‘অ্যাকশন মোড়’-এ কেন্দ্রীয় সংস্থা, কয়লা পাচার মামলায় ৪০টির বেশি জায়গায় হানা ইডির
- আপডেট : ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার
- / 17
পুবের কলম, ওয়েবডেস্ক: ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের ৪০ টির বেশি জায়গায় কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থার (ইডি) হানা। কয়লা মাফিয়া নেটওয়ার্কের সাথে জড়িত অভিযোগে অর্থ পাচারের তদন্তে এদিন অভিযান চালায় ইডি। দুই রাজ্যের ৪০ টির বেশি জায়গায় তল্লাশি চালানো হয়। সূত্রের কবর, শুক্রবার ভোরে কয়লা কেলেঙ্কারির অর্থ পাচার মামলায় ঝাড়খণ্ডের ধানবাদের ১৮টি জায়গায় ব্যাপক অভিযান চালিয়েছে ইডি। বিসিসিএল-এর আউটসোর্সিংয়ের কাজ করা দেবপ্রভা কোম্পানির মালিক এল বি সিং এবং তাঁর ভাই কুম্ভনাথ সিংয়ের বাড়িতেও অভিযান চালায় ইডি। অভিযান এখনও চলছে। যদিও ইডির তরফে এখনও বিবৃতি জারি করা হয়নি। জানা গেছে, কয়লা ব্যবসা, অনিয়মিত চুক্তি ও অবৈধ আর্থিক লেনদেন নিয়ে ইডির তদন্ত চলছে।
ইডি সূত্রে জানা গিয়েছে, বিসিসিএলের বিভিন্ন দরপত্রে অনিয়ম এবং অসঙ্গতির জন্য মোট ১৮টি জায়গায় অভিযান চালানো হয়। এই জায়গাগুলির মধ্যে রয়েছে ধানবাদে পরিচালিত অনিল গোয়েল এবং সঞ্জয় খেমকা সহ আরও বেশ কয়েকজন কয়লা ব্যবসায়ীর বাসস্থান এবং অফিস। কয়লা ব্যবসায়ী বিনোদ মাহাতো ও সানি কেশরীর জায়গায়ও অভিযান চালানো হচ্ছে। ইডির দলটি আর্থিক লেনদেন সম্পর্কিত নথি এবং রেকর্ডগুলি পরীক্ষা করছে।
এদিকে আর্থিক লেনদেন সম্পর্কিত অসংখ্য নথি, ডিজিটাল রেকর্ড এবং কাগজপত্র বাজেয়াপ্ত করেছে ইডি। এদিন সকাল ৬ টার দিকে যখন ইডির দল এলবি সিংয়ের বাসভবনে পৌঁছায় , তখন ইডি আধিকারিকদের এক ঘন্টারও বেশি সময় ধরে তাদের প্রবেশ করতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। দু’ঘন্টা বারবার অনুরোধের পরেই তিনি গেট খুলে দেন, তারপরেই ইডির আধিকারিকরা প্রবেশ করে তল্লাশি শুরু করেন। ইডির সূত্রে জানা গিয়েছে, এই বিলম্বের সময় সিং তার ব্যবসায়িক কর্মকাণ্ড সম্পর্কিত নথি ও প্রমাণ নষ্ট করার চেষ্টা করতে পারেন।







































