০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মদ্যপ চালক, মা ফ্লাইওভারে দুর্ঘটনা!

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, শুক্রবার
  • / 94

পুবের কলম ওয়েব ডেস্কঃ  শুক্রবার  সাতসকালেই কলকাতার মা ফ্লাইওভারে মারাত্মক দুর্ঘটনা।  সূত্রের খবর, সকাল ৬টা নাগাদ সল্টলেক থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল একটি এসইউভি। সেক্টর ফাইভ থেকে বেরিয়েই প্রচণ্ড গতি ছিল গাড়িটির। চিংড়িঘাটা থেকে মা ফ্লাইওভারে ওঠার সময়ও গাড়ির গতিবেগ ১০০ কিলোমিটার ছাড়িয়ে যায়। তারপর মা ফ্লাইওভারের উপরে উঠে ঠিক তপসিয়া মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। এরপর প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে, তারপর রাস্তার উল্টো দিকে ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে গাড়িটি উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে যায়।

 

আরও পড়ুন: রাস্তায় পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

গাড়িটিতে চালকসহ পাঁচজন আরোহী ছিলেন। এঁদের মধ্যে একজন গুরুতর আহত হয়। পার্ক সার্কাস ময়দানে কর্তব্যরত ট্রাফিক পুলিশ এসে  আহত ব্যক্তিকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত যুবক জানান, গাড়ির চালকসহ পাঁচজনই মদ্যপ অবস্থায় ছিলেন। সল্টলেকে রাতভর পার্টি করে বাড়ি ফিরছিলেন তাঁরা। ঘটনার পরেই বাকি চারজন পলাতক। সেই সময় মা ফ্লাইওভারে গাড়ির সংখ্যা অনেকটাই কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: হাতিবাগানে গাছ পড়ে যান চলাচল ব্যাহত

 

আরও পড়ুন: গলে গেল ট্রেনের চাকা! বড় বিপদ থেকে রেহাই পেল জনশতাব্দী এক্সপ্রেস

তবে এদিনের এই দুর্ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সল্টলেক থেকে মা ফ্লাইওভার পর্যন্ত তীব্র গতিতে গাড়িটি এলেও কেন পুলিশ বাধা দিল না? কেনই বা এইরকম দুর্ঘটনা বারবার ঘটলেও মদ্যপ চালকদের নিয়ে জন্য পদক্ষেপ করে না পুলিশ? রাত  ৯টার পরে পার্ক স্ট্রিট, থিয়েটার রোড, আলিপুর রোড-সহ কলকাতার বিভিন্ন জায়গায় গাড়িচালক বা গাড়ির আরোহীদের পরীক্ষা করে পুলিশ, কিন্তু ভোরের দিকে সেই পরীক্ষা কেন হয় না? কীভাবেই বা সল্টলেক থেকে বেপরোয়া গতির গাড়ি একের পর এক সিগন্যাল লঙ্ঘন করে মা ফ্লাইওভার পর্যন্ত উঠতে পারল? এমনই বহু প্রশ্ন উঠছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে খুব দ্রুত গাড়ি চালক-সহ বাকি আরোহীদেরকে চিহ্নিত করা হবে। এদেরকে আটক করে কড়া পদক্ষেপ  করা হবে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মদ্যপ চালক, মা ফ্লাইওভারে দুর্ঘটনা!

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ  শুক্রবার  সাতসকালেই কলকাতার মা ফ্লাইওভারে মারাত্মক দুর্ঘটনা।  সূত্রের খবর, সকাল ৬টা নাগাদ সল্টলেক থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল একটি এসইউভি। সেক্টর ফাইভ থেকে বেরিয়েই প্রচণ্ড গতি ছিল গাড়িটির। চিংড়িঘাটা থেকে মা ফ্লাইওভারে ওঠার সময়ও গাড়ির গতিবেগ ১০০ কিলোমিটার ছাড়িয়ে যায়। তারপর মা ফ্লাইওভারের উপরে উঠে ঠিক তপসিয়া মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। এরপর প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে, তারপর রাস্তার উল্টো দিকে ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে গাড়িটি উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে যায়।

 

আরও পড়ুন: রাস্তায় পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

গাড়িটিতে চালকসহ পাঁচজন আরোহী ছিলেন। এঁদের মধ্যে একজন গুরুতর আহত হয়। পার্ক সার্কাস ময়দানে কর্তব্যরত ট্রাফিক পুলিশ এসে  আহত ব্যক্তিকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত যুবক জানান, গাড়ির চালকসহ পাঁচজনই মদ্যপ অবস্থায় ছিলেন। সল্টলেকে রাতভর পার্টি করে বাড়ি ফিরছিলেন তাঁরা। ঘটনার পরেই বাকি চারজন পলাতক। সেই সময় মা ফ্লাইওভারে গাড়ির সংখ্যা অনেকটাই কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: হাতিবাগানে গাছ পড়ে যান চলাচল ব্যাহত

 

আরও পড়ুন: গলে গেল ট্রেনের চাকা! বড় বিপদ থেকে রেহাই পেল জনশতাব্দী এক্সপ্রেস

তবে এদিনের এই দুর্ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সল্টলেক থেকে মা ফ্লাইওভার পর্যন্ত তীব্র গতিতে গাড়িটি এলেও কেন পুলিশ বাধা দিল না? কেনই বা এইরকম দুর্ঘটনা বারবার ঘটলেও মদ্যপ চালকদের নিয়ে জন্য পদক্ষেপ করে না পুলিশ? রাত  ৯টার পরে পার্ক স্ট্রিট, থিয়েটার রোড, আলিপুর রোড-সহ কলকাতার বিভিন্ন জায়গায় গাড়িচালক বা গাড়ির আরোহীদের পরীক্ষা করে পুলিশ, কিন্তু ভোরের দিকে সেই পরীক্ষা কেন হয় না? কীভাবেই বা সল্টলেক থেকে বেপরোয়া গতির গাড়ি একের পর এক সিগন্যাল লঙ্ঘন করে মা ফ্লাইওভার পর্যন্ত উঠতে পারল? এমনই বহু প্রশ্ন উঠছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে খুব দ্রুত গাড়ি চালক-সহ বাকি আরোহীদেরকে চিহ্নিত করা হবে। এদেরকে আটক করে কড়া পদক্ষেপ  করা হবে।