জেরুসালেম পুনরুদ্ধারের ৮৩৮তম বার্ষিকী পালন এরদোগানের

- আপডেট : ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 341
পুবের কলম ওয়েবডেস্ক : তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান গত বৃহস্পতিবার জেরুসালেম পুনরুদ্ধারের ৮৩৮তম বার্ষিকী উদ্যাপন করেছেন। ১১৮৭ খ্রিস্টাধে বীর যোদ্ধা সালাউদ্দিন আল-আইয়ুবি এই পবিত্র শহরটি ত্রুুসেডারদের হাত থেকে জয় করেছিলেন।
তুর্কি সমাজমাধ্যম প্ল্যাটফর্ম ‘এনসোশ্যাল’-এ এক বার্তায় প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘জেরুসালেম বিজয়ের এই বিশেষ বার্ষিকীতে আমি এই পবিত্র শহরের দ্বিতীয় বিজেতা সালাউদ্দিন আল-আইয়ুবি এবং তাঁর বীর সেনাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’
জেরুসালেম ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান, কারণ এখানে মুসলমানদের প্রথম কিবলা ‘মসজিদ আল-আকসা’ অবস্থিত। এরদোগান জোর দিয়ে বলেন, জেরুসালেম হল ‘নবীরা আমাদের কাছে যে আমানত অর্পণ করেছেন’ তারই অংশ।
তিনি দৃঢ় সংকল্প ব্যক্ত করে জানান, জেরুসালেমের জন্য তাঁরা ‘সংকল্প নিয়ে লড়াই’ চালিয়ে যাবেন। এরদোগানের এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে জেরুজালেমের ওপর তুরস্কের ঐতিহাসিক ও আধ্যাত্মিক অঙ্গীকারকেই পুনরায় তুলে ধরল। এই বার্ষিকী পালনের মাধ্যমে তুর্কি প্রেসিডেন্ট বিশ্বজুড়ে মুসলিমদের কাছে তাঁর জোরালো অবস্থান প্রতিফলিত করলেন।