০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কুরআন অবমাননার প্রতিবাদে তোলপাড় সুইডেন, নিন্দায় সরব সউদি, ইরান

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ এপ্রিল ২০২২, সোমবার
  • / 82

পুবের কলম ওয়েবডেস্কঃ স্টকহোম ­ সুইডেনে পবিত্র কুরআন পুড়িয়েছে এমন কট্টর দক্ষিণপন্থী সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত। এই সংগঠনটি বিদ্বেষ ছড়াতে এবং নিজেদের প্রচারের আলোয় নিয়ে আসতে আরও কুরআন পোড়ানোর ছক কষছে। শনিবার রাতে মালমো শহরে স্ট্রাম কুর্স নামের কট্টরপন্থী সংগঠনটির বিরুদ্ধে প্রতিবাদ হয়। ছড়িয়ে পড়ে সহিংসতা। এই সংগঠনটি অভিবাসন বিরোধী এবং ইসলাম-বিদ্বেষী বলে পরিচিত এবং এর নেতৃত্ব দেন রাসমুস পালুডান নামের একজন উগ্রপন্থী। রবিবারও একইভাবে উত্তপ্ত ছিল গোটা এলাকা। পূর্ব সুইডেনে দাঙ্গাবাজদের লক্ষ করে পুলিশ সতর্কীকরণ গুলি চালালে তিনজন আহত হয়। এমনটাই জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ।

এই ঘটনায় বহু গাড়িতে আগুন লাগানো হয়েছে। পুলিশের গুলিতে আহত তিনজনের চিকিৎসা চলছে হাসপাতালে। ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সুইডেনের বিচার মন্ত্রী মরগান জোহানসন দাঙ্গাকারীদের বলেন, অশান্তি না বাধিয়ে তোমারা যত দ্রুত সম্ভব বাড়ি যাও।
ইচ্ছাকৃত পবিত্র কুরআনের অবমাননার জন্য এবং মুসলিমদের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্যের জন্য সুইডেনের চরমপন্থীদের বিরুদ্ধে নিন্দায় সরব হয় সউদি আরব। এক বিবৃতিতে, সউদি বিদেশমন্ত্রক বলেছে আলোচনা, সহনশীলতা এবং সহাবস্থানের মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রমযানের রোযার মাসে একটি সুইডিশ উগ্র ডানপন্থী গোষ্ঠীর পবিত্র কুরআন অবমাননা করেছে। এই অবমাননার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে সুইডেনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরান।

আরও পড়ুন: বিয়ের আগেই সউদিতে রোনাল্ডোকে উট উপহার

সুইডেনে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়ে তেহরানে নিযুক্ত সুইডিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক রবিবার সুইডিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে তার সঙ্গে কথা বলেন।তিনি বলেন, বাক স্বাধীনতার অপব্যবহার করে মহাগ্রন্থ আল-কুরআনের অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না। মহাপরিচালক বলেন, বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলিমের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানাকে কোনও অবস্থায় বাক স্বাধীনতা বলে চালানো যায় না।

আরও পড়ুন: ২০২৫-২৬ ওমরাহ’র ক্যালেন্ডার প্রকাশ সউদির 

রবিবার সুইডিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আরও বলেন, এই জঘন্য ন্যক্কারজনক ঘটনার ব্যাপারে সুইডিশ সরকার কোনও অবস্থায় নিজের দায় এড়াতে পারে না। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সুইডিশ সরকারের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: ভারত-পাক উত্তেজনা, মধ্যস্থতার প্রস্তাব ইরান-সউদির

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুরআন অবমাননার প্রতিবাদে তোলপাড় সুইডেন, নিন্দায় সরব সউদি, ইরান

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ স্টকহোম ­ সুইডেনে পবিত্র কুরআন পুড়িয়েছে এমন কট্টর দক্ষিণপন্থী সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত। এই সংগঠনটি বিদ্বেষ ছড়াতে এবং নিজেদের প্রচারের আলোয় নিয়ে আসতে আরও কুরআন পোড়ানোর ছক কষছে। শনিবার রাতে মালমো শহরে স্ট্রাম কুর্স নামের কট্টরপন্থী সংগঠনটির বিরুদ্ধে প্রতিবাদ হয়। ছড়িয়ে পড়ে সহিংসতা। এই সংগঠনটি অভিবাসন বিরোধী এবং ইসলাম-বিদ্বেষী বলে পরিচিত এবং এর নেতৃত্ব দেন রাসমুস পালুডান নামের একজন উগ্রপন্থী। রবিবারও একইভাবে উত্তপ্ত ছিল গোটা এলাকা। পূর্ব সুইডেনে দাঙ্গাবাজদের লক্ষ করে পুলিশ সতর্কীকরণ গুলি চালালে তিনজন আহত হয়। এমনটাই জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ।

এই ঘটনায় বহু গাড়িতে আগুন লাগানো হয়েছে। পুলিশের গুলিতে আহত তিনজনের চিকিৎসা চলছে হাসপাতালে। ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সুইডেনের বিচার মন্ত্রী মরগান জোহানসন দাঙ্গাকারীদের বলেন, অশান্তি না বাধিয়ে তোমারা যত দ্রুত সম্ভব বাড়ি যাও।
ইচ্ছাকৃত পবিত্র কুরআনের অবমাননার জন্য এবং মুসলিমদের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্যের জন্য সুইডেনের চরমপন্থীদের বিরুদ্ধে নিন্দায় সরব হয় সউদি আরব। এক বিবৃতিতে, সউদি বিদেশমন্ত্রক বলেছে আলোচনা, সহনশীলতা এবং সহাবস্থানের মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রমযানের রোযার মাসে একটি সুইডিশ উগ্র ডানপন্থী গোষ্ঠীর পবিত্র কুরআন অবমাননা করেছে। এই অবমাননার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে সুইডেনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরান।

আরও পড়ুন: বিয়ের আগেই সউদিতে রোনাল্ডোকে উট উপহার

সুইডেনে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়ে তেহরানে নিযুক্ত সুইডিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক রবিবার সুইডিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে তার সঙ্গে কথা বলেন।তিনি বলেন, বাক স্বাধীনতার অপব্যবহার করে মহাগ্রন্থ আল-কুরআনের অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না। মহাপরিচালক বলেন, বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলিমের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানাকে কোনও অবস্থায় বাক স্বাধীনতা বলে চালানো যায় না।

আরও পড়ুন: ২০২৫-২৬ ওমরাহ’র ক্যালেন্ডার প্রকাশ সউদির 

রবিবার সুইডিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আরও বলেন, এই জঘন্য ন্যক্কারজনক ঘটনার ব্যাপারে সুইডিশ সরকার কোনও অবস্থায় নিজের দায় এড়াতে পারে না। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সুইডিশ সরকারের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: ভারত-পাক উত্তেজনা, মধ্যস্থতার প্রস্তাব ইরান-সউদির