইরে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওয়াকফ কালাকানুন প্রত্যাহারের দাবিতে জেলায় জেলায় ডেপুটেশন

আপডেট : ৩ জুন ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: ওয়াকফ কালাকানুন প্রত্যাহারের দাবিতে মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের ওয়াকফ বাঁচাও কমিটির পক্ষথেকে মঙ্গলবার পশ্চিমবাংলার সমস্ত জেলায় জেলা শাসকের দপ্তরে শাসকলিপি প্রদান করা হল।

সেদিন বারাসাতে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি দিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা কামরুজ্জামান বলেন মসজিদ, মাদ্রাসা কবরস্থানের সুরক্ষার জন্যই এই ওয়াকফ কালাকানুন প্রত্যাহার করতে হবে।

আরও পড়ুন: “ভোটে জিতলে ওয়াকফ আইন ডাস্টবিনে ছুড়ে ফেলা হবে”, হুঁশিয়ারি তেজস্বী যাদবের

তিনি বলেন জেলা প্রশাসন আমাদের জানিয়েছেন এই দাবিপত্র মহামান্য রাষ্ট্রপতির দপ্তরে সুনির্দিষ্ট নিয়মে তারা পৌঁছে দেবেন। এদিন কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, মালদা, দার্জিলিং, কোচবিহার, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম সহ সব জেলাতেই বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের ওয়াকফ বাঁচাও কমিটির পক্ষথেকে স্মারকলিপি প্রদান করেন।

আরও পড়ুন: ওয়কফ সম্পত্তি রক্ষায় আজ রাজ্যজুড়ে স্মারকলিপি পেশ, ১৩ জুন মানব বন্ধনের ডাক

এদিন বারাসাত জেলা শাসকের দপ্তরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা কামরুজ্জামান ছাড়াও ঐকতান মিল্লী পরিষদের সভাপতি মাওলানা আমিনুল আম্বিয়া, ইমাম সংগঠনের হাফেজ আজিজউদ্দিন, ক্বারী জাবেদ আলী, জামাতে ইসলামী হিন্দের জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, জমিয়াতে আহলে হাদিসের মুখপাত্র আলমগীর সরদার, জমিয়তে উলামা বাংলার জেলা সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, আইনজীবী রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ফের পিছোল ওয়াকফ শুনানি, আগামী ২০ মে শুনানি

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের ওয়াকফ সুরক্ষা কমিটির পক্ষথেকে আগামী ১৩ জুন ২০২৫ শুক্রবার জুমার নামাজের পরে রাজ্যের সমস্ত মসজিদের বাইরে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।