২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মহিলা বিমানযাত্রীর কম্বলে প্রস্রাব মদ্যপ সহযাত্রীর, ফের কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া

ইমামা খাতুন
  • আপডেট : ৬ জানুয়ারী ২০২৩, শুক্রবার
  • / 98

পুবের কলম ওয়েব ডেস্কঃ ফের এয়ার ইন্ডিয়া বিমানে পুরুষ যাত্রীর অভব্য আচরণ, মহিলা সহযাত্রীর কম্বলে প্রস্রাবের অভিযোগ। কয়েক দিন আগে নিউইয়র্ক-নয়াদিল্লি ফ্লাইটে একই রকম ঘটনার খবর প্রকাশ্যে আসে। তার রেশ কাটতে না কাটতে ফের এয়ার ইন্ডিয়া বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনাটি ঘটল। পরপর দুটি এক ধরনের ঘটনা নিয়ে এয়ার ইন্ডিয়ার পরিষেবা প্রসঙ্গেও প্রশ্ন উঠতে শুরু করেছে। যা নিয়ে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

 

সূত্রের খবর অনুসারে, ৬ ডিসেম্বরের ঘটনাটি ঘটেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৪২-তে। সকাল ৯টা ৪০ মিনিটে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি ল্যান্ড হওয়ার পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে ওই মহিলা লিখিত অভিযোগ করেন। মহিলার অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে ওই পুরুষ যাত্রীকে গ্রেফতার করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। যদিও বিমানের মধ্যে আপত্তিকর আচরণের জন্য মহিলা যাত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন অভিযুক্ত ওই ব্যক্তি। লিখিতভাবে ক্ষমা প্রর্থনা করায় এবং অভিযোগকারীর সম্মতিতে ওই পুরুষ যাত্রীটিকে ছেড়ে দেওয়া হয়। তবে বিমানে কোন ক্লাসে তাঁরা ভ্রমণ করছিলেন, তা কিন্তু জানা যায়নি।

 

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

প্রসঙ্গত, নিউইয়র্ক-নয়াদিল্লি ফ্লাইটে প্রস্রাবের ঘটনায় অবশেষে মুখ খুললেন অভিযুক্ত শঙ্কর মিশ্র। শুক্রবার ৬ জানুয়ারি আইনজীবীদের মাধ্যমে এই বিষয়ে একটি বিবৃতি জারি করেন তিনি। এদিন নিজের কর্মকাণ্ডের সপক্ষে যুক্তি দিয়ে বলেন, যে মহিলার গায়ে প্রস্রাব করেছিলেন, তাঁর সঙ্গে বোঝাপড়া হয়েছে। ওই মহিলার জামা-কাপড় এবং ব্যাগ কেচে পরিষ্কার করে দিয়েছেন তিনি। ৩০ নভেম্বর সেই জামা-কাপড় ও ব্যাগ ফিরিয়েও দিয়েছিলেন।

 

আরও পড়ুন: এএআইবির ল্যাবে ব্ল্যাক বক্স, তথ্য উদ্ধারের সম্ভাবনা প্রবল

শঙ্কর মিশ্র আরও জানিয়েছেন, তদন্তকারীদের সঙ্গে সবরকম সহায়তা করছেন তিনি। তাঁর বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আছে। তবে তাঁর এই কর্মকাণ্ডের জেরে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছে মার্কিন আর্থিক সংস্থা ‘ওয়েলস ফার্গো’। অভিযুক্ত শঙ্কর মিশ্র এই সংস্থার ভারতীয় শাখার একটি বিশেষ পদে নিযুক্ত ছিলেন।
এদিন ‘ওয়েলস ফার্গো’ সংস্থা একটি বিবৃতি জারি করে জানিয়েছে, শঙ্করের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে সেটি সত্যি বিরক্তিকর ও অপেশাদার। তাই জন্য আমরা অভিযুক্তকে কাজ থেকে বহিষ্কার করছি। ‘ওয়েলস ফার্গো’র সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান বন্ধ রাখার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহিলা বিমানযাত্রীর কম্বলে প্রস্রাব মদ্যপ সহযাত্রীর, ফের কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া

