১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘হুমকির শিকার হচ্ছেন,’ সাংবাদিক বৈঠক করে জানালেন এনসিবি’র প্রাক্তন কর্তা সমীর ওয়াংখেড়ে

পুবের কলম, ওয়েবডেস্ক:  মুম্বইতে প্রমোদতরী কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খান। এই ঘটনার তদন্ত হাতে নেন এনসিবির প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ে। ফের খবরের শিরোনামে উঠে এল ওয়াংখেড়ের নাম। বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় হুমকির শিকার হচ্ছেন বলে, সোমবার সাংবাদিক বৈঠক করে জানালেন  প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। এই ব্যাপারে পুলিশ কমিশনারের  সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, সমীর ওয়াংখেড়ের  বিরুদ্ধে প্রমোদতরী কাণ্ডে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার  ওয়াংখেড়ে দাবি করেন যে, তাঁকে এবং তাঁর স্ত্রী ক্রান্তি রেডকরকে বারবার সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়া হচ্ছে। গত দিন চার ধরে এমন ঘটনা ঘটছে বলে দাবি তাদের সঙ্গে। একইসঙ্গে তিনি জানান যে, মুম্বইয়ের পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানাবেন  তিনি যাতে তার নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন: ‘একেন বাবু’  চলচ্চিত্রের অভিনেতাদের সঙ্গে সংবাদ সম্মেলন নারায়ণা হেলথ -আরএন টেগোর হাসপাতালে

এনসিবি মুম্বইয়ের প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে বর্তমানে সিবিআই  জিজ্ঞাসাবাদ করছে। তাঁর বিরুদ্ধে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার চেষ্টা করার অভিযোগে একটি এফআইআর নথিভুক্ত হয়েছে, পরে যা কমিয়ে তিনি ১৮ কোটিতে রফা  করেন বলে অভিযোগ। শাহরুখ খানের থেকে তাঁর ছেলে আরিয়ান খানকে মাদক কাণ্ড  থেকে বাঁচাতে এই টাকা দাবি করেছিলেন সমীর ওয়াংখেড়ে, বলে তার বিরুদ্ধে অভিযোগ। আরিয়ান জেল থেকে  ছাড়া পেয়েছিলেন প্রমাণের অভাবেই। চার্জশিটে জানানো হয় তার বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি।

আরও পড়ুন: রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র-কাণ্ডে গ্রেফতার  ২,  সাংবাদিক বৈঠকে জানালেন হাওড়ার পুলিশ কমিশনার

 

আরও পড়ুন: বর্ধমান স্টেশনে ওভারব্রীজ   ভাঙার জন্য ব্যাহত হবে ট্রেন পরিষেবা সাংবাদিক বৈঠক করে জানালেন ডিআরএম   

ওয়াংখেড়ে ঘুষের মামলায় তাঁর বিরুদ্ধে সিবিআই-এর পদক্ষেপকে চ্যালেঞ্জ  জানাতে বম্বে হাইকোর্টে গিয়েছিলেন এবং আদালত আজ অর্থাৎ সোমবার এই বিষয়ে শুনানি করবে। তিনি তদন্তে সহযোগিতা করবেন এবং জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেবেন বলে আশ্বাস দেওয়ার পরে হাইকোর্ট অফিসারকে ২২ মে পর্যন্ত গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিয়েছিল।

 

বছর দুয়েক আগে, মুম্বইতে একটি প্রমোদতরী থেকে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। তাঁকে গ্রেফতার করেন  এনসিবি-র প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ে। তথ্যপ্রমাণের অভাবে, ২২ দিন জেলে কাটানোর পরে ছাড়া পান আরিয়ান। তার পরে সমীরের বিরুদ্ধে একাধিক  অভিযোগও উঠেছে। আর এবার মুম্বইয়ের একটি সংবাদসংস্থা প্রকাশ্যে এনেছে শাহরুখ ও সমীরের হোয়াটসঅ্যাপ চ্যাট।

শাহরুখের কোনও মেসেজই খুলে দেখেননি সমীর। শাহরুখ লিখছেন, ‘সমীর সাহাব, আমি কি আপনার সঙ্গে এক মিনিট কথা বলতে পারি? আমি জানি এটা হয়তো আইনসম্মত নয়, অফিসিয়ালি অনুচিতও। কিন্তু আমি তো একজন বাবা। আপনার সঙ্গে দয়া করে একটু কথা বলতে পারি প্লিজ?’

একদিন মাঝরাতে মেসেজ করে শাহরুখ লিখেছিলেন, ‘এত রাতে  আপনাকে মেসেজ করার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে একবার আপনি আমার অবস্থাটা বুঝুন। আমিও তো বাবা। আমি দয়া ভিক্ষা করছি আপনার কাছে।’ তবে শাহরুখের আবেদন শোনার প্রয়োজন মনে করেননি সমীর ওয়াংখেড়ে।

 

সর্বধিক পাঠিত

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের, আন্তর্জাতিক বাজারে প্রথম চালান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘হুমকির শিকার হচ্ছেন,’ সাংবাদিক বৈঠক করে জানালেন এনসিবি’র প্রাক্তন কর্তা সমীর ওয়াংখেড়ে

আপডেট : ২২ মে ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  মুম্বইতে প্রমোদতরী কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খান। এই ঘটনার তদন্ত হাতে নেন এনসিবির প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ে। ফের খবরের শিরোনামে উঠে এল ওয়াংখেড়ের নাম। বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় হুমকির শিকার হচ্ছেন বলে, সোমবার সাংবাদিক বৈঠক করে জানালেন  প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। এই ব্যাপারে পুলিশ কমিশনারের  সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, সমীর ওয়াংখেড়ের  বিরুদ্ধে প্রমোদতরী কাণ্ডে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার  ওয়াংখেড়ে দাবি করেন যে, তাঁকে এবং তাঁর স্ত্রী ক্রান্তি রেডকরকে বারবার সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়া হচ্ছে। গত দিন চার ধরে এমন ঘটনা ঘটছে বলে দাবি তাদের সঙ্গে। একইসঙ্গে তিনি জানান যে, মুম্বইয়ের পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানাবেন  তিনি যাতে তার নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন: ‘একেন বাবু’  চলচ্চিত্রের অভিনেতাদের সঙ্গে সংবাদ সম্মেলন নারায়ণা হেলথ -আরএন টেগোর হাসপাতালে

এনসিবি মুম্বইয়ের প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে বর্তমানে সিবিআই  জিজ্ঞাসাবাদ করছে। তাঁর বিরুদ্ধে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার চেষ্টা করার অভিযোগে একটি এফআইআর নথিভুক্ত হয়েছে, পরে যা কমিয়ে তিনি ১৮ কোটিতে রফা  করেন বলে অভিযোগ। শাহরুখ খানের থেকে তাঁর ছেলে আরিয়ান খানকে মাদক কাণ্ড  থেকে বাঁচাতে এই টাকা দাবি করেছিলেন সমীর ওয়াংখেড়ে, বলে তার বিরুদ্ধে অভিযোগ। আরিয়ান জেল থেকে  ছাড়া পেয়েছিলেন প্রমাণের অভাবেই। চার্জশিটে জানানো হয় তার বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি।

আরও পড়ুন: রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র-কাণ্ডে গ্রেফতার  ২,  সাংবাদিক বৈঠকে জানালেন হাওড়ার পুলিশ কমিশনার

 

আরও পড়ুন: বর্ধমান স্টেশনে ওভারব্রীজ   ভাঙার জন্য ব্যাহত হবে ট্রেন পরিষেবা সাংবাদিক বৈঠক করে জানালেন ডিআরএম   

ওয়াংখেড়ে ঘুষের মামলায় তাঁর বিরুদ্ধে সিবিআই-এর পদক্ষেপকে চ্যালেঞ্জ  জানাতে বম্বে হাইকোর্টে গিয়েছিলেন এবং আদালত আজ অর্থাৎ সোমবার এই বিষয়ে শুনানি করবে। তিনি তদন্তে সহযোগিতা করবেন এবং জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেবেন বলে আশ্বাস দেওয়ার পরে হাইকোর্ট অফিসারকে ২২ মে পর্যন্ত গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিয়েছিল।

 

বছর দুয়েক আগে, মুম্বইতে একটি প্রমোদতরী থেকে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। তাঁকে গ্রেফতার করেন  এনসিবি-র প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ে। তথ্যপ্রমাণের অভাবে, ২২ দিন জেলে কাটানোর পরে ছাড়া পান আরিয়ান। তার পরে সমীরের বিরুদ্ধে একাধিক  অভিযোগও উঠেছে। আর এবার মুম্বইয়ের একটি সংবাদসংস্থা প্রকাশ্যে এনেছে শাহরুখ ও সমীরের হোয়াটসঅ্যাপ চ্যাট।

শাহরুখের কোনও মেসেজই খুলে দেখেননি সমীর। শাহরুখ লিখছেন, ‘সমীর সাহাব, আমি কি আপনার সঙ্গে এক মিনিট কথা বলতে পারি? আমি জানি এটা হয়তো আইনসম্মত নয়, অফিসিয়ালি অনুচিতও। কিন্তু আমি তো একজন বাবা। আপনার সঙ্গে দয়া করে একটু কথা বলতে পারি প্লিজ?’

একদিন মাঝরাতে মেসেজ করে শাহরুখ লিখেছিলেন, ‘এত রাতে  আপনাকে মেসেজ করার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে একবার আপনি আমার অবস্থাটা বুঝুন। আমিও তো বাবা। আমি দয়া ভিক্ষা করছি আপনার কাছে।’ তবে শাহরুখের আবেদন শোনার প্রয়োজন মনে করেননি সমীর ওয়াংখেড়ে।