১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুবাইয়ের ‘মুন ওয়ার্ল্ড রিসর্ট, মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা পৃথিবীতে বসেই

 

পুবের কলম, ওয়েবডেস্ক:  চাইলেই এবার ঘুরতে যাওয়া যাবে চাঁদে। এজন্য মহাকাশ পাড়ি দিতে হবে না। শুধু বিমানে চেপে পৌঁছে যেতে হবে দুবাই। কারণ দুবাইতেই নির্মাণ হচ্ছে ‘চাঁদের রিসর্ট’। ফলে এবার পৃথিবীতে বসেই আপনি ছুঁতে পারবেন ‘চাঁদ’। এই রিসর্ট দেখতে হবে অবিকল চাঁদের মতো। রিসর্টের নাম রাখা হয়েছে ‘মুন ওয়ার্ল্ড রিসর্ট’।  কম খরচে পর্যটকদের মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা দিতেই তৈরি করা হচ্ছে এই রিসর্ট। এটি নির্মাণের দায়িত্বে রয়েছে কানাডার একটি সংস্থা। চাঁদের মতো গোলাকার এই স্থাপত্যের উচ্চতা নেহাত কম নয়। প্রায় ৭৪৫ ফুট উঁচু হবে এই মুন রিসর্ট।  রিসর্টটিকে চাঁদের চেহারা দিতে ব্যবহার করা হচ্ছে কংক্রিট, কাচ, স্টিল, কার্বনফাইবার এবং অ্যালুমিনিয়াম। এটি নির্মাণে খরচ হবে প্রায় ৫ বিলিয়ন ডলার। এই রিসর্টের ভেতরে থাকবে বিলাসবহুল হোটেল থেকে শুরু করে স্পা, রেস্তোরাঁসহ নানা সুযোগ-সুবিধা। এমনকি এখানে থাকবে ৩০০টি আবাসন। এর নাম দেওয়া হয়েছে ‘স্কাই ভিলা’। মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা সরাসরি পৃথিবীতে পাওয়ার জন্যই তৈরি করা হচ্ছে এই মুন রিসর্ট। স্থাপত্যশিল্পীদের দাবি, পর্যটকরা যাতে মহাকাশ ভ্রমণের মতো অভিজ্ঞতা লাভ করতে পারেন সে জন্য ‘লুনার কলোনি’ নামের একটি বিশেষ রিসর্টও তৈরি করা হচ্ছে মুন রিসোর্টের মধ্যে। এই লুনার কলোনিতে একসঙ্গে ২১ লক্ষ পর্যটক মহাকাশ ভ্রমণের অনুভূতি নিতে পারবেন।  দুবাই ছাড়াও ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ায় আরও তিনটি চাঁদের আদলে বিলাসবহুল রিসর্ট নির্মাণের পরিকল্পনা করছে কানাডার প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: কলকাতায় ফিরছেন মমতা, ছ’দিনের লন্ডন সফর শেষে শনিবার ফিরছেন মুখ্যমন্ত্রী

 

আরও পড়ুন: সফরসূচিতে বদল, শনির রাতেই দুবাই হয়ে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: রমযানে দুবাইয়ের এই মন্দিরের এত প্রশংসা হচ্ছে কেন
সর্বধিক পাঠিত

হঠাৎ ইসরায়েল-জার্মানির নতুন প্রতিরক্ষা চুক্তি, কারণ কী?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুবাইয়ের ‘মুন ওয়ার্ল্ড রিসর্ট, মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা পৃথিবীতে বসেই

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, সোমবার

 

পুবের কলম, ওয়েবডেস্ক:  চাইলেই এবার ঘুরতে যাওয়া যাবে চাঁদে। এজন্য মহাকাশ পাড়ি দিতে হবে না। শুধু বিমানে চেপে পৌঁছে যেতে হবে দুবাই। কারণ দুবাইতেই নির্মাণ হচ্ছে ‘চাঁদের রিসর্ট’। ফলে এবার পৃথিবীতে বসেই আপনি ছুঁতে পারবেন ‘চাঁদ’। এই রিসর্ট দেখতে হবে অবিকল চাঁদের মতো। রিসর্টের নাম রাখা হয়েছে ‘মুন ওয়ার্ল্ড রিসর্ট’।  কম খরচে পর্যটকদের মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা দিতেই তৈরি করা হচ্ছে এই রিসর্ট। এটি নির্মাণের দায়িত্বে রয়েছে কানাডার একটি সংস্থা। চাঁদের মতো গোলাকার এই স্থাপত্যের উচ্চতা নেহাত কম নয়। প্রায় ৭৪৫ ফুট উঁচু হবে এই মুন রিসর্ট।  রিসর্টটিকে চাঁদের চেহারা দিতে ব্যবহার করা হচ্ছে কংক্রিট, কাচ, স্টিল, কার্বনফাইবার এবং অ্যালুমিনিয়াম। এটি নির্মাণে খরচ হবে প্রায় ৫ বিলিয়ন ডলার। এই রিসর্টের ভেতরে থাকবে বিলাসবহুল হোটেল থেকে শুরু করে স্পা, রেস্তোরাঁসহ নানা সুযোগ-সুবিধা। এমনকি এখানে থাকবে ৩০০টি আবাসন। এর নাম দেওয়া হয়েছে ‘স্কাই ভিলা’। মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা সরাসরি পৃথিবীতে পাওয়ার জন্যই তৈরি করা হচ্ছে এই মুন রিসর্ট। স্থাপত্যশিল্পীদের দাবি, পর্যটকরা যাতে মহাকাশ ভ্রমণের মতো অভিজ্ঞতা লাভ করতে পারেন সে জন্য ‘লুনার কলোনি’ নামের একটি বিশেষ রিসর্টও তৈরি করা হচ্ছে মুন রিসোর্টের মধ্যে। এই লুনার কলোনিতে একসঙ্গে ২১ লক্ষ পর্যটক মহাকাশ ভ্রমণের অনুভূতি নিতে পারবেন।  দুবাই ছাড়াও ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ায় আরও তিনটি চাঁদের আদলে বিলাসবহুল রিসর্ট নির্মাণের পরিকল্পনা করছে কানাডার প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: কলকাতায় ফিরছেন মমতা, ছ’দিনের লন্ডন সফর শেষে শনিবার ফিরছেন মুখ্যমন্ত্রী

 

আরও পড়ুন: সফরসূচিতে বদল, শনির রাতেই দুবাই হয়ে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: রমযানে দুবাইয়ের এই মন্দিরের এত প্রশংসা হচ্ছে কেন