২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অগ্নিগর্ভ নেপাল, নেপালে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি

মারুফা খাতুন
  • আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
  • / 316

পুবের কলম ওয়েবডেস্ক : নেপালের পরিস্থিতি ক্রমশই উত্তাল হয়ে উঠছে। দেশজুড়ে বিক্ষোভ আর তার সঙ্গে দোসর অগ্নিসংযোগ। সাধারণ মানুষের জনজীবন একেবারেই উত্তাল। ক্ষুব্ধ জনতারা একাধিক নেতা ও মন্ত্রীদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। রাষ্ট্রপতি ভবন পর্যন্ত ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এমন পরিস্থিতিতে নেপালে বসবাসকা্কার ভারতীয়দের জন্য সতর্কতা জারি করল নয়াদিল্লি। তড়িঘড়ি কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস জরুরি অবস্থায় যোগাযোগের জন্য বিশেষ নম্বর চালু করেছেন। এই নম্বরগুলির মাধ্যমে ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছেন, নেপালে বর্তমানে যে পরিস্থিতি চলছে, সেক্ষেত্রে নেপাল ভ্রমণ এড়িয়ে চলাই ভালো।

আরও পড়ুন: দিল্লির ৩৪টি মনিটরিং স্টেশনকে ‘রেড জ়োন’ হিসেবে চিহ্নিত

ভারত সরকারের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। আর তাতে বলা হয়েছে “নেপালের এই যে ঘটনা তার ওপর আমরা প্রতিনিয়ত নজর রাখছি। অনেক তরুণের প্রাণহানি হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ইতিমধ্যে কাঠমান্ডুসহ বেশ কয়েকটি এলাকায় কার্ফু জারি করে দিয়েছে স্থানীয় প্রশাসন। তাই আপাতভাবে ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে হবে। এছাড়া প্রশাসনের নির্দেশ মেনে চলতে হবে।”

আরও পড়ুন: ডাবল ইঞ্জিনের দিল্লিতে এক ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা, উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

সম্প্রতি নেপাল সরকার প্রায় ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারি করেছিল। সরকার জানিয়েছিল, সংশ্লিষ্ট সংস্থাগুলির কাছ থেকে প্রয়োজনীয় নথি চাওয়া হলেও নির্ধারিত সময়সীমার মধ্যে তা জমা দেওয়া হয়নি। তাই এই প্ল্যাটফর্মগুলি বন্ধ করা হয়। আর সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ার ক্ষোভে রাস্তায় নেমেছে নেপালের তরুণ তুর্কিরা। বিশেষত করে জেন জ়ি-রা। এমনকি ভারত-নেপাল সীমান্তেও কড়া সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: দিল্লিতেই সাংবাদিক বৈঠক ডাকলেন তালিবান মন্ত্রী মুত্তাকী, উপস্থিত থাকবেন মহিলা সাংবাদিকরাও

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অগ্নিগর্ভ নেপাল, নেপালে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি

আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক : নেপালের পরিস্থিতি ক্রমশই উত্তাল হয়ে উঠছে। দেশজুড়ে বিক্ষোভ আর তার সঙ্গে দোসর অগ্নিসংযোগ। সাধারণ মানুষের জনজীবন একেবারেই উত্তাল। ক্ষুব্ধ জনতারা একাধিক নেতা ও মন্ত্রীদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। রাষ্ট্রপতি ভবন পর্যন্ত ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এমন পরিস্থিতিতে নেপালে বসবাসকা্কার ভারতীয়দের জন্য সতর্কতা জারি করল নয়াদিল্লি। তড়িঘড়ি কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস জরুরি অবস্থায় যোগাযোগের জন্য বিশেষ নম্বর চালু করেছেন। এই নম্বরগুলির মাধ্যমে ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছেন, নেপালে বর্তমানে যে পরিস্থিতি চলছে, সেক্ষেত্রে নেপাল ভ্রমণ এড়িয়ে চলাই ভালো।

আরও পড়ুন: দিল্লির ৩৪টি মনিটরিং স্টেশনকে ‘রেড জ়োন’ হিসেবে চিহ্নিত

ভারত সরকারের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। আর তাতে বলা হয়েছে “নেপালের এই যে ঘটনা তার ওপর আমরা প্রতিনিয়ত নজর রাখছি। অনেক তরুণের প্রাণহানি হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ইতিমধ্যে কাঠমান্ডুসহ বেশ কয়েকটি এলাকায় কার্ফু জারি করে দিয়েছে স্থানীয় প্রশাসন। তাই আপাতভাবে ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে হবে। এছাড়া প্রশাসনের নির্দেশ মেনে চলতে হবে।”

আরও পড়ুন: ডাবল ইঞ্জিনের দিল্লিতে এক ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা, উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

সম্প্রতি নেপাল সরকার প্রায় ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারি করেছিল। সরকার জানিয়েছিল, সংশ্লিষ্ট সংস্থাগুলির কাছ থেকে প্রয়োজনীয় নথি চাওয়া হলেও নির্ধারিত সময়সীমার মধ্যে তা জমা দেওয়া হয়নি। তাই এই প্ল্যাটফর্মগুলি বন্ধ করা হয়। আর সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ার ক্ষোভে রাস্তায় নেমেছে নেপালের তরুণ তুর্কিরা। বিশেষত করে জেন জ়ি-রা। এমনকি ভারত-নেপাল সীমান্তেও কড়া সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: দিল্লিতেই সাংবাদিক বৈঠক ডাকলেন তালিবান মন্ত্রী মুত্তাকী, উপস্থিত থাকবেন মহিলা সাংবাদিকরাও