১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
Delhi AIIMS: দিল্লি এইমসে আগুন

ইমামা খাতুন
- আপডেট : ১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 100
পুবের কলম,ওয়েবডেস্ক: দিল্লি এইমসে আগুন (Delhi AIIMS)। মা ও শিশু বিভাগে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে বলেই খবর। বৃহস্পতিবার বিকেলে আগুন লাগে। দিল্লি ফায়ার সার্ভিসেস জানিয়েছে, বিকেল ৫টা ১৫ মিনিটে খবর পাওয়ার পর ঘটনাস্থলে দশটি দমকল ইঞ্জিন পাঠানো হয়। বর্তমানে আগুন নেভানোর কাজ চলছে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। সংশ্লিষ্ট ওয়ার্ড থেকে রোগী এবং হাসপাতাল কর্মীদের অন্যত্রে সরিয়ে নেওয়া হচ্ছে। পাশপাশি হাসপাতালের চিকিৎসা পরিষেবাও যতটা সম্ভব স্বাভাবিক রাখা হয়েছে। এই আগুনে হাসপাতালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং মেরামতির কাজ চলছে।