০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের শুষ্কতম স্থানে ১,০০০ বছর পর বন্যা!

ইমামা খাতুন
  • আপডেট : ১১ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার
  • / 12

পুবের কলম ওয়েব ডেস্কঃ ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নেভাদা সীমান্তঘেঁষা একটি মরুভূমি উপত্যকা। এই অঞ্চলটি বিশ্বের শুষ্কতম অঞ্চল হিসেবে পরিচিত। সম্প্রতি এলাকাটিতে বন্যা দেখা দিয়েছে। আবহাওয়াবিদ এবং পার্কের কর্মকর্তারা বলছেন, গত ১ হাজার বছরে এই প্রথম এখানে বন্যা হল।

 

বন্যায় অঞ্চলটির রাস্তাঘাট তলিয়ে গেছে, অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং যানবাহন ভেসে যেতে দেখা গেছে। পুরো এলাকা থকথকে কাদায় ভরে যাওয়ায় উদ্ধারকাজে দেরি হচ্ছে বলে ক্যালিফোর্নিয়া প্রশাসন জানিয়েছে।

 

শুষ্ক এই উপত্যকায় শুক্রবার ব্যাপক বৃষ্টিপাত হয়। নাসার আর্থ অবজারভেটরির বিশেষজ্ঞদের মতে, অঞ্চলটিতে প্রবল বর্ষণে মাত্র তিন ঘণ্টার মধ্যে রেকর্ড পরিমাণ পানি জমে যায়।

 

পার্কের কর্মকর্তারা জানান, ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে হাজারো পর্যটক এবং কর্মীরা পানিবন্দি হয়েছে। সব রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ ড্যানিয়েল ঘটনাটিকে ১ হাজার বছরের মধ্যে প্রথম বলে বর্ণনা করেছেন।

 

বিজ্ঞানীদের মতে, জলবায়ু সংকটের কারণে এ ধরণের ঘটনা ঘটার সম্ভাবনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে শুষ্ক মরসুমেও শক্তিশালী, ধ্বংসাত্মক ঝড় হচ্ছে। গত এক শতক ধরে বিশ্বের সবচেয়ে উষ্ণ জায়গার তালিকায় ডেথ ভ্যালির নাম রয়েছে। কিন্তু সেখানেও বন্যা দেখা দিল। গত ৮৬ বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বার ডেথ ভ্যালিতে বৃষ্টি হল। ১৯১৩ সালে ডেথ ভ্যালিতে ১২৯ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা উঠেছিল। সেন্টিগ্রেডের হিসেবে যেটা প্রায় ৫৪ ডিগ্রি! গত শতাধীতে দু’বার বৃষ্টি দেখেছিল সিয়েরা পর্বতের পাদদেশের এই উপত্যকা।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বের শুষ্কতম স্থানে ১,০০০ বছর পর বন্যা!

আপডেট : ১১ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নেভাদা সীমান্তঘেঁষা একটি মরুভূমি উপত্যকা। এই অঞ্চলটি বিশ্বের শুষ্কতম অঞ্চল হিসেবে পরিচিত। সম্প্রতি এলাকাটিতে বন্যা দেখা দিয়েছে। আবহাওয়াবিদ এবং পার্কের কর্মকর্তারা বলছেন, গত ১ হাজার বছরে এই প্রথম এখানে বন্যা হল।

 

বন্যায় অঞ্চলটির রাস্তাঘাট তলিয়ে গেছে, অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং যানবাহন ভেসে যেতে দেখা গেছে। পুরো এলাকা থকথকে কাদায় ভরে যাওয়ায় উদ্ধারকাজে দেরি হচ্ছে বলে ক্যালিফোর্নিয়া প্রশাসন জানিয়েছে।

 

শুষ্ক এই উপত্যকায় শুক্রবার ব্যাপক বৃষ্টিপাত হয়। নাসার আর্থ অবজারভেটরির বিশেষজ্ঞদের মতে, অঞ্চলটিতে প্রবল বর্ষণে মাত্র তিন ঘণ্টার মধ্যে রেকর্ড পরিমাণ পানি জমে যায়।

 

পার্কের কর্মকর্তারা জানান, ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে হাজারো পর্যটক এবং কর্মীরা পানিবন্দি হয়েছে। সব রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ ড্যানিয়েল ঘটনাটিকে ১ হাজার বছরের মধ্যে প্রথম বলে বর্ণনা করেছেন।

 

বিজ্ঞানীদের মতে, জলবায়ু সংকটের কারণে এ ধরণের ঘটনা ঘটার সম্ভাবনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে শুষ্ক মরসুমেও শক্তিশালী, ধ্বংসাত্মক ঝড় হচ্ছে। গত এক শতক ধরে বিশ্বের সবচেয়ে উষ্ণ জায়গার তালিকায় ডেথ ভ্যালির নাম রয়েছে। কিন্তু সেখানেও বন্যা দেখা দিল। গত ৮৬ বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বার ডেথ ভ্যালিতে বৃষ্টি হল। ১৯১৩ সালে ডেথ ভ্যালিতে ১২৯ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা উঠেছিল। সেন্টিগ্রেডের হিসেবে যেটা প্রায় ৫৪ ডিগ্রি! গত শতাধীতে দু’বার বৃষ্টি দেখেছিল সিয়েরা পর্বতের পাদদেশের এই উপত্যকা।