পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর শুনানিতে ডাক পেয়ে আতঙ্কে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম নিমাই মাল (৪৪)। তিনি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রায়পুরের বাসিন্দা ছিলেন। অভিযোগ, এসআইআর শুনানির নোটিশ হাতে পাওয়ার পর থেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন নিমাই। এদিন ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, নিমাইয়ের বাবার নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল। এদিকে নিমাইয়ের নাম ওঠে চলতি এসআইআরের খসড়া তালিকায়। তবে বাবার নাম ছিল শ্যামলাল রায়। আর ছেলের নাম নিমাই মাল। ভোটার তালিকায় নামের পদবির এই অমিলের জেরেই তাঁকে শুনানির নোটিস পাঠানো হয়।
পরিবারের দাবি, নিমাইয়ের ক্ষেত্রে নাকি পদবি ভুল থাকায় সঠিক নথি দিয়ে সংশোধন করতে হত। এই আবহে কোন নথি গ্রহণযোগ্য হবে, তা নিয়ে নাকি উদ্বিগ্ন ছিলেন তিনি। এই পরিস্থিতিতেই ২৬ ডিসেম্বর দুপুর নাগাদ নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে পরিবারের সদস্যরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের এক আত্মীয় বলেন, পদবির গণ্ডগোলের জন্য শুনানির নোটিস পাওয়ার পর থেকে খুব আতঙ্কে ছিলেন তিনি।
































