হারের পরও দিল্লি পুরসভার দিকে তাকিয়ে বিজেপি

- আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
- / 11
পুবের কলম ওয়েব ডেস্ক: ৪০০ মিটারের দৌড়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জন ফিনিশিং লাইন টাচ করে ফেলেছে। কিন্তু সবে ৪০ মিটার পার করা একজন প্রার্থী তখনও দৌড়াচ্ছে প্রথম হওয়ার আশায়। বিজেপির দিল্লি পুরসভায় মেয়র ও ডেপুটি মেয়র পদে নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করাকে উপরের ঘটনার সঙ্গে তুলনা করছেন অনেকে। হার নিশ্চিত জেনেও মেয়র ও ডেপুটি মেয়রের পদে প্রার্থী ঘোষণার ঘটনায় কৌতুহল বাড়ছে রাজনৈতিক মহলে। আবার কি অপারেশন লোটাসের স্বপ্ন দেখছে বিজেপি? এমন প্রশ্নও ঘোরাফেরা করছে দিল্লির রাজনীতির আঙিনায়।
২৫০ ওয়ার্ডের দিল্লি পুরসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে গত ৭ ডিসেম্বর। সেখানে ভরাডুবি হয়েছে বিজেপির। ১৩৪ টি ওয়ার্ডে জয়ী হয়েছে আপ, বিজেপি পেয়েছে ১০৪ টি। পরিসংখ্যান অনুযায়ী দিল্লি পুরসভার মেয়র ও ডেপুটি মেয়রের পদে আপ প্রার্থীদের জয় নিশ্চিত। তারপরও মেয়র নির্বাচনে পদপ্রার্থী হিসেবে বিজেপি তাদের শালিমার বাগের কাউন্সিলর রেখা গুপ্তার নাম ঘোষণা করেছে। অন্যদিকে, ডেপুটি মেয়র পদে প্রার্থী হিসেবে রামনগরের কাউন্সিলর কমল বাগরির উপর আস্থা রাখছে বিজেপি। কয়েকদিন আগেই আম আদমি পার্টি তাদের মেয়র পদপ্রার্থী হিসেবে শেলি ওবেরয়ের নাম ঘোষণা করেছে। ডেপুটি মেয়র পদে প্রার্থী হয়েছেন, আলি মহম্মদ ইকবাল।
তা সত্বেও বিজেপির এই দুটি পদে প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের পর অনেকে মনে করছেন, মহারাষ্ট্রের মত বিধায়ক কেনা-বেচা করে ঘুরপথে দিল্লি পুরসভা দখল করতে চাইছে বিজেপি। কারণ কিছুদিন আগেই কাউন্সিলরদের দলে টানতে বিজেপি টাকার লোভ দেখাচ্ছে বলে অভিযোগ করেছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।