০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জেরুসালেম পুনরুদ্ধারের ৮৩৮তম বার্ষিকী পালন এরদোগানের

সুস্মিতা
  • আপডেট : ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার
  • / 341

পুবের কলম ওয়েবডেস্ক : তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান গত বৃহস্পতিবার জেরুসালেম পুনরুদ্ধারের ৮৩৮তম বার্ষিকী উদ্যাপন করেছেন। ১১৮৭ খ্রিস্টাধে বীর যোদ্ধা সালাউদ্দিন আল-আইয়ুবি এই পবিত্র শহরটি ত্রুুসেডারদের হাত থেকে জয় করেছিলেন।

তুর্কি সমাজমাধ্যম প্ল্যাটফর্ম ‘এনসোশ্যাল’-এ এক বার্তায় প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘জেরুসালেম বিজয়ের এই বিশেষ বার্ষিকীতে আমি এই পবিত্র শহরের দ্বিতীয় বিজেতা সালাউদ্দিন আল-আইয়ুবি এবং তাঁর বীর সেনাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

আরও পড়ুন: ফের একে পার্টির চেয়ারম্যান নির্বাচিত হলেন এরদোগান

জেরুসালেম ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান, কারণ এখানে মুসলমানদের প্রথম কিবলা ‘মসজিদ আল-আকসা’ অবস্থিত। এরদোগান জোর দিয়ে বলেন, জেরুসালেম হল ‘নবীরা আমাদের কাছে যে আমানত অর্পণ করেছেন’ তারই অংশ।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব করছেন ট্রাম্প: এরদোগান

তিনি দৃঢ় সংকল্প ব্যক্ত করে জানান, জেরুসালেমের জন্য তাঁরা ‘সংকল্প নিয়ে লড়াই’ চালিয়ে যাবেন। এরদোগানের এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে জেরুজালেমের ওপর তুরস্কের ঐতিহাসিক ও আধ্যাত্মিক অঙ্গীকারকেই পুনরায় তুলে ধরল। এই বার্ষিকী পালনের মাধ্যমে তুর্কি প্রেসিডেন্ট বিশ্বজুড়ে মুসলিমদের কাছে তাঁর জোরালো অবস্থান প্রতিফলিত করলেন।

আরও পড়ুন: হামাস নেতার সঙ্গে বৈঠক করবেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, চিন্তায় ইসরাইল

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জেরুসালেম পুনরুদ্ধারের ৮৩৮তম বার্ষিকী পালন এরদোগানের

আপডেট : ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক : তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান গত বৃহস্পতিবার জেরুসালেম পুনরুদ্ধারের ৮৩৮তম বার্ষিকী উদ্যাপন করেছেন। ১১৮৭ খ্রিস্টাধে বীর যোদ্ধা সালাউদ্দিন আল-আইয়ুবি এই পবিত্র শহরটি ত্রুুসেডারদের হাত থেকে জয় করেছিলেন।

তুর্কি সমাজমাধ্যম প্ল্যাটফর্ম ‘এনসোশ্যাল’-এ এক বার্তায় প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘জেরুসালেম বিজয়ের এই বিশেষ বার্ষিকীতে আমি এই পবিত্র শহরের দ্বিতীয় বিজেতা সালাউদ্দিন আল-আইয়ুবি এবং তাঁর বীর সেনাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

আরও পড়ুন: ফের একে পার্টির চেয়ারম্যান নির্বাচিত হলেন এরদোগান

জেরুসালেম ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান, কারণ এখানে মুসলমানদের প্রথম কিবলা ‘মসজিদ আল-আকসা’ অবস্থিত। এরদোগান জোর দিয়ে বলেন, জেরুসালেম হল ‘নবীরা আমাদের কাছে যে আমানত অর্পণ করেছেন’ তারই অংশ।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব করছেন ট্রাম্প: এরদোগান

তিনি দৃঢ় সংকল্প ব্যক্ত করে জানান, জেরুসালেমের জন্য তাঁরা ‘সংকল্প নিয়ে লড়াই’ চালিয়ে যাবেন। এরদোগানের এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে জেরুজালেমের ওপর তুরস্কের ঐতিহাসিক ও আধ্যাত্মিক অঙ্গীকারকেই পুনরায় তুলে ধরল। এই বার্ষিকী পালনের মাধ্যমে তুর্কি প্রেসিডেন্ট বিশ্বজুড়ে মুসলিমদের কাছে তাঁর জোরালো অবস্থান প্রতিফলিত করলেন।

আরও পড়ুন: হামাস নেতার সঙ্গে বৈঠক করবেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, চিন্তায় ইসরাইল