০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অলিম্পিকে যাওয়ার আগে এক নম্বরে দীপিকা কুমারী

 পুবের কলম ওয়েবডেস্ক টোকিও  অলিম্পিকে যাওয়ার  আগে দারুন ছন্দে ভারতের তারকা তীরন্দাজ দীপিকা কুমারী। স্টেজ  থ্রী বিশ্বকাপের মঞ্চে  তিনটি সোনা  জয়ের সুবাদে  মহিলাদের র‍্যাঙ্কিংযে এক নম্বরে উঠে এলেন তিনি। প্রসঙ্গত– আসন্ন টোকিও অলিম্পিকে দেশের একমাত্র মহিলা তীরন্দাজ হিসেবে দীপিকা কুমারী যোগ্যতা  অর্জন করেছেন।

স্টেজ  থ্রী বিশ্বকাপে মহিলাদের রিকর্ভ আর্চারিতে  মেক্সিকোর বিরুদ্ধে অঙ্কিতা ভকত ও কমলিকা বারিকে নিয়ে  সোনা জিতলেন দীপিকা। এরপরে স্বামী অতনু দাসের সঙ্গে জুটি বেঁধে মিক্সড রিজার্ভ বিভাগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথমে পিছিয়ে  পড়েও জয় তুলে সোনার পদক জয়  নিশ্চিত করেন দীপিকা।  এরপরে ব্যক্তিগত বিভাগে রাশিয়ার এলিনাকে হারিয়ে  প্রতিযোগিতা থেকে তৃতীয়  সোনা  জয় নিশ্চিত  করেন দেশের এই তারকা তীরন্দাজ। অলিম্পিকের আগের্ র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসা তাঁকে নিশ্চিত ভাবেই আরও বেশি করে আত্মবিশ্বাসী করে তুলবে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

যোগী রাজ্যে ফের ধর্ষণের শিকার তেরো বছরের বালিকা, তদন্তে পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অলিম্পিকে যাওয়ার আগে এক নম্বরে দীপিকা কুমারী

আপডেট : ২৯ জুন ২০২১, মঙ্গলবার

 পুবের কলম ওয়েবডেস্ক টোকিও  অলিম্পিকে যাওয়ার  আগে দারুন ছন্দে ভারতের তারকা তীরন্দাজ দীপিকা কুমারী। স্টেজ  থ্রী বিশ্বকাপের মঞ্চে  তিনটি সোনা  জয়ের সুবাদে  মহিলাদের র‍্যাঙ্কিংযে এক নম্বরে উঠে এলেন তিনি। প্রসঙ্গত– আসন্ন টোকিও অলিম্পিকে দেশের একমাত্র মহিলা তীরন্দাজ হিসেবে দীপিকা কুমারী যোগ্যতা  অর্জন করেছেন।

স্টেজ  থ্রী বিশ্বকাপে মহিলাদের রিকর্ভ আর্চারিতে  মেক্সিকোর বিরুদ্ধে অঙ্কিতা ভকত ও কমলিকা বারিকে নিয়ে  সোনা জিতলেন দীপিকা। এরপরে স্বামী অতনু দাসের সঙ্গে জুটি বেঁধে মিক্সড রিজার্ভ বিভাগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথমে পিছিয়ে  পড়েও জয় তুলে সোনার পদক জয়  নিশ্চিত করেন দীপিকা।  এরপরে ব্যক্তিগত বিভাগে রাশিয়ার এলিনাকে হারিয়ে  প্রতিযোগিতা থেকে তৃতীয়  সোনা  জয় নিশ্চিত  করেন দেশের এই তারকা তীরন্দাজ। অলিম্পিকের আগের্ র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসা তাঁকে নিশ্চিত ভাবেই আরও বেশি করে আত্মবিশ্বাসী করে তুলবে।