আপডেট : ৬ জানুয়ারী ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ফের এয়ার ইন্ডিয়া বিমানে পুরুষ যাত্রীর অভব্য আচরণ, মহিলা সহযাত্রীর কম্বলে প্রস্রাবের অভিযোগ। কয়েক দিন আগে নিউইয়র্ক-নয়াদিল্লি ফ্লাইটে একই রকম ঘটনার খবর প্রকাশ্যে আসে। তার রেশ কাটতে না কাটতে ফের এয়ার ইন্ডিয়া বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনাটি ঘটল। পরপর দুটি এক ধরনের ঘটনা নিয়ে এয়ার ইন্ডিয়ার পরিষেবা প্রসঙ্গেও প্রশ্ন উঠতে শুরু করেছে। যা নিয়ে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

 

সূত্রের খবর অনুসারে, ৬ ডিসেম্বরের ঘটনাটি ঘটেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৪২-তে। সকাল ৯টা ৪০ মিনিটে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি ল্যান্ড হওয়ার পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে ওই মহিলা লিখিত অভিযোগ করেন। মহিলার অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে ওই পুরুষ যাত্রীকে গ্রেফতার করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। যদিও বিমানের মধ্যে আপত্তিকর আচরণের জন্য মহিলা যাত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন অভিযুক্ত ওই ব্যক্তি। লিখিতভাবে ক্ষমা প্রর্থনা করায় এবং অভিযোগকারীর সম্মতিতে ওই পুরুষ যাত্রীটিকে ছেড়ে দেওয়া হয়। তবে বিমানে কোন ক্লাসে তাঁরা ভ্রমণ করছিলেন, তা কিন্তু জানা যায়নি।

 

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

প্রসঙ্গত, নিউইয়র্ক-নয়াদিল্লি ফ্লাইটে প্রস্রাবের ঘটনায় অবশেষে মুখ খুললেন অভিযুক্ত শঙ্কর মিশ্র। শুক্রবার ৬ জানুয়ারি আইনজীবীদের মাধ্যমে এই বিষয়ে একটি বিবৃতি জারি করেন তিনি। এদিন নিজের কর্মকাণ্ডের সপক্ষে যুক্তি দিয়ে বলেন, যে মহিলার গায়ে প্রস্রাব করেছিলেন, তাঁর সঙ্গে বোঝাপড়া হয়েছে। ওই মহিলার জামা-কাপড় এবং ব্যাগ কেচে পরিষ্কার করে দিয়েছেন তিনি। ৩০ নভেম্বর সেই জামা-কাপড় ও ব্যাগ ফিরিয়েও দিয়েছিলেন।

 

আরও পড়ুন: এএআইবির ল্যাবে ব্ল্যাক বক্স, তথ্য উদ্ধারের সম্ভাবনা প্রবল

শঙ্কর মিশ্র আরও জানিয়েছেন, তদন্তকারীদের সঙ্গে সবরকম সহায়তা করছেন তিনি। তাঁর বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আছে। তবে তাঁর এই কর্মকাণ্ডের জেরে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছে মার্কিন আর্থিক সংস্থা ‘ওয়েলস ফার্গো’। অভিযুক্ত শঙ্কর মিশ্র এই সংস্থার ভারতীয় শাখার একটি বিশেষ পদে নিযুক্ত ছিলেন।
এদিন ‘ওয়েলস ফার্গো’ সংস্থা একটি বিবৃতি জারি করে জানিয়েছে, শঙ্করের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে সেটি সত্যি বিরক্তিকর ও অপেশাদার। তাই জন্য আমরা অভিযুক্তকে কাজ থেকে বহিষ্কার করছি। ‘ওয়েলস ফার্গো’র সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান বন্ধ রাখার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা