বন্যা পরিস্থিতিতে বির্পযস্ত উত্তরাখণ্ড, মৃত ৯ আহত ১২

- আপডেট : ১০ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার
- / 13
পুবের কলম, ওয়েবডেস্ক: বন্যা পরিস্থিতিতে বির্পযস্ত উত্তরাখণ্ড। ভারী বৃষ্টির জেরে গত ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিখোঁজ হয়েছেন আরও বেশ কয়েকজন। গৌরীকুণ্ডে ধসের কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার রাত থেকে ভারী বর্ষণে জলমগ্ন হৃষিকেশের ধলওয়ালা এবং খারা এলাকা। পরিস্থিতি সামাল দিতে উদ্ধার কাজে নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। বুধবার মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সমস্ত জেলার ম্যাজিস্ট্রেটকে সর্তক থাকার নির্দশ দিয়েছেন।
জলমগ্ন এলাকাগুলিতে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি জাতীয় মোকাবিলা বাহিনীও উদ্ধার কাজ করছে। ধলওয়ালা এবং খারা এলাকাগুলি থেকে ৫০ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে আহত হয়েছেন ১২ জন। বুধবার ভোররাতে অবিরাম বৃষ্টির কারণে ভূমিধসের কবলে পড়ে গৌরীকুণ্ড। পাঁচ দিনের মধ্যে গৌরীকুণ্ড দ্বিতীয় ভূমিধস এটি। খুপরিটি পাহাড় থেকে ভূমিধসের কারণে একটি পরিবারের চারজন ধ্বংসস্তূপে চাপা পড়েছিল। যদিও ধ্বংসস্তূপ থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন জানকী নামের এক মহিলা সহ তাঁর তিন সন্তান। তাদের উদ্ধাস করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ অঞ্চলে যে কোনও পরিস্থিতির উদ্ভব হতে পারে তা মোকাবেলা করার জন্য প্রশাসনিক ব্যবস্থা আগে থেকেই প্রস্তুত রাখতে বলেছে মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘অনেক এলাকা জলে তলিয়ে গেছে। আমরা বিপর্যয় নিয়ন্ত্রণ পরিস্থিতি বিশ্লেষণ করছি এবং কেন্দ্র সরকারের সাথেও কথা বলছি। SDRF এবং NDRF উদ্ধার কাজ করছে। আমরা কোনও ঘাটতি রাখছি না।‘