০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম একাদশ বাছাই নিয়ে চিন্তায় দ্রাবিড়

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৬ ডিসেম্বর ২০২১, সোমবার
  • / 36

পুবের কলম ওয়েবডেস্কঃ  মুম্বই টেস্টে  নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়ে ১-০ সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। কোচ হিসেবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজেই সাফল্য পেলেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়। তবে এই সব নিয়ে আপাতত ভাবতে রাজি নন তিনি। তাঁর এখন চিন্তা অন্য   জায়গায়। সেটা কি? একাধিক অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতিতে যেভাবে তরুণ ক্রিকেটাররা নিজেদের মেলে ধরেছে– তাতে আসন্ন সিরিজে দলের প্রথম একাদশ বেছে নেওয়া কঠিন  হবে বলে মনে করছেন দ্রাবিড়। ফলে নির্বাচকদের কাজও কঠিন হতে চলেছে। প্রসঙ্গত– কিউয়িদের বিরুদ্ধে দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কানপুরে অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছিল টিম ইন্ডিয়ার।

 

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

 

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

 

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট

সোমবার ম্যাচের শেষে দ্রাবিড় বলেন– ‘ময়াঙ্ক আগরওয়াল– শ্রেয়স  আইয়ার– অক্ষর প্যাটেল– জযন্ত যাদবরা দারুন লেগেছে। এরপরে সিনিয়ার  ক্রিকেটাররা ফিরবে। তখন  প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে প্রতিযোগিতা শুরু হবে। আমাদের হাতে অবশ্য অনেক বিকল্প থাকবে। যে  কোনও দলের কাছেই এই ধরনের চিন্তা থাকা ভালো। নির্বাচকদেরও দল নির্বাচনের সময় অনেক মাথা খাটাতে হবে।’  একই সঙ্গে দ্রাবিড় জানাচ্ছেন– দলের সবচেয়ে ইতিবাচক দিক হল– কঠিন পরিস্থিতির মধ্যেও তরুণ  ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিতে পেরেছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রথম একাদশ বাছাই নিয়ে চিন্তায় দ্রাবিড়

আপডেট : ৬ ডিসেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ  মুম্বই টেস্টে  নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়ে ১-০ সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। কোচ হিসেবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজেই সাফল্য পেলেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়। তবে এই সব নিয়ে আপাতত ভাবতে রাজি নন তিনি। তাঁর এখন চিন্তা অন্য   জায়গায়। সেটা কি? একাধিক অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতিতে যেভাবে তরুণ ক্রিকেটাররা নিজেদের মেলে ধরেছে– তাতে আসন্ন সিরিজে দলের প্রথম একাদশ বেছে নেওয়া কঠিন  হবে বলে মনে করছেন দ্রাবিড়। ফলে নির্বাচকদের কাজও কঠিন হতে চলেছে। প্রসঙ্গত– কিউয়িদের বিরুদ্ধে দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কানপুরে অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছিল টিম ইন্ডিয়ার।

 

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

 

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

 

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট

সোমবার ম্যাচের শেষে দ্রাবিড় বলেন– ‘ময়াঙ্ক আগরওয়াল– শ্রেয়স  আইয়ার– অক্ষর প্যাটেল– জযন্ত যাদবরা দারুন লেগেছে। এরপরে সিনিয়ার  ক্রিকেটাররা ফিরবে। তখন  প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে প্রতিযোগিতা শুরু হবে। আমাদের হাতে অবশ্য অনেক বিকল্প থাকবে। যে  কোনও দলের কাছেই এই ধরনের চিন্তা থাকা ভালো। নির্বাচকদেরও দল নির্বাচনের সময় অনেক মাথা খাটাতে হবে।’  একই সঙ্গে দ্রাবিড় জানাচ্ছেন– দলের সবচেয়ে ইতিবাচক দিক হল– কঠিন পরিস্থিতির মধ্যেও তরুণ  ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিতে পেরেছে।