বিধ্বংসী শামি, নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় ভারতের

- আপডেট : ২১ জানুয়ারী ২০২৩, শনিবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্কঃ নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ জিতে নিল রোহিত শর্মার ভারত। এদিন প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড মাত্র ১০৯ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে। জবাবে ভারত মাত্র কুড়ি ওভার এক বলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।
টসে জিতে এদিন রোহিত শর্মা নিউজিল্যান্ডকে প্রথম ব্যাট করতে পাঠান। কিন্তু মুহাম্মদ শামি, মুহাম্মদ সিরাজ, শারদুল ঠাকুর হার্দিক পান্ডিয়াদের দারুন পেস অ্যাটাকে কিউই ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারলেন না।
শামি ও সিরাজের দৌলতে মাত্র ১৫ রানেই নিউজিল্যান্ডের ৫ ব্যাটসম্যান ফিরে গেলেন। শারদুল হার্দিকদের দাপটে বাকি রাও দাঁড়াতে পারলেন না। ভারতের সব বোলাররাই উইকেট পেলেন।
কুলদীপ যাদব ছাড়া সবাই মেডেন ওভারও পেলেন। শেষ পর্যন্ত রোহিত ও গিলের ব্যাটিং দাপটে ভারত ২০.১ ওভারেই জয়ের রান তুলে নেয়। যদিও রোহিত ফিরে যান ৫১ রানে। প্রথমে শ্রীলংকা, পরে নিউজিল্যান্ড পরপর দুটি সিরিজ জিতল ভারত। এবং ঘরের মাঠে টানা সাতটি ওয়ানডে সিরিজ জিতে নজির গড়ল টিম ইন্ডিয়া।