১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিটেনের রাজাকে লক্ষ্য করে ডিম!

পুবের কলম ওয়েব ডেস্ক: ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

ইয়র্ক শহরের এ ঘটনায় এরই মধ্যে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জানা যায়; রাজা চার্লস ও কুইন কনসর্ট যখন মিকলগেট বার দিয়ে ইয়র্কে প্রবেশ করছিলেন; তখনই তাদের দিকে ডিম মারা হয়।

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

 

আরও পড়ুন: ট্রাম্পের সফর শেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে Britain

এ ঘটনার একটি ভিডিয়ো ইন্টারনেটে ছড়িয়ে যায়। তাতে দেখা যায়; বেশ কয়েকটি ডিম মাটিতে ফেটে পড়ে। তবে কোনও ডিমই এই দম্পতির শরীর স্পর্শ করেনি।

আরও পড়ুন: ই-বাইক  ও ই-স্কুটার উৎপাদনে বাংলার ব্রিটেন মউ

এ সময় ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। গ্রেফতারের সময় ওই ব্যক্তি চিৎকার করে বলতে থাকেন; ‘দাসদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ তৈরি হয়েছে।’

জানা যায়; একাকি কার্যক্রমে অংশ নিতে ইয়র্ক ভ্রমণ করছেন চার্লস ও ক্যামিলা। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তাঁর বড় ছেলে প্রাক্তন প্রিন্স অব ওয়েলস রাজা তৃতীয় চার্লস নাম নিয়ে সিংহাসনে বসেন। তাঁর বর্তমান বয়স ৭৩ বছর।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

হঠাৎ ইসরায়েল-জার্মানির নতুন প্রতিরক্ষা চুক্তি, কারণ কী?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্রিটেনের রাজাকে লক্ষ্য করে ডিম!

আপডেট : ১১ নভেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

ইয়র্ক শহরের এ ঘটনায় এরই মধ্যে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জানা যায়; রাজা চার্লস ও কুইন কনসর্ট যখন মিকলগেট বার দিয়ে ইয়র্কে প্রবেশ করছিলেন; তখনই তাদের দিকে ডিম মারা হয়।

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

 

আরও পড়ুন: ট্রাম্পের সফর শেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে Britain

এ ঘটনার একটি ভিডিয়ো ইন্টারনেটে ছড়িয়ে যায়। তাতে দেখা যায়; বেশ কয়েকটি ডিম মাটিতে ফেটে পড়ে। তবে কোনও ডিমই এই দম্পতির শরীর স্পর্শ করেনি।

আরও পড়ুন: ই-বাইক  ও ই-স্কুটার উৎপাদনে বাংলার ব্রিটেন মউ

এ সময় ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। গ্রেফতারের সময় ওই ব্যক্তি চিৎকার করে বলতে থাকেন; ‘দাসদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ তৈরি হয়েছে।’

জানা যায়; একাকি কার্যক্রমে অংশ নিতে ইয়র্ক ভ্রমণ করছেন চার্লস ও ক্যামিলা। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তাঁর বড় ছেলে প্রাক্তন প্রিন্স অব ওয়েলস রাজা তৃতীয় চার্লস নাম নিয়ে সিংহাসনে বসেন। তাঁর বর্তমান বয়স ৭৩ বছর।