০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুস্তাক আলি থেকে বিদায় বাংলার

পুবের কলম
  • আপডেট : ১৮ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 131

পুবের কলম ওয়েব ডেস্ক:  সুপার ওভারে কর্ণাটকের কাছে হেরে সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে ছিটকে গেল বাংলা। বৃহস্পতিবার নয়াদিল্লিতে কোয়ার্টার ফাইনালের ম্যাচে নির্ধারিত ২০ ওভারে কর্ণাটক পাঁচ উইকেটে ১৬০ রান করে। জবাবে বাংলা আট উইকেট হারিয়ে ১৬০ রানেই থমকে যায়। ফলে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেখানে  ২ উইকেটে ৫ রান তোলে বাংলা। পালটা ব্যাট করতে  নেমে প্রথম বলে ২ এবং দ্বিতীয় বলে ছয় হাঁকিয়ে কর্নাটককে ম্যাচ জিতিয়ে দেন মনীশ পান্ডে।

এদিন টসে জিতে কর্ণাটককে ব্যাট করতে পাঠান বাংলার অধিনায়ক সুদীপ চ্যাটার্জী। করুণ নায়ারের ৫৫ এবং রোহন কদমের (৩০) ওপর ভরসা করে কর্ণাটক ১৬০ রান করে।

আরও পড়ুন: SIR-এ বাংলার ১ কোটি ভুয়ো ভোটার বাদ যাবে: শুভেন্দু

পালটা ব্যাট করতে নেমে ৪০ বলে ৫১ রান করে বাংলাকে শক্ত ভিতের উপর দাঁড় করান ঋত্বিক চ্যাটার্জী।ঋত্বিক রায়চৌধুরি ৩৬ রানে অপরাজিত থাকেন। শে¡ ওভারে বাংলার জয়ের জন্য দরকার ছিল ২০ রান। ঋত্বিক রায়চৌধুরি প্রথম দুটি বলে ছক্কা হাঁকান। চতুর্থ বলে চার মারেন আকাশ দীপ। শেষ বলে দরকার ছিল ১ রান–  কিন্তু সেখানে  আকাশ দীপ রান আউট হয়ে যান। বাংলাও ১৬০ রানে থমকে যায়।

আরও পড়ুন: আগামীকাল ঘোষণা বাংলায় এসআইআর-এর দিনক্ষণ, প্রস্তুতিতে রবিবারও খোলা সিইও অফিস

সুপার ওভারে কাইফ আহমেদ এবং শ্রীবৎস গোস্বামী দু’জনেই  আউট হয়ে  যান। স্কোরবোর্ডে রান তখন ৫।  এরপরে ব্যাট করতে নেমে মুকেশ কুমারের প্রথম বলে কর্ণাটকের অধিনায়ক মনীশ পান্ডে  দু’ রান করেন। দ্বিতীয় বলে ছয় মেরে দলকে সেমিফাইনালে তুলে দেন তিনি।

আরও পড়ুন: অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতি বাংলার: গণধর্ষণ-কাণ্ডে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুস্তাক আলি থেকে বিদায় বাংলার

আপডেট : ১৮ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক:  সুপার ওভারে কর্ণাটকের কাছে হেরে সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে ছিটকে গেল বাংলা। বৃহস্পতিবার নয়াদিল্লিতে কোয়ার্টার ফাইনালের ম্যাচে নির্ধারিত ২০ ওভারে কর্ণাটক পাঁচ উইকেটে ১৬০ রান করে। জবাবে বাংলা আট উইকেট হারিয়ে ১৬০ রানেই থমকে যায়। ফলে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেখানে  ২ উইকেটে ৫ রান তোলে বাংলা। পালটা ব্যাট করতে  নেমে প্রথম বলে ২ এবং দ্বিতীয় বলে ছয় হাঁকিয়ে কর্নাটককে ম্যাচ জিতিয়ে দেন মনীশ পান্ডে।

এদিন টসে জিতে কর্ণাটককে ব্যাট করতে পাঠান বাংলার অধিনায়ক সুদীপ চ্যাটার্জী। করুণ নায়ারের ৫৫ এবং রোহন কদমের (৩০) ওপর ভরসা করে কর্ণাটক ১৬০ রান করে।

আরও পড়ুন: SIR-এ বাংলার ১ কোটি ভুয়ো ভোটার বাদ যাবে: শুভেন্দু

পালটা ব্যাট করতে নেমে ৪০ বলে ৫১ রান করে বাংলাকে শক্ত ভিতের উপর দাঁড় করান ঋত্বিক চ্যাটার্জী।ঋত্বিক রায়চৌধুরি ৩৬ রানে অপরাজিত থাকেন। শে¡ ওভারে বাংলার জয়ের জন্য দরকার ছিল ২০ রান। ঋত্বিক রায়চৌধুরি প্রথম দুটি বলে ছক্কা হাঁকান। চতুর্থ বলে চার মারেন আকাশ দীপ। শেষ বলে দরকার ছিল ১ রান–  কিন্তু সেখানে  আকাশ দীপ রান আউট হয়ে যান। বাংলাও ১৬০ রানে থমকে যায়।

আরও পড়ুন: আগামীকাল ঘোষণা বাংলায় এসআইআর-এর দিনক্ষণ, প্রস্তুতিতে রবিবারও খোলা সিইও অফিস

সুপার ওভারে কাইফ আহমেদ এবং শ্রীবৎস গোস্বামী দু’জনেই  আউট হয়ে  যান। স্কোরবোর্ডে রান তখন ৫।  এরপরে ব্যাট করতে নেমে মুকেশ কুমারের প্রথম বলে কর্ণাটকের অধিনায়ক মনীশ পান্ডে  দু’ রান করেন। দ্বিতীয় বলে ছয় মেরে দলকে সেমিফাইনালে তুলে দেন তিনি।

আরও পড়ুন: অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতি বাংলার: গণধর্ষণ-কাণ্ডে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী