পুবের কলম,ওয়েবডেস্ক: হুগলির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। আপাতত নিয়ন্ত্রণে আগুন। জানা গেছে, সংশ্লিষ্ট কারখানায় পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার (PBSD) -এর উদ্যোগে বিনামূল্যে রিমেড পোশাক তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। তবে কী থেকে, কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবার সকালে শ্রীরামপুরের পিয়ারাপুর এলাকায় দিল্লি রোডের পাশে একটি গেঞ্জির কারখানায় আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। তবে রবিবার হওয়ায় কারখানায় কেউ ছিল না। ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। দমকল কর্মীদের পরিশ্রমে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর।
































