০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কর্ণাটককে হারালেও– বিজয় হাজারের নক-আউটে যেতে ব্যর্থ বাংলা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 14

পুবের কলম ওয়েবডেস্ক ঃ শক্তিশালী কর্ণাটকের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে জিতলেও বিজয়  হাজারে ট্রফির নক আউটে যাওয়া হল না বাংলার। এই ম্যাচে বড় ব্যবধানে জিততে পারলে সুদীপ চট্টোপাধ্যায়দের সামনে শেষ ষোলোয় ওঠার একটা ক্ষীন সম্ভবনা ছিল। মনীশ পান্ডেদের বিরুদ্ধে জিতলেও শেষমেষ নেট রান-রেটের বিচারে ছিটকে যেতে হল বাংলাকে।

 

আরও পড়ুন: সাম্প্রদায়িক হিংসার পর কড়া পুলিশ, মেরুকরণের তাশ বিজেপির

 

আরও পড়ুন: ঘৃণা ভাষণ রুখতে আইনের ভাবনা সিদ্দারামাইয়ার

 

আরও পড়ুন: জলমগ্ন মুম্বই-বিপর্যস্ত জনজীবন, রেড অ্যালার্ট জারি কর্ণাটকে

এদিন তিরুবনন্তপূরমের সেন্ট জেভিয়ার্সের মাঠে প্রথমে ব্যাট করে কর্ণাটক নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৫২ রান করে। জবাবে ৪৮.৩ ওভারে ৬ উইকেট ২৫৩ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলা। বল হাতে দুরন্ত হয়ে ওঠেন প্রদীপ্ত প্রামানিক। তিনি ৪৮ রানের বিনিময়ে কর্ণাটকের চার জন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের রাস্তা দেখান। পরে অধিনায়ক  সুদীপ চট্টোপাধ্যায় দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন। শেষের দিকে অপরাজিত ২৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন শাহবাজ আহমেদ।  ক্রিজ আঁকড়ে থেকে দলকে ধীরে ধীরে জয়ের সরণিতে নিয়ে যান শাহবাজ।

এর আগে দলের রান আড়াইশো পার করার পিছনে সবচেয়ে বেশি অবদান রাখেন কর্ণাটকের অধিনায়ক মনীশ পান্ডে। তিনি চারটি চার ও চারটি ছয়-এর সাহায্যে ৯০ রান করেন। রোহন কদমের সংগ্রহ  ৩৭ রান।

 

বাংলার পক্ষে প্রদীপ্ত প্রামানিকের চার উইকটে পাশাপাশি দুটি উইকেট পেয়েছেন ঋত্বিক চট্টোপাধ্যায়। একটি করে সফলতা পেয়েছেন আকাশ দীপ ও শাহবাজ আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে স্কোর বোর্ড সচল রাখার  দায়িত্ব নেন বাংলার ওপেনার অভিষেক দাস। তিনি ৫৮ রান করেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়। তাঁর ৬৩ রানের ইনিংসে ছিল ৬টি  চার ও একটি ছয়। ৪৯ রান করার পরে রান আউট হয়ে যান ঋত্বিক রায় চৌধুরি। কর্ণাটকের পক্ষে প্রতীক জৈন তিন উইকেট দখল  করেন।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কর্ণাটককে হারালেও– বিজয় হাজারের নক-আউটে যেতে ব্যর্থ বাংলা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক ঃ শক্তিশালী কর্ণাটকের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে জিতলেও বিজয়  হাজারে ট্রফির নক আউটে যাওয়া হল না বাংলার। এই ম্যাচে বড় ব্যবধানে জিততে পারলে সুদীপ চট্টোপাধ্যায়দের সামনে শেষ ষোলোয় ওঠার একটা ক্ষীন সম্ভবনা ছিল। মনীশ পান্ডেদের বিরুদ্ধে জিতলেও শেষমেষ নেট রান-রেটের বিচারে ছিটকে যেতে হল বাংলাকে।

 

আরও পড়ুন: সাম্প্রদায়িক হিংসার পর কড়া পুলিশ, মেরুকরণের তাশ বিজেপির

 

আরও পড়ুন: ঘৃণা ভাষণ রুখতে আইনের ভাবনা সিদ্দারামাইয়ার

 

আরও পড়ুন: জলমগ্ন মুম্বই-বিপর্যস্ত জনজীবন, রেড অ্যালার্ট জারি কর্ণাটকে

এদিন তিরুবনন্তপূরমের সেন্ট জেভিয়ার্সের মাঠে প্রথমে ব্যাট করে কর্ণাটক নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৫২ রান করে। জবাবে ৪৮.৩ ওভারে ৬ উইকেট ২৫৩ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলা। বল হাতে দুরন্ত হয়ে ওঠেন প্রদীপ্ত প্রামানিক। তিনি ৪৮ রানের বিনিময়ে কর্ণাটকের চার জন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের রাস্তা দেখান। পরে অধিনায়ক  সুদীপ চট্টোপাধ্যায় দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন। শেষের দিকে অপরাজিত ২৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন শাহবাজ আহমেদ।  ক্রিজ আঁকড়ে থেকে দলকে ধীরে ধীরে জয়ের সরণিতে নিয়ে যান শাহবাজ।

এর আগে দলের রান আড়াইশো পার করার পিছনে সবচেয়ে বেশি অবদান রাখেন কর্ণাটকের অধিনায়ক মনীশ পান্ডে। তিনি চারটি চার ও চারটি ছয়-এর সাহায্যে ৯০ রান করেন। রোহন কদমের সংগ্রহ  ৩৭ রান।

 

বাংলার পক্ষে প্রদীপ্ত প্রামানিকের চার উইকটে পাশাপাশি দুটি উইকেট পেয়েছেন ঋত্বিক চট্টোপাধ্যায়। একটি করে সফলতা পেয়েছেন আকাশ দীপ ও শাহবাজ আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে স্কোর বোর্ড সচল রাখার  দায়িত্ব নেন বাংলার ওপেনার অভিষেক দাস। তিনি ৫৮ রান করেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়। তাঁর ৬৩ রানের ইনিংসে ছিল ৬টি  চার ও একটি ছয়। ৪৯ রান করার পরে রান আউট হয়ে যান ঋত্বিক রায় চৌধুরি। কর্ণাটকের পক্ষে প্রতীক জৈন তিন উইকেট দখল  করেন।