০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নাবালিকা বক্সারকে যৌন নির্যাতনের অভিযোগ মহিলা কোচের বিরুদ্ধে

ইমামা খাতুন
  • আপডেট : ১ জুলাই ২০২৫, মঙ্গলবার
  • / 36

পুবের কলম প্রতিবেদক: নাবালিকা বক্সারকে যৌন নির্যাতনের অভিযোগ মহিলা কোচের বিরুদ্ধে। ব্রিজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠার ঘটনা এখনও বিস্মৃতির অন্তরালে চলে যায়নি। যদিও বেশ কিছু অভিযোগ থেকে মুক্ত করে দেওয়া হয়েছে ব্রিজভূষণকে। কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের দগদগে ঘায়ের মধ্যেই কাটা ঘায়ে নুনের ছিটের মতো এমনই আরও একটি অভিযোগ উঠল। তবে এবার কোনও পুরুষ নন। বক্সিং ফেডারেশনে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক মহিলা কোচের বিরুদ্ধে। এক নাবালিকা বক্সার সেই মহিলা কোচের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। শুধু থানায় অভিযোগ নয়, সেই অভিযোগ জমা পড়েছে বক্সিং ফেডারেশন ও হরিয়ানা সাইয়ের কাছেও। মহিলা বক্সারটির বয়স ১৭। তিনি অভিযোগ করেছেন সেই মহিলা কোচ নাকি তাকে বিভিন্নভাবে যৌন নির্যাতন চালিয়েছেন।

রোহতক থানায় যে অভিযোগ করেছেন ১৭ বছর বয়সী এই বক্সার, তিনি তাঁর অভিযোগপত্রে লিখেছেন, সেই মহিলা কোচ নাকি জোর করে তাঁকে কোনও একদিন জামাকাপড় খুলতে বাধ্য করেছেন। এমনকি মহিলা সেই কিশোরী বক্সার রাজি না হওয়ায় তাঁকে চড় থাপ্পড়ও মারেন বলে অভিযোগ। এই মুহূর্তে সেই মহিলা বক্সার শরীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

পকসো ধারাতে বক্সিংয়ের সেই মহিলা কোচের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। যদিও এখনও পর্যন্ত সেই বক্সিং কোচকে গ্রেফতার করেনি পুলিশ। ব্রিজভূষণের পরেও এটা প্রমাণিত হল ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের নিরাপত্তায় কতটা ঘাটতি রয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাবালিকা বক্সারকে যৌন নির্যাতনের অভিযোগ মহিলা কোচের বিরুদ্ধে

আপডেট : ১ জুলাই ২০২৫, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: নাবালিকা বক্সারকে যৌন নির্যাতনের অভিযোগ মহিলা কোচের বিরুদ্ধে। ব্রিজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠার ঘটনা এখনও বিস্মৃতির অন্তরালে চলে যায়নি। যদিও বেশ কিছু অভিযোগ থেকে মুক্ত করে দেওয়া হয়েছে ব্রিজভূষণকে। কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের দগদগে ঘায়ের মধ্যেই কাটা ঘায়ে নুনের ছিটের মতো এমনই আরও একটি অভিযোগ উঠল। তবে এবার কোনও পুরুষ নন। বক্সিং ফেডারেশনে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক মহিলা কোচের বিরুদ্ধে। এক নাবালিকা বক্সার সেই মহিলা কোচের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। শুধু থানায় অভিযোগ নয়, সেই অভিযোগ জমা পড়েছে বক্সিং ফেডারেশন ও হরিয়ানা সাইয়ের কাছেও। মহিলা বক্সারটির বয়স ১৭। তিনি অভিযোগ করেছেন সেই মহিলা কোচ নাকি তাকে বিভিন্নভাবে যৌন নির্যাতন চালিয়েছেন।

রোহতক থানায় যে অভিযোগ করেছেন ১৭ বছর বয়সী এই বক্সার, তিনি তাঁর অভিযোগপত্রে লিখেছেন, সেই মহিলা কোচ নাকি জোর করে তাঁকে কোনও একদিন জামাকাপড় খুলতে বাধ্য করেছেন। এমনকি মহিলা সেই কিশোরী বক্সার রাজি না হওয়ায় তাঁকে চড় থাপ্পড়ও মারেন বলে অভিযোগ। এই মুহূর্তে সেই মহিলা বক্সার শরীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

পকসো ধারাতে বক্সিংয়ের সেই মহিলা কোচের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। যদিও এখনও পর্যন্ত সেই বক্সিং কোচকে গ্রেফতার করেনি পুলিশ। ব্রিজভূষণের পরেও এটা প্রমাণিত হল ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের নিরাপত্তায় কতটা ঘাটতি রয়েছে।